kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেপ্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৯৭২ সালের ১০ জানুয়ারি

নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো : 

১। কখন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।

২। মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

৩। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে ছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা।

৪। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়?

উত্তর : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?

উত্তর : ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

৬। কত সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কম্পানি প্রতিষ্ঠা করা হয়?

উত্তর : ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কম্পানি প্রতিষ্ঠা করা হয়।

৭। কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

৮। বাংলা কত সালে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল?

উত্তর : বাংলা ১১৭৬ সালে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল।

৯। তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?

উত্তর : বারাসাতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন।

১০। মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?

উত্তর : মৌর্য আমলে মহাস্থানগড় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।

১১। পাহাড়পুর বিহারে কতটি বৌদ্ধভিক্ষু কক্ষ রয়েছে?

উত্তর : পাহাড়পুর বিহারে ১৭৭টি বৌদ্ধভিক্ষু কক্ষ রয়েছে।

১২। কার নামের সঙ্গে ময়নামতি জায়গার ইতিহাস জড়িত?

উত্তর : রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতীর নামের সঙ্গে ময়নামতি জায়গার ইতিহাস জড়িত।

১৩। সোনারগাঁ প্রাচীনকালে কাদের রাজধানী ছিল?

উত্তর : সোনারগাঁ প্রাচীনকালে মুসলমান সুলতানদের রাজধানী ছিল।

১৪। খাবারে আমরা মসলা ব্যবহার করি কেন?

উত্তর : খাবারকে সুস্বাদু করতে আমরা মসলা ব্যবহার করি।

১৫। বাংলাদেশে প্রতিবছর কতজন মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে?

উত্তর : বাংলাদেশে প্রতিবছর ৩০ লাখ মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে।

১৬। নদীভাঙনের দুটি কারণ লেখো।

উত্তর : নদী থেকে আপতিত বালি উত্তোলন; নদীতীরবর্তী গাছ কেটে ফেলা।

১৭। বাংলাদেশকে উর্বর ব-দ্বীপ অঞ্চল বলা হয় কেন?

উত্তর : এ দেশের মাটি চাষাবাদের জন্য বিশেষ উপযোগী বলে বাংলাদেশকে উর্বর ব- দ্বীপ অঞ্চল বলা হয়।

১৮। নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো।

উত্তর : যৌতুক প্রথা ও ধর্মীয় কুসংস্কার।

১৯। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ অক্ষরজ্ঞানহীন?

উত্তর : বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ অক্ষরজ্ঞানহীন।

২০। দেশের মোট কৃষিজ আয়ের কত শতাংশ মাছ থেকে আসে?

উত্তর : দেশের মোট কৃষিজ আয়ের ২৩ শতাংশ মাছ থেকে আসে।

২১। অর্থকরী ফসল কাকে বলে?

উত্তর : যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে।

২২। CASE কী?

উত্তর : Clean Air and Sustainable Environment বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ।

২৩। গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?

উত্তর : অন্যের মতামতকে সম্মান করা এবং বেশির ভাগের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে।

২৪। নারী জাগরণের অগ্রদূত কে?

উত্তর : বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত।

২৫। নারী দিবস পালন করা হয় কত তারিখে?

উত্তর : ৮ মার্চ নারী দিবস পালন করা হয়।

২৬। গারোদের আদি ধর্মের নাম কী?

উত্তর : গারোদের আদি ধর্মের নাম সাংসারেক।

২৭। কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়?

উত্তর : ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়।

২৮। জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে কতজন মানুষ গৃহহীন?

উত্তর : জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে ১০ লাখ মানুষ গৃহহীন।

২৯। কত সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?

উত্তর : ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।

৩০। প্রাথমিক চিকিৎসার বাক্সে কী কী থাকে?

উত্তর : প্রাথমিক চিকিৎসার বাক্সে তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ ইত্যাদি থাকে।

৩১। খাসিদের নিজস্ব ভাষার নাম কী?

উত্তর : খাসিদের নিজস্ব ভাষার নাম মনখেমে।

৩২। ওরাঁওদের প্রধান দেবতার নাম কী? তারা দেবতাকে কী মনে করত?

উত্তর : ওরাঁওদের প্রধান দেবতার নাম ধার্মেস। তারা দেবতাকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করত।

৩৩। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কতটি?

উত্তর : জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

৩৪। কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়?

উত্তর : ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।

৩৫। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

উত্তর : বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট।

৩৬। গণতন্ত্র অর্থ কী?

উত্তর : গণতন্ত্র অর্থ জনগণের শাসন।

৩৭। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কী?

উত্তর : গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা।

৩৮। কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

৩৯। সার্কের (SAARC) পূর্ণরূপ কী?

উত্তর : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

৪০। কত সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়?

উত্তর : ২০১৫ সালের ২ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা