চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) অস্টিওব্লাস্ট কী? ১
খ) অস্টিওপরোসিস বলতে কী বোঝায়? ২
গ) চিত্রটির A ও C অংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ৩
ঘ) চিত্র ‘M’ এর অনুপস্থিতিতে অস্থি সঞ্চালনে মানবদেহে কী ধরনের সমস্যার সৃষ্টি হবে—বিশ্লেষণ করো। ৪
৭। নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) দ্বিনিষেক কী? ১
খ) বায়ুপরাগী ফুলের চারটি বৈশিষ্ট্য লেখো। ২
গ) উদ্দীপকের B চিহ্নিত অংশটির উৎপত্তি ব্যাখ্যা করো। ৩
ঘ) ‘A’ অংশটির নিষেক-পরবর্তী পরিবর্তন জীবকুলকে কিভাবে রক্ষা করে ব্যাখ্যা করো। ৪
৮। উদ্দীপকটি পড়ো প্রশ্নগুলোর উত্তর দাও :
অহনার পিতা একজন জেনেটিক ইঞ্জিনিয়ার। এক দিন অহনা তার পিতার নিকট রিকম্বিনেন্ট DNA সম্পর্কে জানতে চায়। তিনি অহনাকে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি এবং এর অবদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।
ক) রেস্ট্রিকশন এনজাইম কী? ১
খ) প্রচলিত প্রজনন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্য লেখো। ২
গ) উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্থানান্তর প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করো। ৩
ঘ) কৃষি ও চিকিৎসাক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তির অবদান মূল্যায়ন করো।
বহু নির্বাচনী প্রশ্ন (মান : ২৫)
১। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Plasmodium vivax
খ) Periplaneta americana
গ) Apis indica ঘ) Vibrio cholerae
২। জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা কোন অঙ্গের কাজ?
ক) গলজি বস্তু খ) লাইসোসোম
গ) সেন্ট্রোসোম ঘ) নিউক্লিওপ্লাজম
৩। লিউকোপ্লাস্ট পাওয়া যায়—
i. মূলে রর. ফলে ররর. জননকোষে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii

৪। ওপরের চিত্রের প্রদর্শিত অঙ্গাণুর ক্ষেত্রে প্রযোজ্য—
i. প্রধানত প্রাণীকোষে থাকে
ii. ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করে
iii. কোনো কোনো বিপাকীয় কাজের সঙ্গে সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৫। ঔ আকৃতির ক্রমোজমকে কী বলে?
ক) মেটাসেন্ট্রিক খ) সাবমেটাসেন্ট্রিক
গ) অ্যাক্সোসেন্ট্রিক ঘ) টেলোসেন্ট্রিক
৬। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
ক) ২০হ্ন-৩৫হ্ন সে. খ) ২২হ্ন-৩৫হ্ন সে.
গ) ২০হ্ন-৪৫হ্ন সে. ঘ) ২২হ্ন-৪৫হ্ন সে.
৭। রিতার বয়স ৪৫ বছর, ওজন ৬৫ কেজি এবং উচ্চতা ১৪৫ সেন্টিমিটার হলে তার বিএমআই কত?
ক) ৩০ খ) ৩১ গ) ৩২ ঘ) ২১
চিত্র দেখে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৮। উদ্দীপকের কোন অঙ্গে আমিষের পরিপাক শুরু হয়?
ক) A খ) B গ) C ঘ) D
৯। উ অংশ থেকে নিঃসৃত হরমোন—
i. পেপসিন রর. ট্রিপসিন ররর. লাইপেজ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানবদেহে এমন একটি অঙ্গ আছে, যা পাম্পের মতো কাজ করে। অঙ্গটির সংকোচন ও প্রসারণ দ্বারা এ কাজ সম্পন্ন হয়। এর অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে।
১০। উদ্দীপকের অঙ্গটি যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে সেটি কী?
ক) এপিকার্ডিয়াম খ) মায়োকার্ডিয়াম
গ) এন্ডোকার্ডিয়াম ঘ) পেরিকার্ডিয়াম
১১। উদ্দীপকের অঙ্গটি—
i. ত্রিকোণাকার রর. হৃদপেশি দ্বারা গঠিত
iii. বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii ঘ) i, ii ও iii
১২। নিচের কোনটি বায়ুবাহিত সংক্রামক রোগ?
ক) অ্যাজমা খ) ব্রংকাইটিস গ) যক্ষ্মা ঘ) নিউমোনিয়া

১৩। ওপরের চিত্রে ‘C’ চিহ্নিত অংশটির নাম কী?
ক) গ্লোমেরুলাস খ) হেনলির লুপ
গ) বোম্যান্স ক্যাপসুল ঘ) রেনাল করপাসল
চিত্রটি দেখে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৪। ‘’ চিহ্নিত অংশটির নাম কী?
ক) ডর্সাল অ্যাওর্টা খ) ভেন্ট্রাল অ্যাওর্টা
গ) সুপিরিয়র ভেনাক্যাভা ঘ) ইনফিরিয়র ভেনাক্যাভা
১৫। ‘B’ চিহ্নিত অঙ্গের কাজ কী?
i. দেহ থেকে বিষাক্ত পদার্থ অপসারণ
ii. পানি সমতা রক্ষা
iii. অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১৬। কন্ড্রিনের গহ্বর কোনটি?
ক) ল্যামেলা খ) কন্ড্রোসাইট গ) কন্ড্রোব্লাস্ট ঘ) ক্যাপসুল
১৭। মেরুরজ্জু থেকে কয় জোড়া স্নায়ু বের হয়?
ক) ১২ খ) ১৩ গ) ৩২ ঘ) ৩১
চিত্র দেখে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৮। চিত্রটির নাম কী?
ক) ক্লিভেজ খ) ব্লাস্টুলা গ) অমরা ঘ) ফিটাস
১৯। চিত্রটির বৈশিষ্ট্য হলো—
i. প্রায় ৩৬ ঘণ্টা পর এটি গঠিত হয়
ii. এটি ১৬ কোষবিশিষ্ট একটি গঠন
iii. এর আকার বলের মতো
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
২০। পাইরিমিডিন বেস নিচের কোন উপাদান দ্বারা গঠিত?
ক) এডিনিন ও গুয়ানিন খ) এডিনিন ও ইউরাসিল
গ) সাইটোসিন ও থায়ামিন ঘ) সাইটোসিন ও ইউরাসিল
২১। জনসংখ্যাতত্ত্বের প্রবক্তা কে?
ক) চার্লস রবার্ট ডারউইন খ) গ্রেগর জোহান মেন্ডেল
গ) টমাস ম্যালথাস ঘ) স্ট্রাসবুর্গার
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঘাস→ফড়িং→ব্যাঙ→সাপ→ইগল
২২। উদ্দীপকের কোন জীবটি তৃতীয় স্তরের খাদক?
ক) ফড়িং খ) ইগল গ) ঘাস ঘ) সাপ
২৩। উদ্দীপকের খাদ্যশিকলটি হলো—
i. শিকারজীবী খাদ্যশিকল ii. মৃতজীবী খাদ্যশিকল
iii. পরজীবী খাদ্যশিকল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২৪। জীবপ্রযুক্তিবিদ কার্ল এরেকি একজন—
ক) জার্মান খ) রাশিয়ান গ) হাঙ্গেরিয়ান ঘ) ইতালিয়ান
২৫। কোন ব্যাকটেরিয়া পরিবেশ থেকে তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে?
ক) bacillus thuringlensis
খ) E.coli
গ) agrobacterium tumefaciens
ঘ) Pseudomonas sp 4
এসএসসির জীববিজ্ঞানের বাকি ২৫ নম্বরের
ওপর ব্যবহারিক পরীক্ষা হবে। সৃজনশীল
প্রশ্নের উত্তর আগামী সংখ্যায়।
উত্তর মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ঘ।