কখন নগর সমাজবিজ্ঞানের বিকাশ ঘটে?
উত্তর : বিংশ শতকের প্রথম ধাপে নগর সমাজবিজ্ঞানের বিকাশ ঘটে।
১০। ‘The Prince’ গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর : ইতালির চিন্তাবিদ ম্যাকিয়াভেলি।
অধ্যায়-২ : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা
১। বিজ্ঞান কী?
উত্তর : পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান।
২। বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে?
উত্তর : সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছুসংখ্যক নীতির সমষ্টিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।
৩। গবেষণার মূল লক্ষ্য কী?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান।
৪। Meta ও Logos শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Meta ও Logos শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ যথাক্রমে ‘With’ ও ‘Way’।
৫। বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
উত্তর : বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক হচ্ছে সাধারণীকরণ।
৬। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম কাজ কী?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম কাজ হচ্ছে বিষয়বস্তু বা সমস্যা চিহ্নিতকরণ।
৭। জরিপ পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Survey Method
৮। গবেষণার মূল লক্ষ্য কী?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান।
অধ্যায়-৩ : সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান
১। ইবনে খালদুন রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর : ‘আল-মুকাদ্দিমা’।
২। ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?
উত্তর : ‘আল-আমাবিয়া’।
৩। গোষ্ঠী সংহতির মূল উৎস কী?
উত্তর : রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য।
৪। ইবনে খালদুনের মতে, কাদের মধ্যে বেশি গোষ্ঠী সংহতি বিদ্যমান?
উত্তর : উপজাতিদের মধ্যে।
৫। ‘Positive Philosophy’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁত।
৬। অগাস্ট কোঁতের মতে, সমাজবিজ্ঞানের প্রথম স্তর কোনটি?
উত্তর : অগাস্ট কোঁতের মতে, ধর্মতত্ত্বগত স্তর হলো সমাজবিজ্ঞানের প্রথম স্তর।
৭। ‘Social Statics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : হার্বার্ট স্পেন্সার।
৮। জৈবিক মতবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর : হার্বার্ট স্পেন্সার।
৯। ‘The Division of Labour in Society’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম।
১০। ডুর্খেইম ধর্মকে কী হিসেবে উল্লেখ করেন?
উত্তর : ডুর্খেইম ধর্মকে সামাজিক ঘটনা বলে উল্লেখ করেন।
১১। মার্ক্সের সামাজিক বিবর্তনের ধারণা দাঁড়িয়ে আছে কিসের ওপর?
উত্তর : দ্বান্দ্বিক বস্তুবাদের ওপর।
১২। ‘Das Kapital’ গ্রন্থের লেখক কে?
উত্তর : জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী কার্লমার্ক্স।
১৩। সামাজিক বিবর্তন ও জৈবিক সাদৃশ্যের তত্ত্ব কে প্রদান করেছেন?
উত্তর : হার্বার্ট স্পেন্সার।
১৪। ডুর্খেইমের মতে, মানব সমাজে কত ধরনের সামাজিক সংহতি দেখা যায়?
উত্তর : ডুর্খেইমের মতে, মানব সমাজে দুই ধরনের সামাজিক সংহতি দেখা যায়।
অধ্যায়-৪ : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়
১। সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
উত্তর : অগাস্ট কোঁত।
২। লোকরীতি কী?
উত্তর : সমাজের আদর্শ বা মানসম্পন্ন আচরণ, যা সমাজের সদস্যদের জন্য অবশ্য পালনীয়, তাকে লোকরীতি বলে।
৩। সংস্কৃতির সংজ্ঞা দাও।
উত্তর : সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা কিছু করে তাই সংস্কৃতি।
৪। সমাজতন্ত্রের মূলকথা কী?
উত্তর : সমাজতন্ত্রের মূলকথা হলো—‘সমাজতান্ত্রিক সমাজে মানুষ যার যার সাধ্যানুযায়ী কাজ করবে এবং যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাবে।’
৫। প্রথা কী?
উত্তর : সামাজিক আচরণের অভ্যাসলব্ধ পদ্ধতিটিই হচ্ছে প্রথা।
অধ্যায়-৫ : সামাজিক প্রতিষ্ঠান
১। একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
উত্তর : একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার।
২। বংশধারার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই ভাগে ভাগ করা যায়।
৩। প্রতিলোম বিয়ে বলতে কী বোঝো?
উত্তর : যখন নিম্ন বংশজাত পাত্রের সঙ্গে অপেক্ষাকৃত উচ্চজাত বংশের কন্যার বিয়ে হয়, তখন এই প্রকার বিয়েকে প্রতিলোম বিয়ে বলা হয়।
অধ্যায়-৬ : সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান
১। ভৌগোলিক পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর : ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক অবস্থা, জলবায়ু, আবহাওয়া, মাটির উর্বরতা, নদ-নদী, পাহাড়-পর্বত, বন-জঙ্গল ইত্যাদিকে বুঝে থাকি।
২। কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মানসিক দক্ষতার অনুকূল?
উত্তর : ৪০০ ফারেনহাইট তাপমাত্রা।
৩। উৎপাদন কৌশল কোন ধরনের সংস্কৃতি?
উত্তর : উৎপাদন কৌশল অবস্তুগত সংস্কৃতি।
৪। কিরূপ জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী?
উত্তর : নাতিশীতোষ্ণ জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী।