kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

নবম-দশম শ্রেণি

বাংলা প্রথম পত্র

লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনমুনা প্রশ্ন

গদ্য

সুভা

ক) ‘তন্বী’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘তন্বী’ শব্দের অর্থ— ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্ট।

খ) বাণীকণ্ঠ বিদেশে গেলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর : মেয়ের বিয়ের পাত্রের অনুসন্ধান করতে বাণীকণ্ঠ বিদেশে গেলেন।

রবীন্দ্রনাথ রচিত ‘সুভা’ গল্পের সুভা বাকপ্রতিবন্ধী। তার বড় দুই বোনের যথাসময়ে বিয়ে হয়ে গেলেও প্রতিবন্ধিতার কারণে তার বিয়ে দেওয়া যাচ্ছিল না। বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল হলেও সে কারণে লোকনিন্দা শুরু হয়, এমনকি একঘরে করার জনরবও শোনা যায়। নিরুপায় হয়ে বাণীকণ্ঠ ছোট মেয়ে সুভাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রের অনুসন্ধানে বিদেশে গেলেন।

 

পদ্য

মানুষ

ক) ‘গো-ভাগাড়’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘গো-ভাগাড়’ শব্দের অর্থ হলো—মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান।

খ) কী দেখে পূজারীর স্বপ্ন ভঙ্গ হয়? ব্যাখ্যা করো।

উত্তর : জীর্ণবস্ত্র পরিহিত শীর্ণ গাত্রের পথিককে দেখে পূজারীর স্বপ্ন ভঙ্গ হয়।

কাজী নজরুল ইসলাম রচিত ‘মানুষ’ কবিতার ধর্মের ধ্বজাধারী মন্দিরের পুরোহিত দরজা খোলার আহ্বান শুনে ভেবেছে স্বয়ংদেবতা তাকে আশীর্বাদ করতে এসেছেন। তাই ব্যস্ত হয়ে মন্দিরের দুয়ার খুলে সামনে যখন জীর্ণবস্ত্র পরিহিত শীর্ণ গায়ের ক্ষুুধার্ত পথিককে দেখেন, তাঁর স্বপ্ন ভঙ্গ হয়।

মন্তব্যসাতদিনের সেরা