kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদ্বাদশ অধ্যায়

পৃথিবীর উৎপত্তি ও গঠন

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

 

[পূর্ব প্রকাশের পর]

৪।        সূর্য মূলত কী?

            ক) উপগ্রহ                      খ) গ্রহ 

            গ) গ্যাসের পিণ্ড   ঘ) ধূমকেতু

৫।        সূর্যের কোন গ্যাস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রচুর তাপ ও আলো উৎপন্ন করে?

            ক) হাইড্রোজেন   

            খ) অক্সিজেন                   গ) অক্সিজেন ও ক্লোরিন      ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন

৬।        চাঁদের তুলনায় পৃথিবী কত গুণ বড়?

            ক) ২০   খ) ৩০  গ) ৪০   ঘ) ৫০

৭।        সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?

            ক) ১০ লক্ষ         খ) ১১ লক্ষ         গ) ১২ লক্ষ        ঘ) ১৩ লক্ষ

৮।        বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি?

            ক) নাইট্রোজেন     

            খ) অক্সিজেন      

            গ) জলীয়বাষ্প    

            ঘ) মিথেন

৯।        বায়ুুমণ্ডলের বেশির ভাগ গ্যাস ও মেঘ থাকে কোন স্তরে?

            ক) ট্রপোস্ফিয়ার  

            খ) স্ট্রাটোস্ফিয়ার              গ) মেসোস্ফিয়ার              ঘ) ম্যাগনেটোস্ফিয়ার

১০।      বায়ুমণ্ডলের কোন স্তরটি আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে?

            ক) ওজোনোস্ফিয়ার          খ) আয়নোস্ফিয়ার            গ) লিথোস্ফিয়ার               ঘ) ট্রপোস্ফিয়ার

১১। পৃথিবীপৃষ্ঠের জল ও স্থলের অনুপাত?

            ক) ১ : ৪                        খ) ১ : ৩  

            গ) ৩ : ১            ঘ) ৪ : ১

১২।      ভারত মহাসাগরের অংশ কোনটি?

            ক) বঙ্গোপসাগর               খ) আরব সাগর    গ) প্রশান্ত মহাসাগর          ঘ) ভূমধ্যসাগর

১৩।      আমাদের দেশের কোন দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত?

            ক) উত্তর খ) দক্ষিণ            গ) পূর্ব   ঘ) পশ্চিম

১৪।      পৃথিবীপৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তাকে কী বলে?

            ক) জলমণ্ডল        খ) শিলামণ্ডল  গ) গুরুমণ্ডল           ঘ) কেন্দ্রমণ্ডল

১৫।      আগ্নেয়গিরির উদিগরণের ফলে বেরিয়ে আসা গলিত তরল পদার্থকে কী বলে?

            ক) শিলা খ) পাথর 

            গ) প্লেট  ঘ) ম্যাগমা         

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

৪. গ  ৫. ক  ৬. ঘ  ৭. ঘ  ৮. ক  ৯. ক ১০. ক ১১. গ ১২. ক  ১৩. ক ১৪. খ ১৫. ঘ।

 

মন্তব্যসাতদিনের সেরা