kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

এইচএসসি বিশেষ প্রস্তুতি । জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি বিশেষ প্রস্তুতি । জীববিজ্ঞান প্রথম পত্র

ষষ্ঠ অধ্যায়

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা

বহু নির্বাচনী প্রশ্ন

১।  নিচের কোনটিকে লিভারওয়ার্ট বলা হয়?

    ক) Riccia খ) Pteris

    গ) Ulothrix    ঘ) Moss

২।  কোন প্রজাতিটি জলজ?

    ক) Riccia bengalensis

    খ) Riccia dhakensis

    গ) Riccia Chattagonensis

    ঘ) Riccia fluitans

৩।  স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদ?

    ক) Semibarbula sp

    খ) Marchantia sp

    গ) Riccia sp

    ঘ) Funaria sp

    উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    লিভারওয়ার্টের একটি বিশেষ গণের ৪৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, যারা স্যাঁতসেঁতে মাটিতে, আর্দ্র প্রাচীরের গায়ে, এমনকি নদীতীরের বালুতেও জন্মে থাকে।

৪।  উদ্দীপকের উদ্ভিদটির থ্যালাস—

    i. মূল দ্বারা মাটির সঙ্গে আটকে থাকে

    ii. গ্যামিটোফাইটিক

    iii. দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  খ) i ও iii

    গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫।  উদ্দীপকের উদ্ভিদটির দুটি অঞ্চলের মধ্যে কোনটি সত্য?

    ক) আত্তীকরণ অঞ্চল ক্লোরোফিলযুক্ত

    খ) সঞ্চয়ী অঞ্চল স্টোমাটাযুক্ত

    গ) আত্তীকরণ অঞ্চলে রাইজয়েড বিদ্যমান

    ঘ) সঞ্চয়ী অঞ্চল বায়ুকুঠরিযুক্ত

    উদ্দীপকটি দেখো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৬।  উদ্দীপক A-এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের?

    ক) জালিকাকৃতির

    খ) তারকাকৃতির

    গ) গার্ডল আকৃতির

    ঘ) সর্পিলাকৃতির

৭।  উদ্দীপক A থেকে B উন্নত, কারণ ই-

    ক) ভ্রূণ উৎপন্ন করে

    খ) পরিবহন টিস্যুযুক্ত

    গ) স্পোরোফাইটিক

    ঘ) সমরেণুপ্রসূ

৮।  Pteris উদ্ভিদ Riccia উদ্ভিদ থেকে উন্নত, কারণ—

    i. মূল দেহ স্পোরোফাইটিক

    ii. উদ্ভিদ সমাঙ্গদেহী

    iii. ভাস্কুলার টিস্যু বিদ্যমান

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  খ) i ও iii

    গ) ii ও iii ঘ) i, ii ও iii

    উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    মাসুদ তার বাড়ির ইট নির্মিত পুরনো ভগ্ন প্রাচীরে এক বিশেষ ধরনের উদ্ভিদ দেখতে পেল। উদ্ভিদটির নতুন পাতাগুলো কুণ্ডলিত এবং কাণ্ড রাইজোম জাতীয়।

৯।  উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটির প্রারম্ভিক কোষ নিম্নের কোন অঙ্গ থেকে তৈরি হয়?

    ক) অ্যান্থেরেডিয়াম

    খ) স্পোরাঞ্জিয়াম

    গ) আর্কিগোনিয়াম

    ঘ) সোরাস

১০। উদ্ভিদটিতে—

    i. বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু উৎপন্ন হয়

    ii. হেটেরোমরফিক জনুক্রম দেখা যায়

          iii. গ্যামিটোফাইট  স্পোরোফাইটের ওপর নির্ভরশীল

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  খ) ii ও iii

    গ) i ও iii ঘ) i, ii ও iii

    উদ্দীপকের আলোকে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১। ওপরের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য—

    i. যৌন জননসম্পন্ন হয়

    ii. স্পোর থেকে উৎপন্ন হয়

    iii. ডিপ্লয়েড ক্রোমোজোমবিশিষ্ট

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  খ) i ও iii

    গ) ii ও iii ঘ) i, ii ও iii

    চিত্রটি লক্ষ করো এবং ১২-১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১২। উদ্দীপকে প্রদর্শিত গ্যামিটোফাইট—

          i. সহবাসী  ii. এককোষী

          iii. স্বভোজী

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii      খ) ii ও iii

    গ) i ও iii     ঘ) i, ii ও iii

১৩। উদ্দীপকে A চিহ্নিত অংশ—

    ক) প্রোথ্যালাসকে খাদ্যরস সরবরাহ করে

    খ) সচল শুক্রাণু উৎপন্ন করে

    গ) নিশ্চল ডিম্বাণু উৎপন্ন করে

    ঘ) প্রোথ্যালাসকে মাটিতে আবদ্ধ রাখে

১৪। উদ্দীপক নির্দেশিত উদ্ভিদে অনুপস্থিত—

    ক) উগ্যামাস যৌন জনন

    খ) কোরালয়েড মূল

    গ) বহুকোষী জননাঙ্গ

    ঘ) এককোষী রাইজয়েড

১৫। সোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে?

    ক) যৌন   খ) অযৌন

    গ) অঙ্গজ  ঘ) কৃত্রিম

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা