kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

একাদশ-দ্বাদশ শ্রেণি

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

তৃতীয় অধ্যায়

অর্থের সময়মূল্য

বহু নির্বাচনী প্রশ্ন

১।        সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার মূল কারণ কী?

            ক) মুদ্রাসংকোচন        

            খ) বিনিময় হার বৃদ্ধি            গ) মুদ্রাস্ফীতি                    ঘ) ব্যাংক জমার হার বৃদ্ধি

২।         বর্তমান মূল্য নির্ধারণে ব্যবহৃত হয়? 

            ক) বাট্টাকরণ  

            খ) চক্রবৃদ্ধিকরণ        

            গ) সরলীকরণ        

            ঘ) ক্রমযোজন

৩।        আজকে জমাকৃত ১০০০০ টাকা ১২% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে?

            ক) ৪ বছর       

            খ) ৫ বছর 

            গ) ৬ বছর       

            ঘ) ১২ বছর

৪।  ঋণ পরিশোধের জন্য প্রতি কিস্তিতে প্রদান করতে হয়—

            ক) সুদ 

            খ) আসল 

            গ) মুনাফা        

            ঘ) সুদাসল

            নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

            সম্প্রতি জনাব হামিদ চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি প্রতি বছরের শেষে ১০০০০ টাকা করে পেনশন পাবেন। সুদের হার ১২%।

৫।        জনাব হাসানের পেনশন কোন ধরনের নগদ প্রবাহ?

            ক) সাধারণ বার্ষিক বৃত্তি     খ) অগ্রিম বার্ষিক বৃত্তি    

            গ) বিলম্বিত বার্ষিক বৃত্তি     ঘ) চিরস্থায়ী বার্ষিক বৃত্তি  

৬।        উক্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য কত?  

            ক) ৮০৫০০      

            খ) ৮৩৩৩৩    

            গ) ৮৫৩৩৩        

            ঘ) ১০০০০০

৭।  দ্বিমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কত?

            ক) ২     খ) ৪          গ) ৬           ঘ) ১২ 

৮।  মুদ্রাস্ফীতির সময় অর্থের ক্রয়ক্ষমতার কি পরিবর্তন ঘটে?

ক) ক্রয়ক্ষমতা হ্রাস পায়       

 খ) ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়          

গ) অপরিবর্তিত থাকে               ঘ) কোনোটি নয়

 ৯। জনাব হাসান আজকে রূপালী ব্যাংকে ১০০০ টাকা জমা রাখলে ১০% সুদে পাঁচ বছর পর মোট কত টাকা সুদ পাবেন?

ক) ৬১০.৫১ টাকা

খ) ১৬১০.৫১ টাকা

গ) ২১১০.৫১ টাকা

ঘ) ৩১১০.৫১ টাকা

১০। চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য বাড়বে?

            ক) বর্তমান মূল্য                  খ) ভবিষ্যৎ মূল্য                    গ) বার্ষিক বৃদ্ধি                        ঘ) মুনাফা বৃদ্ধি

মন্তব্যসাতদিনের সেরা