kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

জানা-অজানা

চার্লস ডিকেন্স

[বিভিন্ন শ্রেণির ইংরেজি বইয়ে চার্লস ডিকেন্সের কথা উল্লেখ আছে]

আব্দুর রাজ্জাক   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচার্লস ডিকেন্স

ঊনবিংশ শতকের অন্যতম ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স (১৮১২-১৮৭০)। পুরো নাম চার্লস জন হাফ্যাম ডিকেন্স। জন্ম ইংল্যান্ডের পোর্টসমাউথে। মায়ের কাছেই পড়ালেখার প্রথম হাতেখড়ি। পরে চাথামের উইলিয়াম গিলস স্কুলে ভর্তি হন। একপর্যায় তাঁদের সংসারে অভাব-অনটন দেখা দিলে ঋণের দায়ে তাঁর বাবাকে (জন ডিকেন্স) জেলে যেতে হয়। সংসারের হাল ধরতে ডিকেন্স পড়াশোনা ছেড়ে দিয়ে যোগ দেন কাজে। তাঁর বাবা জেল থেকে মুক্তি পেলে তিনি আবার স্কুলে ভর্তি হন। কিন্তু স্কুলের নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের নির্মম আচরণ তাঁকে আবার স্কুল ছাড়তে বাধ্য করে। মনোযোগী হন সাহিত্যচর্চায়। ১৮৩৩ সালে তাঁর প্রথম গল্প ‘অ্যা ডিনার অ্যাট পপলার ওয়াক’ ছাপা হয়। ‘দ্য পিকউইক পেপারস’ উপন্যাস লিখে তিনি খ্যাতি অর্জন করেন। হয়ে ওঠেন ভিক্টোরীয় যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। তাঁর বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেক্টটেশনস, অ্যা টেল অব টু সিটিজ, অ্যা ক্রিসমাস ক্যারল, অলিভার টুইস্ট।    

 

 

মন্তব্যসাতদিনের সেরা