একসময়কার প্রভাবশালী বাংলা পত্রিকা ‘দৈনিক আজাদ’। ১৯৩৬ সালের ২১ অক্টোবর কলকাতা থেকে পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। মওলানা মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত পত্রিকাটি প্রকাশের অল্প দিনের মধ্যেই বঙ্গ ও আসামে জনপ্রিয় হয়ে ওঠে। ভারত বিভাজনের (১৯৪৭ সালে) পর পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
ভাষা আন্দোলনের সময় পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারবিরোধী সংবাদ প্রকাশের কারণে সরকারের পক্ষ থেকে নানাভাবে চাপে পড়তে হয়, এমনকি বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়। আইয়ুব খানের স্বৈরাচারীর বিরুদ্ধে দৈনিক আজাদ জোরালো ভূমিকা রাখে।
১৯৬৯ সালে মোহাম্মদ আকরম খাঁর মৃত্যুর পর পত্রিকার মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় পত্রিকাটি কিছু দিন প্রকাশিত হয়। এরপর ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। ১৯৯০ সালে পত্রিকার প্রকাশনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
হাবিব তারেক