kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

একাদশ-দ্বাদশ শ্রেণি । ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএকাদশ-দ্বাদশ শ্রেণি । ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

সপ্তম অধ্যায় : মূলধন ব্যয়

১। একটি শেয়ারের আয়ের হার ১৩.৭৫%, প্রবৃদ্ধি হার ৫% এবং প্রত্যাশিত লভ্যাংশ ১০.৫ টাকা হলে, শেয়ারটি বর্তমানে কত মূল্যে বাজারে বিক্রি হবে?     

    ক) ১০০ টাকা    

    খ) ১১০ টাকা     

    গ) ১২০ টাকা     

    ঘ) ১৪০ টাকা 

২। নুশেরা কম্পানির কর-সমন্বিত ঋণের ব্যয় ৭% এবং করহার ৩০% হলে কর-পূর্ব ঋণের ব্যয় কত?  

    ক) ৭%      খ) ১০%     গ) ১৫%     ঘ) ১৮% 

৩। ঋণ মূলধন ব্যয়ের প্রত্যক্ষ সুবিধা কোনটি? 

    ক) মুনাফা বৃদ্ধি     

    খ) সুদ হ্রাস     

    গ) কর হ্রাস     

    ঘ) তহবিল বৃদ্ধি

    নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    তাজরিন ম্যানুফ্যাকচারিং কোং. লি. ইকুইটির ব্যয় নির্ণয় করতে পারছে না। তাদের প্রস্তাবিত লভ্যাংশ ১০ টাকা প্রতি শেয়ার এবং শেয়ারের বর্তমান মূল্য ১০০ টাকা

৪। তাজরিন  ম্যানুফ্যাকচারিং কোং. লি.-এর ইকুইটির ব্যয় কত?

    ক) ৮%     খ) ১০%    গ) ১২%    ঘ) ১৪%

৫। যদি তাজরিন ম্যানুফ্যাকচারিং কোং লি.-এর ইকুইটির ব্যয় ১০% এবং ভার ৩০% হয়, ঋণের ব্যয় ৭% এবং ভার ৭০% হয়, তবে প্রতিষ্ঠানটির মূলধন ব্যয় কত?

    ক) ৫.৫%       খ) ৭.৫%     গ)  ৭.৯%    ঘ) ১২% 

৬। নিচের কোন উৎসটির ব্যয় কম?

    ক) সাধারণ শেয়ার মূলধন     

খ) অগ্রাধিকার শেয়ার মূলধন     

    গ) ঋণ মূলধন       

    ঘ) সংরক্ষিত আয়     

৭। CAPM মডেলের মাধ্যমে কিসের ব্যয় নির্ণয় করা হয়?

    ক) ঋণের     

    খ) অগ্রাধিকার শেয়ার     

গ) সাধারণ শেয়ার      

    ঘ) সংরক্ষিত আয়      

৮। ব্যক্তিগত কর কোন ধরনের মূলধন ব্যয় নির্ণয়ে ব্যবহৃত হয়? 

    ক) সংরক্ষিত আয়ের ব্যয়        খ) ঋণকৃত মূলধনের ব্যয়    

গ) অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়     ঘ) ইকুইটি শেয়ার মূলধন ব্যয় 

৯। শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের অপরিবর্তনীয় অবস্থা মূলধন ব্যয় নির্ণয়ের কোন পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য?

    ক) ঋণ মূলধন ব্যয়  

    খ) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি  

    গ) স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি     ঘ) অগ্রাধিকার শেয়ার ব্যয়   

১০। লিখিত মূল্য থেকে বেশি মূল্যে শেয়ার বিক্রি করা হলে তাকে কী বলে?

    ক) প্রিমিয়াম    

খ) বাট্টা   

    গ) অবহার

    ঘ) বর্তমান মূল্য   

১১। ট্রেজারি বিলের বিটার মান কত? 

    ক) ০    খ) ১    গ) ২     ঘ) ৩ 

১২। WACC-এর অর্থ কি?

    ক) সম্মিলিত গড় মূলধন ব্যয়   

    খ) সমন্বিত গড় মূলধন ব্যয়   

গ) ভার আরোপিত গড় মূলধন ব্যয়    

    ঘ) সবগুলো 

১৩। নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে জড়িত—

    ক) মূলধন ব্যয়  

    খ) উত্তরণ ব্যয়  

    গ) ইকুইটি ব্যয়  

    ঘ) সুযোগ ব্যয়

১৪। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য—

    i. স্থায়ী আয়যুক্ত সিকিউরিটি  

ii. সংকর শেয়ার    

    iii. প্রকৃত মালিকানা      

    নিচের কোনটি সঠিক?    

    ক) i ও ii     

খ) i ও iii     

    গ) ii ও iii   

    ঘ) i, ii ও iii  

১৫। পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় বের করার উপাদানগুলো হলো—

    i. সুদ   

ii.  বাট্টা   

          iii.  প্রিমিয়াম

    নিচের কোনটি সঠিক?    ক) i ও ii     

    খ) i ও iii     

    গ) ii ও iii     

    ঘ) i, ii ও iii  

১৬। মূলধনের সম্পত্তি মূল্যায়নের উপাদানগুলো হলো—

    ক) ঝুঁকিমুক্ত আয়ের হার     খ) বাজার পত্রকোষ আয়ের হার    

    গ) নির্দিষ্ট কম্পানির ঝুঁকি     ঘ) সবগুলো    

 

১৭। নিচের কোনটির ব্যয় সুযোগ ব্যয়ের সমান?

    ক) সাধারণ শেয়ার   

    খ) অগ্রাধিকার শেয়ার   

    গ) সংরক্ষিত মুনাফা   

    ঘ) ব্যাংক ঋণ  

১৮। কাম্য মূলধন কাঠামো হলো যেখানে ফার্মের—

          i. মূলধন ব্যয় বেশি হয় ii. মূলধন ব্যয় সর্বনিম্ন হয়   iii. ফার্মের আয় সর্বোচ্চ হয়   

    নিচের কোনটি সঠিক?  

ক) i ও ii   

    খ) i ও iii  

    গ) ii ও iii   

    ঘ) i, ii ও iii    

    নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর

    দাও :

    SUN পাইপ লি. বর্তমানে বাংলাদেশে একটি নামিদামি পাইপ ইউনিয়ন লিমিটেড DSE-তে তালিকাভুক্ত কম্পানি। কম্পানির বিটা ১.৫। বাজার আয়ের হার ১৬% এবং ট্রেজারি বিলের আয়ের হার ৬%।

১৯। ইউনিয়ন লিমিটেডের ঝুঁকি প্রিমিয়াম কত?

    ক) ৬%   খ) ১০%   

    গ) ১৫%       ঘ) ১৬% 

২০। ইউনিয়ন লিমিটেডের প্রয়োজনীয় আয়ের হার কত?

ক) ২০%       খ) ২১%        গ) ২২.৫%     ঘ) ২৪%

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ।

মন্তব্যসাতদিনের সেরা