১। ১টি টেবিলের দাম ৫০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?
উত্তর : ২৫০০০০ টাকা।
২।
১। ১টি টেবিলের দাম ৫০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?
উত্তর : ২৫০০০০ টাকা।
২।
উত্তর : ১।
৩। গুণক ১০ ও গুণফল ০ হলে গুণ্যের মান কত?
উত্তর : ০।
৪।
উত্তর : ১০০-১।
৫। ৫০৬০–৩২৫ = কত?
উত্তর : ১৬৪৪৫০০।
৬।
উত্তর : গুণ্য।
৭। ৪৮৭–১০০০; এখানে গুণফল কয় অঙ্কবিশিষ্ট?
উত্তর : ৬।
৮। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৭০১৫ সমান কত লিখতে হবে?
উত্তর : ৭০০০+১৫।
৯। ৫৫৫৫–৫০০ = কত?
উত্তর : ২৭৭৭৫০০।
১০। ৭০৭০–৩৪৭ = কত?
উত্তর : ২৪৫৩২৯০।
১১। ৫৬–২৮ = ৭১৬৮, ফাঁকা ঘরে কত হবে?
উত্তর : ২।
১২। ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫ হলে, ভাগফল কত?
উত্তর : ৪২।
১৩। শফিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করে। এক দিনে তার আয় কত?
উত্তর : ২২৫ টাকা।
১৪। ভাজ্য ৯৮৭৬৫ এবং ভাজক ১০০ হলে, ভাগশেষ কত?
উত্তর : ৬৫।
১৫। একজন শ্রমিকের দৈনিক আয় ১৭৫ টাকা হলে তার ১ সপ্তাহের আয় কত?
উত্তর : ১২২৫ টাকা।
১৬। ৯১ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর : ১।
১৭। ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য কয়টি সংখ্যা আছে?
উত্তর : ২০টি
১৮। একটি সংখ্যার ৪ গুণ ২৬৮ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৬৭।
১৯। দৈনিক ১২০ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৬০০ কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে?
উত্তর : ৫ দিন।
২০। ৪৮৪৮—৮ = কত?
উত্তর : ৬০৬।
২১। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তর : ০।
২২। ৮৭১১৫ কে ১৩১ দ্বারা ভাগ করলে ভাগফল কত?
উত্তর : ৬৬৫।
২৩। ১৮১২৫—১৪৫ = কত?
উত্তর : ১২৫।
২৪। ২৪৫০০ কে তিন অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
উত্তর : ২৪৫।
২৫। ভাজ্য ৩৪৩০৫, ভাজক ১০০ ও ভাগশেষ ৫ হলে ভাগফল কত?
উত্তর : ৩৪৩।
২৬। দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৪৮।
২৭। দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৯।
২৮। ২৪-৩–২—২ কত?
উত্তর : ২১।
২৯। যদি ২ ডজন আমের দাম ২৪০ টাকা হয় তাহলে ৭টি আমাদের দাম কত?
উত্তর : ৭০ টাকা।
৩০। ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
৩১। ৪টি কলমের মূল্য ৩৬ টাকা হলে ৯টি কলমের মূল্য কত?
উত্তর : ৮১ টাকা।
৩২। কোন সংখ্যার তিন গুণ থেকে ১০ বিয়োগ করলে ২০ হয়, সংখ্যাটি কত?
উত্তর : ১০।
৩৩। ৭–(৮+ক) = ৭০; এখানে ক-এর মান কত?
উত্তর : ২।
৩৪। ৫+৩-২ ৫+৫-২ খালি ঘরে কী প্রতীক বসবে?
উত্তর : <।
৩৫। (খ—৮) + ৯ = ১৫ হলে খ-এর মান কত?
উত্তর : ৪৮ টাকা।
৩৬। ৯ ৯ ৮ ৮ = ৮২ ফাঁকা ঘরে প্রতীক বসাও।
উত্তর : –, +, —।
৩৭। ৭৬ থেকে ক বিয়োগ করলে ৪০ হয়, তা গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও।
উত্তর : ৭৬-ক = ৪০।
৩৮। নিচের খোলা বাক্যে অক্ষর প্রতীকের মান কত?
(ক—৫)–৪ = ৮০—(৫–৪)।
উত্তর : ৫।
৩৯। দুইটি সংখ্যার ল.সা.গু ১২ ও গ.সা.গু ২। একটি সংখ্যা ২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ১২।
৪০। ১৫ এর মৌলিক গুণনীয়ক কয়টি?
উত্তর : ২টি।
৪১। সবচেয়ে ছোট মৌলিক গুণনীয়ক কত?
উত্তর : ২
৪৮। রিনি ১ ঘণ্টায় ৩.৫ কিলোমিটার হাঁটতে পারে। ৭ কিলোমিটার হাঁটতে তার কত ঘণ্টা লাগবে?
উত্তর : ২ ঘণ্টা।
৪৯। ০.১–০.০০১–০.০০১ = কত? উত্তর : ০.০০০০০০০১।
৫০। ৬টি বইয়ের গড় ওজন ১৫৪ গ্রাম হলে বইগুলোর মোট ওজন কত?
উত্তর : ৯২৪ গ্রাম।
৫১। তিন পুত্র ও পিতার বয়সের গড় ২৩ বছর হলে, তাদের বয়সের সমষ্টি কত?
উত্তর : ৯২ বছর।
৫২। ৩টি সংখ্যার গড় ১৫ ও ২টি সংখ্যার গড় ২৫ হলে, ঐ ৫টি সংখ্যার গড় কত?
উত্তর : ১৯।
৫৩। পাঁচটি সংখ্যার গড় ৫০। এদের মধ্যে চারটি সংখ্যার গড় ৪০ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৯০।
৫৪। ৩ জন ছাত্রের গড় বয়স ১০ বছর হলে, তাদের বয়সের যোগফল কত?
উত্তর : ৩০ বছর।
৫৫। মার্চ মাসের বৃষ্টিপাতের পরিমাণ ৯৩০ মিলিমিটার হলে, ঐ মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার?
উত্তর : ৩০ মিলিমিটার।
৫৬। শতকরা মুনাফার হার বলতে কী বোঝো?
উত্তর : ১০০ টাকার ১ বছরের মুনাফা।
৫৭। ০.০৫ কে শতকরায় প্রকাশ করো।
উত্তর : ৫%।
৫৮। ১০০ টাকার ১০% এর সঙ্গে ১০ টাকার ১০০% যোগ করলে কত হয়?
উত্তর : ২০ টাকা হয়।
৫৯। ১৫ টাকা ১৫০ টাকার শতকরা কত ভাগ?
উত্তর : ১০ ভাগ
৬০। যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
উত্তর : বর্গ।
৬১। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?
উত্তর : সমান্তরাল ও সমান।
৬২। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত সেন্টিমিটার হবে?
উত্তর : ১৬ সেন্টিমিটার।
৬৩। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে?
উত্তর : বর্গ।
৬৪। চতুর্ভুজের একটি কোণ ৬০হ্ন হলে অপর তিনটি কোণের যোগফল কত?
উত্তর : ৩০০হ্ন।
৬৫। নিচের চিত্রে ‘গ’ কোণের পরিমাণ কত ডিগ্রি?
উত্তর : ৬০হ্ন।
৬৬। ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে ১০ ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে?
উত্তর : ২৫.৪ সেন্টিমিটার।
৬৭। ১১ কেজি ৩৪০ গ্রাম ও ১৫ কেজি ৭৫০ গ্রামের যোগফল কত?
উত্তর : ২৭ কেজি ৯০ গ্রাম।
৬৮। ১১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?
উত্তর : ১১০০০ কিলোগ্রাম।
৬৯। ২ কেজি ৩০০ গ্রাম +৩ কেজি ৭০০ গ্রাম = কত? উত্তর : ৬০০০ গ্রাম।
৭০। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল ১২৫ বর্গমিটার এবং উচ্চতা ২৫ মিটার হলে, ভূমি কত মিটার?
উত্তর : ১০ মিটার।
৭১। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং উচ্চতা ৩০ মিটার হলে, ভূমি কত? উত্তর : ১৪.৪ মিটার।
৭২। বর্গের একটি কর্ণ ৫ সেন্টিমিটার হলে অপর কর্ণটি কত? উত্তর : ৫ সেন্টিমিটার।
৭৩। ২৪ ঘণ্টা সময়সূচিতে লেখা ২২ : ২৮ কে ১২ ঘণ্টা সময়সূচিতে লেখো। উত্তর : অপরাহ্ন ১০:১৮।
৭৪। একবিংশ শতাব্দীতে কয়টি অধিবর্ষ হবে? উত্তর : ২৪টি।
৭৫। ২০১৮ সাল কি অধিবর্ষ? উত্তর : অধিবর্ষ নয়।
৭৬। ১ দশক = কত বছর? উত্তর : ১০ বছর।
৭৭। ইংরেজিতে কতগুলো মাসে ৩১ দিন করে আছে? উত্তর : ৭টি।
৭৮। বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত?
উত্তর : ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত।
৭৯। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ উপাত্তগুলো ৪ শ্রেণিব্যবধানে বিন্যস্ত করলে সারণিতে কয়টি শ্রেণি পাওয়া যায়?
উত্তর : ৩টি।
দ্বারা কতজন শিক্ষার্থী বোঝায়?
উত্তর : ২৪ জন।
৮১। ২৬, ১২, ১৪, ২৫, ২০, ২৫, ১০, ১৬, ২৫ উপাত্তে কোন সংখ্যাটি একাধিকাবার আছে? উত্তর : ২৫।
৮২। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : চারটি।
৮৩। কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়? উত্তর : মনিটরে।
৮৪। প্রিন্টার কোন ধরনের ডিভাইস?
উত্তর : আউটপুট ডিভাইস।
৮৫। কম্পিউটার কী ধরনের যন্ত্র?
উত্তর : ইলেকট্রনিক।
৮৬। লেখচিত্র বলতে কী বোঝো?
উত্তর : চাক্ষুুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র।
৮৭। কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব ১১০ জন/বর্গকিলোমিটার। আয়তন ৫ বর্গকিলোমিটার হলে ঐ গ্রামের জনসংখ্যা কত?
উত্তর : ৫৫০ জন।
৮৮। ক্যালকুলেটর কী?
উত্তর : ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র, যা বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।
৮৯। ‘অন’ করা ক্যালকুলেটরে নিচের হিসাবটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? ১৭+৯ = ১৬
উত্তর : ৫টি।
৯০। কম্পিউটারের একটি অংশের নাম লেখো।
উত্তর : মনিটর।
৯১। আসিফ নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন?
উত্তর : বৈজ্ঞানিক ক্যালকুলেটর।
৯২। ৮+৭ এর যোগফল বের করতে সচল ক্যালকুলেটরে কতটি বোতাম টিপতে হবে?
উত্তর : ৪টি।
৯৩। ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে কোন বোতাম টিপে মেশিন সচল করতে হয়?
উত্তর : ON/AC।
৯৪। মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে?
উত্তর : যাবতীয় হিসাব-নিকাশ, লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ প্রভৃতি কাজকে অতি সহজে করার জন্য কম্পিউটার ব্যবহার করে।
৯৫। আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : চার্লস ব্যাবেজ।
৯৬। ইংরেজি কম্পিউটের (Compute) বাংলা অর্থ কী?
উত্তর : হিসাব করা।
৯৭। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লেখো।
উত্তর : মাউস।
৯৮। সচল ক্যালকুলেটরে ৫.৭x১.৮ সমস্যার সমাধানে কতটি বোতাম চাপতে হবে? উত্তর : ৮টি।
৯৯। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : চারটি।
১০০। কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
উত্তর : মনিটরে।
সম্পর্কিত খবর
পরিমিতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। একটি ঘনকের কতটি তল?
ক. ৪টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৬টি
২। সমবৃত্তভূমিক বেলনের বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত?
ক. πr2 খ. 2πr2
গ. 2πrh ঘ. 2πr (r+h)
৩। সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত?
ক. 2πr খ. πr2
গ. πr2h ঘ. 2πr2h
নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ABCD একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ AC ও BD।
৪। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
ক. 2√2 খ. 4
গ. 2√4 ঘ. 4√2
৫।
ক. 4 একক খ. 6 একক
গ. 8 একক ঘ. 2 একক
৬। একটি সমবাহু ত্রিভুজের কোন ৩টির পরিমাপ—
ক. 900, 450, 450 L. 900, 300, 400
গ. 600, 600, 600 N. 700, 600, 500
৭। একটি ঘনক আকৃতির পাথরের এক বাহুর দৈর্ঘ্য
৫ সেন্টিমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?
ক. 100 বর্গ সেন্টিমিটার
খ. 150 বর্গ সেন্টিমিটার
গ. 200 বর্গ সেন্টিমিটার
ঘ. 250 বর্গ সেন্টিমিটার
উত্তর : ১. ঘ ২. খ ৩. গ
৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ।
কবিতা
নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘নতুন দেশ’ কবিতার উদ্দেশ্য কী?
ক. ইচ্ছা জাগ্রত করা
খ. পাঠে মনোযোগ বাড়ানো
গ. শিশুদের মনোবল বাড়ানো
ঘ. সৃজনশীলতা জাগ্রত করা
২। রবীন্দ্রনাথের শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. খাপছাড়া খ. খেলনা
গ. মানসী ঘ. হ-য-ব-র-ল
৩। বাংলা সাহিত্যের কোন শাখা রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠা লাভ করে?
ক. কবিতা খ. নাটক
গ. ছোটগল্প ঘ. উপন্যাস
৪।
ক. ডুবতে পারলে দেখি কে
খ. থাকে কেমন বেশে
গ. জলের ঢেউয়ে নাচে
ঘ. দাঁড়িয়ে নদীর তীরে
৫। ‘নতুন দেশ’ কবিতায় যে বিষয়গুলো ফুটে উঠেছে—
i. প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা
ii. শিশুর অভিমান
iii. অপার বিস্ময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কী অভিধায় অভিহিত?
ক. পল্লীকবি খ. বিশ্বকবি
গ. জাতীয় কবি ঘ. বিদ্রোহী কবি
৭। শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?
ক. মাঝ নদীতে খ. ঘাটের কাছে
গ. খালের পাশে ঘ. সমুদ্রে
৮।
ক. শহর খ. পাহাড়
গ. বাঘের ছানা ঘ. নারিকেল বন
৯। নৌকা চলে কিসের টানে?
ক. দাঁড়ের বলে খ. ভাটার টানে
গ. মাঝির শক্তিতে ঘ. পালের টানে
১০। ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে—
i. সূর্য ii. চন্দ্র
iii. পৃথিবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে’
১১। উদ্দীপকের কবিতাংশের সাথে তোমার পঠিত কবিতা কোনটি?
ক. সবার আমি ছাত্র খ. কুলি-মজুর
গ. নতুন দেশ ঘ. আমার বাড়ি
১২।
i. শিশুসুলভ আচরণ
ii. শিশুর মনের সাধ
iii. নতুনকে জানার ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘সোনার তরী’—কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. মহাদেব সাহা
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ খ. ১৯১২
গ. ১৯১৩ ঘ. ১৯১৪
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. বনফুল খ. গীতাঞ্জলি
গ. নতুন দেশ ঘ. খাপছাড়া
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে?
ক. ১৮৯৯ খ. ১৯২০
গ. ১৯৪৩ ঘ. ১৯৪১
১৭।
ক. বলাকা খ. ক্ষণিকা
গ. সহজ পাঠ ঘ. তৃণাঙ্কুর
১৮। ‘ভাটা’ শব্দের অর্থ কী?
ক. জলের আগমন
খ. ভাটার গান
গ. বর্ধিত জল কমে যাওয়া
ঘ. জলের পতন
১৯। ‘নাইতে যখন যাই, দেখি সে/জলের টেউয়ে নাচে’—এখানে কোন দিকটি ফুটে উঠেছে?
ক. চেতনা খ. সৌন্দর্য চেতনা
গ. দৃষ্টিভঙ্গি ঘ. শিল্পবোধ
২০। জলের ঢেউয়ে কী নাচে?
ক. নৌকা খ. মাঠ
গ. শস্য ঘ. মাছ
উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. খ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক।
বিষয়ভিত্তিক পরামর্শ
তোমাদের অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন লাগে। ভয়ের কিছুই নেই। এ বিষয়ে রয়েছে দুটি অংশ। ২৫ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের সিকিউ।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগত ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম (আংশিক), পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব—এই আটটি অধ্যায় রয়েছে।
পদার্থবিজ্ঞানের একটা সুবিধা হলো—প্রতিটি অধ্যায় থেকে সাধারণত একটি করে সিকিউয়ের উত্তর দিতে হয়। যেহেতু তোমাকে আটটি মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেহেতু তুমি অল্প কয়েকটি অধ্যায় ভালোমতো পড়লেই সিকিউয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে।
স্পষ্টভাবে উত্তর লিখবে। কাটাকাটি এড়িয়ে চলবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে একক লিখবে। উচ্চতর দক্ষতাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সাধারণত তোমার কাছে একটি সিদ্ধান্ত চাওয়া হয়। সেটি লিখতে ভুলবে না। খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।
এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের জন্য শতকরা ২০ ভাগ বৃত্তি ও সেমিস্টারসেরাদের উপবৃত্তি দেওয়া হবে।
কোর্স
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস।
যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।
আবেদন
এরই মধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার লোক প্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই।
যোগাযোগ
সামাজিক বিজ্ঞান ভবন (১১ তলা)
লোক প্রশাসন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
মোবাইল : ০১৭১১৯৮৫১৮৬, ০১৪০০৯৮৫১৮৬
ওয়েবসাইট
www.dupublicad.com