ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

সপ্তম শ্রেণি ► বাংলা প্রথম পত্র

  • লুৎফা বেগম
  • সিনিয়র শিক্ষক
  • বিএএফ শাহীন কলেজ
  • কুর্মিটোলা, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
সপ্তম শ্রেণি ► বাংলা প্রথম পত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

গদ্য

সেই ছেলেটি

মামুনুর রশীদ

 

১।        ‘সেই ছেলেটি’ কী ধরনের রচনা?

            ক) বড় কবিতা খ) ছোটগল্প গ) নাটিকা    ঘ) প্রবন্ধ

২। কোন ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়?

            ক) গল্প                খ) উপন্যাস   গ) কবিতা            ঘ) নাটক

৩।        ‘সেই ছেলেটি’ নাটিকা পাঠের উদ্দেশ্য কী?

            ক) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি খ) শারীরিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি     

            গ) মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি   

            ঘ) সব শিশুর প্রতি ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টি

৪।

        নাটক বা নাটিকায় বিষয়গুলোকে কী অনুসারে ভাগ করে নেওয়া হয়?

            ক) দৃশ্য            খ) ঘটনাস্থল      গ) চরিত্র           ঘ) কাহিনি

৫।        ‘সেই ছেলেটি’ নাটিকার কয়টি দৃশ্য?

            ক) দুটি খ) তিনটি          গ) চারটি          ঘ) পাঁচটি

৬।       গ্রামের পাশের রাস্তা ‘সেই ছেলেটি’ নাটিকার কোন দৃশ্যে দেখা যায়?

            ক) প্রথম দৃশ্যে                         খ) দ্বিতীয় দৃশ্যে                        গ) তৃতীয় দৃশ্যে                         ঘ) চতুর্থ দৃশ্যে

৭।        ‘সেই ছেলেটি’ নাটিকার চরিত্রসংখ্যা কত?

            ক) চার খ) পাঁচ গ) ছয়  ঘ) সাত

৮।

        মঞ্চে অভিনয় করে লোককে কী দেখানো হয়?

            ক) নাটক          খ) কবিতা         গ) গল্প ঘ) উপন্যাস

৯।        ‘সেই ছেলেটি’ নাটিকার বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রের ছেলেটির নাম কী?

            ক) সোমেন         খ) সাবু           গ) মিঠু               ঘ) আরজু

১০।      ‘সেই ছেলেটি’ নাটিকার কে কে একই ক্লাসে পড়ে?

            ক) মিঠু, আরজু ও সোমেন       খ) সাবু, সোমেন ও আরজু        গ) আরজু, সোমেন ও লতিফ   

            ঘ) সোমেন, সফিক ও মিঠু

১১।      ‘আরজুকে দেখছি না যে?—কথাটি কার?

            ক) মিঠুর          খ) সোমেনের    গ) লতিফ স্যারের         ঘ) আইসক্রিমওয়ালার

১২।

      আরজু কার ডানায় ভর করে স্কুলে যেতে চেয়েছিল?

            ক) মেঘের          খ) চন্দনার      গ) শালিকের       ঘ) দোয়েলের

১৩।      লতিফ স্যার কিভাবে আরজুর রোগ শনাক্ত করলেন?

            ক) বন্ধুদের মুখে আরজুর স্কুলে আসতে না পারার কথা শুনে     

            খ) আরজুর পা দেখে    

            গ) আরজুকে আমবাগানে এক একা কথা বলতে দেখে   ঘ) আরজুর মায়ের কথা শুনে

১৪।      আরজু কেন স্কুল কামাই করে?

            ক) লেখাপড়া করতে ভালো লাগে না বলে                      খ) লতিফ স্যারের মার খাওয়ার ভয়ে                 গ) বেশি দূর হাঁটতে গেলে ওর পা অবশ হয়ে আসে বলে      

            ঘ) স্কুল ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে বলে

১৫।      আরজু কখন স্কুলে যেতে চাইল?

            ক) ছুটির পর                খ) বাজার থেকে ফিরে গ) পরের দিন               ঘ) টিফিন পিরিয়ডে

১৬। কে রোজ রোজ আরজুর জন্য স্যারের বকুনি খায়?

            ক) সোমেন       খ) সাবু             গ) মিঠু

            ঘ) আইসক্রিমওয়ালা

১৭।

কে খুব স্কুল ফাঁকি দিত?

            ক) আরজু                   

            খ) আইসক্রিমওয়ালা    গ) হাওয়াই মিঠাইওয়ালা           ঘ) মিঠু

১৮।      কার বাজারের সময় চলে যায়?

            ক) আরজুর      খ) মিঠুর           গ) হাওয়াই মিঠাইওয়ালার         ঘ) আইসক্রিমওয়ালার

১৯।      আরজুর মা কাঁদেন কারণ—

            i. আরজু স্কুলে যেতে চায় না      ii. অসুখে তার পা চিকন হয়ে গেছে

            iii. হাঁটতে গেলে আরজুর পা অবশ হয়ে আসে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii           গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২০। আরিফ দূরের জিনিস ভালো দেখতে পায় না, স্কুলে ব্ল্যাকবোর্ডের ছোট ছোট লেখাও ভালো করে পড়তে পারে না, আরিফের শিক্ষক তার সমস্যাটা ধরতে পেয়ে তাকে চোখের ডাক্তার দেখাতে বলেন

            — উদ্দীপকের আরিফের সঙ্গে ‘সেই ছেলেটি’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো—        

            ক) আরজু        খ) সোমেন       গ) সাবু ঘ) মিঠু

২১। ‘সেই ছেলেটি’ নাটিকা অনুযায়ী আরিফের

            প্রয়োজন—

            i. শিক্ষকের সহানুভূতি ii. সহপাঠীদের সাহায্য iii. উপযুক্ত চিকিৎসা গ্রহণ

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) ii     গ) iii    ঘ) i ও ii

২২।     শাকিল দুই মাস ধরে বেতন পরিশোধ করতে পারে না বলে তার নাম কাটা গেছে। লজ্জায় তাই সে স্কুলে যায় না। সহপাঠীদের কাছে ঘটনাটি জেনে শ্রেণিশিক্ষক তার বেতন মওকুফ করে পরদিন থেকে শাকিলকে নিয়মিত স্কুলে আসতে বলেন।

            — উদ্দীপকের শ্রেণিশিক্ষক ‘সেই ছেলেটি’ নাটিকার কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

            ক) সাবু

            খ) সোমেন      

            গ) লতিফ স্যার                         ঘ) আইসক্রিমওয়ালা

২৩। উক্ত সাদৃশ্যটি ‘সেই ছেলেটি’ নাটিকার কোন বাক্যকে নির্দেশ করছে?

            ক) স্যার, ওর যে কী হয়? হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না               

            খ) স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ                          গ) দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কী করতে পারি           

            ঘ) রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারব না

২৪। সাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে—

            i. দায়িত্ব ও কর্তব্যবোধ ii. মমত্ববোধ     iii. সমাজসচেতনতা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii           গ) ii ও iii         ঘ) iii

২৫। ‘শুধু শুধু ডাকছ কেন?’

            — কথাটি কে বলেছে?

            ক) আরজু       

            খ) আইসক্রিমওয়ালা    গ) হাওয়াইমিঠাইওয়ালা            ঘ) সোমেন

২৬।     ‘সেই ছেলেটি’ নাটিকায় যে যে পাখির কথা বলা তা হলো —

            i. ময়না                        ii. শালিক                     iii. চন্দনা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) ii ও iii                                  গ) i ও iii                      ঘ) i, ii ও iii

২৭। আইসক্রিমওয়ালাকে আইসক্রিম ফেরি করতে হয় কারণ সে—

            i. স্কুল ফাঁকি দিত          ii. লেখাপড়া করত না   iii. আইসক্রিম খেতে খুব ভালোবাসতো

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৮।     ‘আরজু হাঁটতে পারে না কারণ—

            i. পা চিকন হয়ে গেছে   ii. পা দুটো অবশ হয়ে আসে iii. ছোটবেলার অসুখে

            নিচের কোনটি সঠিক?

            ক) i                  খ) ii    

            গ) iii                ঘ) i, ii ও iii

২৯। মামুনুর রশীদ কত সালে জন্মগ্রহণ করেন?

            ক) ১৯৪৫         খ) ১৯৪৬         গ) ১৯৪৭          ঘ) ১৯৪৮

৩০। আরজুর অসুখের কথা জেনে কে কাঁদেন?

            ক) বাবা           

            খ) মা   

            গ) আত্মীয়-স্বজন          ঘ) শ্রেণিশিক্ষক

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩.       ১৪. ১৫. ১৬. ১৭. ১৮.        ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. খ।

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ