kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

বৈশিষ্ট্য

কম্পিউটার ভাইরাস

আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা

১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকম্পিউটার ভাইরাস

[অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ে ‘কম্পিউটার ভাইরাস’ সম্পর্কে আলোচনা আছে]

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রগ্রাম, যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজে কপি হতে পারে। নিচে এর বৈশিষ্ট্য দেওয়া হলো—

►   এটি একটি ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা পুনরুৎপাদনে সক্ষম।

►   এটি এক কম্পিউটার থেকে বিভিন্ন মাধ্যমের সাহায্যে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে।

►   কম্পিউটার ভাইরাস নানা ধরনের ক্ষতি সাধন করে থাকে। যেমন—কম্পিউটারের গতি কমে যাওয়া, হঠাৎ হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট নেওয়া ইত্যাদি।

►   বেশির ভাগ ভাইরাসই ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি সাধন করে।

►   ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া এটি সংক্রমিত হতে পারে না।

►   বিভিন্ন রকম ভাইরাসের ক্ষতি করার ক্ষমতা বিভিন্ন ধরনের হতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা