kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

নবম-দশম শ্রেণি ► জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনবম-দশম শ্রেণি ► জীববিজ্ঞান

[পূর্ব প্রকাশের পর]

৮। কার্বন ডাই-অক্সাইড পরিবাহিত হয় প্রধানত—

            i. NaHCO3 রূপে

            ii. KHCO3 রূপে

            iii. CO রূপে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii       খ) ii ও iii

     গ) i ও iii      ঘ) i, ii ও iii

৯।   অ্যাজমার কারণে রোগীর—

            i. ঠোঁট নীল হয়ে যায়

            ii. পাঁজরের চামড়া ভেতরে ঢুকে যায়

            iii. বিকেলে জ্বর আসে, রাতে শরীরে ঘাম দেয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii               খ) i ও iii

     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১০।  হাঁপানি রোগের কারণ কোনটি?

     ক) ভাইরাস

     খ) ব্যাকটেরিয়া

     গ) ছত্রাক    ঘ) ইস্ট

১১।  যক্ষ্মার কারণ কোনটি?

     ক) ভাইরাস

     খ) ব্যাকটেরিয়া

     গ) ছত্রাক  

     ঘ) প্রোটোজোয়া

১২।  কোনটি শ্বাসনালির রোগ?

     ক) ব্রংকাইটিস

     খ) নিউমোনিয়া

     গ) অ্যাজমা  ঘ) যক্ষ্মা

১৩। কোন দূষকটি ফুসফুস ক্যান্সারের সঙ্গে জড়িত নয়?

     ক) অ্যাসবেস্টাস

     খ) আর্সেনিক 

     গ) নিকেল

     ঘ) ক্যাডমিয়াম

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :  ৮. ক ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ।

মন্তব্য