kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

জেএসসি প্রস্তুতি বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ইলা ইদানীং সাইকেল চালানো শিখেছে। সে দীর্ঘক্ষণ সাইকেল চালানো শিখে ক্লান্ত হয়ে পড়ে। বাড়ি ফিরে পড়ার টেবিলে বসামাত্রই ঘুমিয়ে পড়ে। বড় বোন প্রমা একটু রসিকতা করে ইলার হাতে একটা আলপিন আলতো করে ফোটালো। সে অনেকটা অজান্তেই হাতটা সরিয়ে নিল।

১।   ইলার সাইকেল চালানোর জন্য মস্তিষ্কের কোন অংশ কাজ করে?

     ক) গুরু মস্তিষ্ক খ) মধ্য মস্তিষ্ক

     গ) লঘু মস্তিষ্ক

     ঘ) গুরু ও মধ্য মস্তিষ্ক

২।   ইলার হাত সরিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে সম্পর্ক আছে—

     i. প্রতিবর্ত কেন্দ্র     ii. গ্রাহক অঙ্গ

     iii. মস্তিষ্ক

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) ii ও iii

     গ) i ও iii   ঘ) i, ii ও iii

     ওপরের চিত্রের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩।   চিত্রের A কে কী বলা হয়?

     ক) গুরু মস্তিষ্ক খ) লঘু মস্তিষ্ক

     গ) পনস     ঘ)  মেডুলা

৪।   চিত্রের নিচের দিকের অংশটি নিয়ন্ত্রণ করে—

     i. হৃত্স্পন্দন  ii. খাদ্যগ্রহণ

     iii. শ্বসন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) ii ও iii

     গ) i ও iii   ঘ) i, ii ও iii

৫।   মানবদেহের নাইট্রোজেনযুক্ত বর্জ্য নিষ্কাশনে দেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?

     ক) ত্বক     খ) নাক

     গ) পায়ু     ঘ) বৃক্ক

উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ।

 

মন্তব্যসাতদিনের সেরা