kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

পঞ্চম শ্রেণি । বিজ্ঞান

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে 

দ্বিতীয় অধ্যায়

পরিবেশদূষণ

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

প্রশ্ন : ১। পরিবেশদূষণ বলতে কী বোঝো?

উত্তর : পরিবেশদূষণ : বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশদূষণ বলে।

প্রশ্ন : ২। পরিবেশের দূষণগুলো কী কী?

উত্তর : পরিবেশের দূষণগুলো হলো—

i. বায়ুদূষণ রর. পানিদূষণ ররর. মাটিদূষণ  রা. শব্দদূষণ

প্রশ্ন : ৩। বায়ুদূষণের ফলে মানবদেহে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।

উত্তর : বায়ুদূষণের ফলে মানবদেহে সৃষ্ট দুটি রোগ হলো—

i. ফুসফুসে ক্যান্সার

ii. শ্বাসজনিত রোগ

৪। প্রশ্ন : শব্দদূষণের দুটি কারণ লেখো।

উত্তর : শব্দদূষণের দুটি কারণ—

i. মাইক বাজিয়ে মানুষ শব্দদূষণ করছে।

ii. কলকারখানার যন্ত্রপাতির ব্যবহারও শব্দদূষণের কারণ।

৫। প্রশ্ন : শব্দদূষণের ফলে মানুষ আক্রান্ত হয় এমন দুটি রোগের নাম লেখো।

উত্তর : শব্দদূষণের ফলে মানুষ আক্রান্ত হয় এমন দুটি রোগের নাম হলো—

i. কর্মক্ষমতা হ্রাস

ii. অবসন্নতা

তৃতীয় অধ্যায়

জীবনের জন্য পানি

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১। পানিদূষণের ২টি কারণ লেখো।

উত্তর : পানিদূষণের ২টি কারণ হলো—

i. কৃষিকাজে কীটনাশকের ব্যবহার।

ii. গৃহস্থালির বর্জ্য পানিতে ফেলা।

২। উদ্ভিদের দেহে প্রায় কত ভাগ পানি থাকে?

উত্তর : উদ্ভিদের দেহে প্রায় ৯০ ভাগ পানি থাকে।

৩। আমাদের প্রকৃতিতে পানির দুটি উেসর নাম লেখো।

উত্তর : আমাদের প্রকৃতিতে পানির দুটি উেসর নাম হলো—নদী ও বৃষ্টির পানি।

৪। উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে?

উত্তর : উদ্ভিদ মূল বা শিকড়ের সাহায্যে পানি গ্রহণ করে।

৫। বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে কী হয়?

উত্তর : পানিকে তাপ দিলে জলীয়বাষ্পে পরিণত হয়।

৬। পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নিলে পানি কিসে পরিণত হয়?

উত্তর : পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নিলে পানি বরফে পরিণত হয়।

৭। পানিদূষণ প্রতিরোধের একটি করণীয় লেখো।

উত্তর : পানিদূষণ প্রতিরোধে একটি করণীয় হলো :

কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমানো।

 

মন্তব্যসাতদিনের সেরা