মেধা আছে এমন যে জন—মেধাবী
অহংকার নেই যার—নিরহংকার
কোনোভাবেই পূরণ করা যায় না এমন— অপূরণীয়
বরণ করার যোগ্য—বরেণ্য
যার তুলনা হয় না—অতুলনীয়
যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু
আকাশে যে উড়ে বেড়ায়—খেচর
বিদেশে থাকে যে—প্রবাসী
যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ
যা জলে চরে—জলচর অসীম সাহস আর অদম্য শক্তি—অমিত তেজ
নিজে অনেক বড় কেউ—এ রকম মনে করা—অহংকার
ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত
তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা—অসিচালনা
যার মূল্য নির্ধারণ করা যায় না—অমূল্য
নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি—আত্মদানকারী
শরীরের কাটা বা আঘাত পাওয়া স্থান—ক্ষত
গপগপ করে—গপগপিয়ে
অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা—গণহত্যা
সংসারী লোক—গৃহস্থ
অনেক বেশ—ঘোর, অত্যন্ত, গভীর
হাঁসজাতীয় পাখি—চকাচকি
চাঁদের দেশ—চন্দ লোক
অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ—চিনচিন
যেখানে অনেক মানুষ একসঙ্গে বসবাস করে—লোকালয়, শহর, জনপদ
কোনো কাজ করতে যে নাছোড়বান্দা—জেদি, একগুঁয়ে
যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন
পাহারা দেওয়া—টহল
কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া-নেওয়া—ট্রেনিং
এক ধরনের নৌকা—ডিঙি
পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া—ড্রিবলিং
বুকডন দিয়ে শরীর চর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা—ডন কুস্তি
আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য—এফএ
নদীর তীর—তট
প্রবল প্রতাপের সঙ্গে—দাপটে
প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস—দুর্গ
অত্যধিক সাহস আছে এমন—দুঃসাহসী
প্রান্তরের শেষে আকাশ যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়—দিগন্ত
অন্য দেশ—দেশান্তর
অন্যযুগ—যুগান্তর
রেখা দিয়ে আঁকা ছবি—নকশা
জনশূন্য স্থান—নির্জন
কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া—নির্বিচারে
অন্যায়ের শিকার—নির্যাতিত, নিপীড়িত
পড়ে যাওয়া—পতন
একের সঙ্গে অন্যের—পরস্পর
স্বাধীন নয়—পরাধীন
কাপড়ের লম্বা টুকরা—পট্টি
কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা—পর্যবেক্ষণ
সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার—আত্মসমর্পণ
বসবাসের জায়গা—আস্তানা
সারা শরীরে—সর্বাঙ্গে, আষ্টেপৃষ্ঠে সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান—আমির
প্রতি মুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব, ব্যগ্র
দুই পাহাড় বা পর্বতের মাঝখানের সমতল ভূমি বা নিচু ভূমি—উপত্যকা
নদী ও সাগরের ঢেউ—ঊর্মি
যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন—ঐতিহাসিক
যে কাহিনি কল্পনা করে লেখা হয়—কল্পকাহিনি
জেলখানা বা কারাগারে আটক থাকা—কারারুদ্ধ
এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক—কড়ি
পাখির ডাকাডাকির আওয়াজ—কিচিরমিচির
মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হয়েছে—ক্রীতদাস
মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহ্র ঘর—কাবাশরিফ
মাথা নত করে অভিবাদন করা—কুর্নিশ
হাতে পরার গহনা—কাঁকন
সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প, সেনাছাউনি
কাঠের তৈরি খাট—খাটিয়া
নানা ধরনের পাখি—পাখপাখালি
জ্ঞান ও অভিজ্ঞাপূর্ণ—পাণ্ডিত্যপূর্ণ
যেকোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়—প্রতিবাদী
বাতাসের ধাক্কায় পুনরায় ফিরে আসা ধ্বনি—প্রতিধ্বনি
ভিন্ন দেশে বাস করে যে—প্রবাসী
উচ্চস্থান থেকে নিম্নস্থানে বেগে পতন—প্রপাত
পানি দিয়ে পরিষ্কার করা—প্রক্ষালন
রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন—ফেরিওয়ালা
।