kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

এসএসসি বিশেষ প্রস্তুতি - জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএসএসসি বিশেষ প্রস্তুতি - জীববিজ্ঞান

নবম অধ্যায়

দৃঢ়তা প্রদান ও চলন

জ্ঞানমূলক প্রশ্ন

১। অস্টিওব্লাস্ট কী?

উত্তর : অস্থির মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে। অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলে।

২। ল্যাকিউনি কী?

উত্তর : জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ থাকে, নিউক্লিয়াসি গোলাকার, কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়। এগুলোকে ল্যাকিউনি বলে।

৩। পেরিকন্ড্রিয়াম কী?

উত্তর : সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, একে পেরিকন্ড্রিয়াম বলে।

৪। অস্থিসন্ধি কী?

উত্তর : দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে

৫। নিশ্চল অস্থিসন্ধি কী?

উত্তর :  যে অস্থিসন্ধিগুলো অনড়—অর্থাৎ নাড়ানো যায় না তাদের নিশ্চল অস্থিসন্ধি বলে। যেমন—করোটিকা অস্থিসন্ধি।

৬। পূর্ণ সচল অস্থিসন্ধি কী?

উত্তর : যেসব অস্থিসন্ধি সহজে নড়াচড়া করানো যায় তাদের পূর্ণ সচল অস্থিসন্ধি বলে। যেমন—বল ও কোটরসন্ধি, কবজাসন্ধি।

৭। টেনডন কী?

উত্তর : মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সঙ্গে সংযুক্ত। এ শক্ত প্রান্তকে টেনডন বলে।

৮। লিগামেন্ট কী?

উত্তর : পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে।

৯। সারকোলেমা কী?

উত্তর : পেশি আবরণী হলো সারকোলেমা।

অনুধাবনমূলক প্রশ্ন

১। অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখো।

উত্তর : নিচে অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য দেওয়া হলো—    

৩। হাতের  কনুইকে দরজার কবজার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ব্যাখ্যা করো।

উত্তর : কবজা যেমন দরজার পাল্লাকে  কাঠামোর সঙ্গে আটকে রাখে, তেমনি হাতের কনুই দুটি অস্থিকে সংযুক্ত রাখে। তাই হাতের কুনইকে দরজার কবজার সঙ্গে তুলনা করা হয়েছে।

৪। মানবদেহে পেশির কাজ ব্যাখ্যা করো।

উত্তর : ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। পেশি কোষ সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়।

৫। ট্রাইসেপস ও বাইসেপস পেশির পার্থক্য লেখো।

উত্তর :  নিচে ট্রাইসেপস ও বাইসেপস পেশির পার্থক্য দেওয়া হলো—

মন্তব্যসাতদিনের সেরা