বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি
যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন (দ্বিতীয় অধ্যায়)
১। ভাগ কাকে বলে?
উত্তর : একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে।
২। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তর : ভাগ বলে।
৩। একটি ভাগ অঙ্কে কয়টি অংশ থাকে?
উত্তর : চারটি। যথা—ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ।
৪। ভাগকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : ‘÷’ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
৫। ভাগের বিপরীত রাশির নাম কী?
উত্তর : গুণ।
৬। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্রটি লেখো।
উত্তর : ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
ভাজক = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল
ভাগফল = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক
৭। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্রটি লেখো।
উত্তর : ভাজ্য = ভাজক × ভাগফল
ভাজক = ভাজ্য ÷ ভাগফল
ভাগফল = ভাজ্য ÷ ভাজক
৮। ভাজ্য কাকে বলে?
উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।
৯। ভাজক কাকে বলে?
উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
১০। ভাগফল কাকে বলে?
উত্তর : ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে।
মন্তব্য