ব হু নি র্বা চ নী প্র শ্ন
গদ্য
সেই ছেলেটি
মামুনুর রশীদ
১। ‘সেই ছেলেটি’ কী ধরনের রচনা?
ক) বড় কবিতা খ) ছোটগল্প গ) নাটিকা ঘ) প্রবন্ধ
২। কোন ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়?
ক) গল্প খ) উপন্যাস গ) কবিতা ঘ) নাটক
৩। ‘সেই ছেলেটি’ নাটিকা পাঠের উদ্দেশ্য কী?
ক) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি খ) শারীরিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি
গ) মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি
ঘ) সব শিশুর প্রতি ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টি
৪।
নাটক বা নাটিকায় বিষয়গুলোকে কী অনুসারে ভাগ করে নেওয়া হয়?
ক) দৃশ্য খ) ঘটনাস্থল গ) চরিত্র ঘ) কাহিনি
৫। ‘সেই ছেলেটি’ নাটিকার কয়টি দৃশ্য?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৬। গ্রামের পাশের রাস্তা ‘সেই ছেলেটি’ নাটিকার কোন দৃশ্যে দেখা যায়?
ক) প্রথম দৃশ্যে খ) দ্বিতীয় দৃশ্যে গ) তৃতীয় দৃশ্যে ঘ) চতুর্থ দৃশ্যে
৭। ‘সেই ছেলেটি’ নাটিকার চরিত্রসংখ্যা কত?
ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত
৮।
মঞ্চে অভিনয় করে লোককে কী দেখানো হয়?
ক) নাটক খ) কবিতা গ) গল্প ঘ) উপন্যাস
৯। ‘সেই ছেলেটি’ নাটিকার বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রের ছেলেটির নাম কী?
ক) সোমেন খ) সাবু গ) মিঠু ঘ) আরজু
১০। ‘সেই ছেলেটি’ নাটিকার কে কে একই ক্লাসে পড়ে?
ক) মিঠু, আরজু ও সোমেন খ) সাবু, সোমেন ও আরজু গ) আরজু, সোমেন ও লতিফ
ঘ) সোমেন, সফিক ও মিঠু
১১। ‘আরজুকে দেখছি না যে?—কথাটি কার?
ক) মিঠুর খ) সোমেনের গ) লতিফ স্যারের ঘ) আইসক্রিমওয়ালার
১২।
আরজু কার ডানায় ভর করে স্কুলে যেতে চেয়েছিল?
ক) মেঘের খ) চন্দনার গ) শালিকের ঘ) দোয়েলের
১৩। লতিফ স্যার কিভাবে আরজুর রোগ শনাক্ত করলেন?
ক) বন্ধুদের মুখে আরজুর স্কুলে আসতে না পারার কথা শুনে
খ) আরজুর পা দেখে
গ) আরজুকে আমবাগানে এক একা কথা বলতে দেখে ঘ) আরজুর মায়ের কথা শুনে
১৪। আরজু কেন স্কুল কামাই করে?
ক) লেখাপড়া করতে ভালো লাগে না বলে খ) লতিফ স্যারের মার খাওয়ার ভয়ে গ) বেশি দূর হাঁটতে গেলে ওর পা অবশ হয়ে আসে বলে
ঘ) স্কুল ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে বলে
১৫। আরজু কখন স্কুলে যেতে চাইল?
ক) ছুটির পর খ) বাজার থেকে ফিরে গ) পরের দিন ঘ) টিফিন পিরিয়ডে
১৬। কে রোজ রোজ আরজুর জন্য স্যারের বকুনি খায়?
ক) সোমেন খ) সাবু গ) মিঠু
ঘ) আইসক্রিমওয়ালা
১৭।
কে খুব স্কুল ফাঁকি দিত?
ক) আরজু
খ) আইসক্রিমওয়ালা গ) হাওয়াই মিঠাইওয়ালা ঘ) মিঠু
১৮। কার বাজারের সময় চলে যায়?
ক) আরজুর খ) মিঠুর গ) হাওয়াই মিঠাইওয়ালার ঘ) আইসক্রিমওয়ালার
১৯। আরজুর মা কাঁদেন কারণ—
i. আরজু স্কুলে যেতে চায় না ii. অসুখে তার পা চিকন হয়ে গেছে
iii. হাঁটতে গেলে আরজুর পা অবশ হয়ে আসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। আরিফ দূরের জিনিস ভালো দেখতে পায় না, স্কুলে ব্ল্যাকবোর্ডের ছোট ছোট লেখাও ভালো করে পড়তে পারে না, আরিফের শিক্ষক তার সমস্যাটা ধরতে পেয়ে তাকে চোখের ডাক্তার দেখাতে বলেন
— উদ্দীপকের আরিফের সঙ্গে ‘সেই ছেলেটি’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো—
ক) আরজু খ) সোমেন গ) সাবু ঘ) মিঠু
২১। ‘সেই ছেলেটি’ নাটিকা অনুযায়ী আরিফের
প্রয়োজন—
i. শিক্ষকের সহানুভূতি ii. সহপাঠীদের সাহায্য iii. উপযুক্ত চিকিৎসা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
২২। শাকিল দুই মাস ধরে বেতন পরিশোধ করতে পারে না বলে তার নাম কাটা গেছে। লজ্জায় তাই সে স্কুলে যায় না। সহপাঠীদের কাছে ঘটনাটি জেনে শ্রেণিশিক্ষক তার বেতন মওকুফ করে পরদিন থেকে শাকিলকে নিয়মিত স্কুলে আসতে বলেন।
— উদ্দীপকের শ্রেণিশিক্ষক ‘সেই ছেলেটি’ নাটিকার কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) সাবু
খ) সোমেন
গ) লতিফ স্যার ঘ) আইসক্রিমওয়ালা
২৩। উক্ত সাদৃশ্যটি ‘সেই ছেলেটি’ নাটিকার কোন বাক্যকে নির্দেশ করছে?
ক) স্যার, ওর যে কী হয়? হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না
খ) স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ গ) দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কী করতে পারি
ঘ) রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারব না
২৪। সাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে—
i. দায়িত্ব ও কর্তব্যবোধ ii. মমত্ববোধ iii. সমাজসচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) iii
২৫। ‘শুধু শুধু ডাকছ কেন?’
— কথাটি কে বলেছে?
ক) আরজু
খ) আইসক্রিমওয়ালা গ) হাওয়াইমিঠাইওয়ালা ঘ) সোমেন
২৬। ‘সেই ছেলেটি’ নাটিকায় যে যে পাখির কথা বলা তা হলো —
i. ময়না ii. শালিক iii. চন্দনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৭। আইসক্রিমওয়ালাকে আইসক্রিম ফেরি করতে হয় কারণ সে—
i. স্কুল ফাঁকি দিত ii. লেখাপড়া করত না iii. আইসক্রিম খেতে খুব ভালোবাসতো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। ‘আরজু হাঁটতে পারে না কারণ—
i. পা চিকন হয়ে গেছে ii. পা দুটো অবশ হয়ে আসে iii. ছোটবেলার অসুখে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
২৯। মামুনুর রশীদ কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৫ খ) ১৯৪৬ গ) ১৯৪৭ ঘ) ১৯৪৮
৩০। আরজুর অসুখের কথা জেনে কে কাঁদেন?
ক) বাবা
খ) মা
গ) আত্মীয়-স্বজন ঘ) শ্রেণিশিক্ষক
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ।