নবম অধ্যায়
আমাদের দায়িত্ব ও কর্তব্য
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
১৮। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মা-বাবার দায়িত্ব ও কর্তব্য কী?
ক. আইন মেনে চলা
খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
ঘ. নিয়মিত কর প্রদান
উত্তর : খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা
১৯। নিজ ধর্মের অনুষ্ঠান উৎসব পালন করা কোন ধরনের অধিকার?
ক. রাষ্ট্রীয় অধিকার
খ. পারিবারিক অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. মৌলিক অধিকার
উত্তর : গ. সামাজিক অধিকার
২০। নিচের কোনটি সামাজিক সম্পদ নয়?
ক. রাস্তাঘাট খ. যানবাহন
গ. গাছপালা ঘ. ঘরবাড়ি
উত্তর : ঘ. ঘরবাড়ি
২১।
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কী করে?
ক. কর ধার্য করে
খ. আইন-কানুন প্রণয়ন করে
গ. কর্মচারী নিয়োগ দেয়
ঘ. নির্বাচন পরিচালনা করে
উত্তর : খ. আইন-কানুন প্রণয়ন করে
২২। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব কাদের?
ক. দেশের নেতাদের খ. সাধারণ মানুষের
গ. আমাদের সবার
ঘ. রাষ্ট্রের
উত্তর : গ. আমাদের সবার
২৩। রাসেলের মা প্রতিদিন রাসেলের স্কুল ছুটির পর নিয়ে আসেন। হঠাৎ একদিন রাসেলের মায়ের আসতে দেরি হলে রাসেলের করণীয় কী?
ক. একটি বাসায় যাওয়া
খ. খেলতে যাওয়া
গ. অন্য কারো সঙ্গে যাওয়া
ঘ. মায়ের জন্য অপেক্ষা করা
উত্তর : ঘ. মায়ের জন্য অপেক্ষা করা
২৪।
বাবুল সাহেব প্রত্যেক নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের কোন কাজে অংশগ্রহণ করেন?
ক. বিচার কাজে খ. সামাজিক কাজে
গ. শাসন কাজে ঘ. নিরাপত্তার কাজে
উত্তর : গ. শাসন কাজে
২৫। রাস্তাঘাটে চলাচলের সময় আমাদের কী করা উচিত?
ক. রাস্তার মাঝপথ দিয়ে হাঁটা
খ. সংকেত অনুসরণ না করা
গ. জেব্রাক্রসিং ব্যবহার না করা
ঘ. ফুটপাত ব্যবহার করা
উত্তর : ঘ. ফুটপাত ব্যবহার করা
২৬। সবকিছুর ঊর্ধ্বে আমরা কোনটিকে গুরুত্ব দেব?
ক. পরিবারের স্বার্থকে
খ. সরকারের স্বার্থকে
গ. সমাজের স্বার্থকে
ঘ. দেশের স্বার্থকে
উত্তর : ঘ. দেশের স্বার্থকে
২৭।
আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে—
ক. পরিবার ও রাষ্ট্রের প্রতি
খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি
গ. পরিবার ও সমাজের প্রতি
ঘ. পরিবার ও নাগরিকের প্রতি
উত্তর : খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি
২৮। সমাজজীবন আরো সুন্দর হলে সমাজের সদস্যরা ভালোভাবে জীবন যাপন করতে পারবে নিচের কোনটি অনুসরণ করলে?
ক. সমাজে শান্তি হয় এমন কাজ করলে
খ. অসুবিধাগ্রস্ত মানুষকে সাহায্য না করলে
গ. সমাজের উন্নয়নে কাজ করলে
ঘ. ছোটদের ভালো না বাসলে
উত্তর : গ. সমাজের উন্নয়নে কাজ করলে
২৯। রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নয় কোনটি?
ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
খ. আইন মেনে চলা
গ. নিয়মিত কর প্রদান করা
ঘ. রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা
উত্তর : ঘ. রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা
৩০। আমরা সবাই রাষ্ট্রের কী হিসেবে বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করি?
ক. নেতা খ. বিচারক
গ. নাগরিক ঘ. সদস্য
উত্তর : গ. নাগরিক
৩১। আমরা কখন ভোট দেওয়ার অধিকার লাভ করব?
ক. শিক্ষাজীবন শেষ হলে
খ. চাকরি পেলে
গ. বয়স ১৮ বছর হলে
ঘ. যেকোনো সময়
উত্তর : গ. বয়স ১৮ বছর হলে
৩২।
আমরা কিসের উন্নয়নের জন্য কাজ করব?
ক. সমাজের খ. নিজের
গ. পরিবারের ঘ. আত্মীয়ের
উত্তর : ক. সমাজের
৩৩। আমরা সমাজের বিভিন্ন নিয়ম মেনে চলব কেন?
ক. স্বাধীনতা রক্ষায় খ. ধর্ম পালনের জন্য
গ. জীবনকে সুন্দর করতে
ঘ. টাকা উপার্জনের জন্য
উত্তর : গ. জীবনকে সুন্দর করতে
৩৪। অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি আমরা কেমন আচরণ করব?
ক. সুন্দর ব্যবহার করব
খ. সহমর্মিতা ও সহযোগিতা করব
গ. মিলেমিশে থাকব ঘ. ভালো খাবার দেব
উত্তর : খ. সহমর্মিতা ও সহযোগিতা করব