বহু নির্বাচনী প্রশ্ন
ষষ্ঠ অধ্যায়
ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
১। ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রযোজ্য—
i. পরিবহন টিস্যু নেই
ii. স্পোরোফাইটিক উদ্ভিদ
iii. এককোষী রাইজয়েড বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২। ব্রায়োফাইটার পুংজননাঙ্গের নাম কী?
(ক) স্পোরাঞ্জিয়াম (খ) গ্যামেট্যানজিয়াম
(গ) আর্কিগোনিয়াম (ঘ) অ্যান্থেরিডিয়াম
৩। ব্রায়োফাইটার শুক্রাণুতে কয়টি ফ্ল্যাজেলা থাকে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৫টি (ঘ) ৭টি
৪।
আর্কিগোনিয়ামের আকৃতি কেমন?
(ক) বেলনাকার (খ) ফ্লাস্কের ন্যায়
(গ) নাসপাতির ন্যায় (ঘ) গোলাকার
৫। ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন?
(ক) কঠিন (খ) তরল
(গ) বায়বীয় (ঘ) পাজমা
৬। কোনটি পরিবেশদূষণের সূচক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) Riccia (খ) Pteris
(গ) Marchantia (ঘ) Lycopodium
৭। বিবর্তনিক ধারায় প্রাথমিক জলজ উদ্ভিদ কোনটি?
(ক) Agaricus (খ) Spirogyra
(গ) Riccia (ঘ) Pteris
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তন্ময় ক্লাসে আসার সময় তাদের বাগানের উঁচু বৃক্ষের শাখার ওপর জন্মানো একটা ছোট উদ্ভিদ নিয়ে এসে স্যারকে দেখাল।
স্যার বললেন, এটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত।
৮। তন্ময়ের নিয়ে আসা উদ্ভিদের নাম কী?
(ক) Ulothrix (খ) Riccia
(গ) Pteris (ঘ) Cycas
৯। তন্ময়ের আনা উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো—
i. দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত
ii. কাণ্ড রাইজোমজাতীয়
iii. কচি অবস্থায় পাতায় কুণ্ডলিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০।
Pteris উদ্ভিদ Riccia উদ্ভিদ থেকে বেশি উন্নত, কারণ—
i. মূল দেহ স্পোরোফাইটিক
ii. উদ্ভিদ সমাঙ্গদেহী
iii. ভাস্কুলার টিস্যু বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১১। কোনটি সান ফার্ন?
(ক) Riccia (খ) Equisetum
(গ) Selaginella (ঘ) Pteris
১২। প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি শল্কপত্র দ্বারা আবৃত থাকে তার নাম—
(ক) ফ্রন্ড (খ) পিনা
(গ) ক্রোজিয়ার (ঘ) র্যামেন্টাম
১৩। Pteris উদ্ভিদ হলো—
(ক) সপুষ্পক (খ) গ্যামিটোফাইটিক
(ক) পরিবহন টিস্যুযুক্ত (ঘ) থ্যালয়েড
১৪। কোনটি ডিপ্লয়েড জীব?
(ক) Riccia (খ) Pteris
(গ) Ulothrix (ঘ) Agaricus
১৫।
Pteris-এর পাতায় অবস্থিত স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলে—
(ক) অ্যানুলাস (খ) এন্ডোসিয়াম
(গ) অমরা (ঘ) সোরাস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাসুদ তার বাড়ির ইট নির্মিত পুরনো ভগ্নপ্রাচীরে এক বিশেষ ধরনের উদ্ভিদ দেখতে পেল। উদ্ভিদটির নতুন পাতাগুলো কুণ্ডলিত এবং কাণ্ড রাইজোমজাতীয়।
১৬। উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটির প্রারম্ভিক কোষ নিম্নের কোন অঙ্গ থেকে তৈরি হয়?
(ক) অ্যান্থেরেডিয়াম (খ) স্পোরাঞ্জিয়াম
(ক) আর্কিগোনিয়াম (ঘ) সোরাস
১৭। উদ্ভিদটিতে—
i. বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়
ii. হেটেরোমরফিক জনুক্রম দেখা যায়
iii. গ্যামিটোফাইট স্পোরোফাইটের ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৮। ইলেটারের কাজ কী?
(ক) খাদ্য তৈরি করা
(খ) খাদ্য সঞ্চয় করা
(গ) স্পোর নির্গমনে সাহায্য করা
(ঘ) বংশবিস্তারে অংশগ্রহণ করা
১৯। কোনটি Pteris-এর গ্যামিটোফাইটের প্রথম কোষ?
(ক) স্পোর (খ) সোরাস
(গ) উস্পোর (ঘ) ভিন্নবাসী
২০। ফার্ন প্রোথেলাস—
(ক) ডিপ্লয়েড (খ) একলিঙ্গ
(গ) স্বভোজী (ঘ) ভিন্নবাসী
২১। ফার্ন প্রোথেলাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—
i. এটি ফার্নের গ্যামিটোফাইটিক দশা
ii. এটিতে অ্যান্থেরিডিয়াম ও আর্কিগোনিয়াম উৎপন্ন হয়
iii. এটি স্বাধীন ও স্বভোজী দশা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২২। উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদটি নিচের কোন গোষ্ঠীতে দেখা যায়?
(ক) ব্রায়োফাইটা (খ) টেরিডোফাইটা
(গ) শৈবাল (ঘ) ছত্রাক
২৩। উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য—
i. সহবাসী
ii. যৌন প্রজনন ঘটে
iii. স্পোর অঙ্কুরিত হয়ে সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। শুক্রাণু কিভাবে আর্কিগোনিয়ার সন্নিকটে আসে?
(ক) বায়ুর মাধ্যমে (খ) বৃষ্টির পানিতে সাঁতার কেটে
(গ) অণুজীবের মাধ্যমে (ঘ) কীটপতঙ্গের মাধ্যমে
২৫। ফার্নের জীবনচক্রের ক্ষেত্রে সঠিক ক্রমধারা কোনটি?
(ক) হ্যাপ্লয়েড স্পোর> প্রোথেলাস>উস্পোর> সোরাস
(খ) হ্যাপ্লয়েড স্পোর> প্রোথেলাস>সোরাস>উস্পোর
(গ) উস্পোর>প্রোথেলাস> হ্যাপ্লয়েড স্পোর>সোরাস
(ঘ) সোরাস>প্রোথেলাস> হ্যাপ্লয়েড স্পোর>উস্পোর
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ক।