বহু নির্বাচনী
১। ‘ডিপো’ কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি খ) জাপানি গ) ফারসি ঘ) ফরাসি
২। ‘উপসর্গ, বচন ও সমাস’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্বে খ) ধ্বনিতত্ত্বে গ) শব্দতত্ত্বে ঘ) ভাষাতত্ত্বে
৩। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক) ড, ঢ খ) খ, ছ গ) গ, ঝ ঘ) ধ, ভ
৪।
শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে স্বল্প বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
ক) সমীভবন খ) অসমীকরণ গ) বিষমীভবন ঘ) অন্তর্হতি
৫। কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
ক) পাষাণ খ) বিষম গ) কষ্ট ঘ) ঘর্ষণ
৬। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক) আশ্চর্য খ) সংস্কার গ) মার্তণ্ড ঘ) একাদশ
৭। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি ?
ক) নবীনা খ) মালিকা গ) কনিষ্ঠ ঘ) বালিকা
৮।
শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক) চুপচাপ খ) তালাচাবি গ) জারিজুরি ঘ) হাতাহাতি
৯। এক এককের ৩৪ কে পরবর্তী সংখ্যায় কী বলা হয়?
ক) পোয়া
খ) পৌনে
গ) সিকি
ঘ) সাড়ে
১০। পর্বত শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) নিকর
খ) নিচয়
গ) মালা
ঘ) রাজি
১১। কবিতায় বিশেষ অর্থে ‘খানি’ কী অর্থে ব্যবহৃত হয় ?
ক) নির্দিষ্ট অর্থে খ) অনির্দিষ্ট অর্থে গ) নিরর্থক
ঘ) নির্দেশক অর্থে
১২।
নিচের কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস?
ক) একচোখা
খ) গায়েহলুদ গ) সেতার
ঘ) দশগজি
১৩। ‘লাওয়ারিশ’ শব্দটির ‘লা’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক) বিশেষ খ) না গ) সাধারণ ঘ) আধা
১৪। বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
ক) সাধিত ধাতু
খ) সংযোগমূলক ধাতু
গ) নাম ধাতু
ঘ) ণিজন্ত ধাতু
১৫। নিচের কোনটিতে ‘সই’ প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি?
ক) জুতসই
খ) মানানসই
গ) চলনসই
ঘ) টিপসই
উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ঘ।