পৃথিবীর চারদিক নানা ধরনের গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত। অদৃশ্য এসব গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে। একে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে। সব প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যকীয়। কার্বন ডাই-অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। পৃথিবীর সব জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণিকুলকে রক্ষা করে এবং এর গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদকে এবং অক্সিজেন প্রাণীকে বাঁচিয়ে রাখে। ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর বা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এটি মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর। কেননা, আর্দ্রতা, কুয়াশা, মেঘ-বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি এ স্তরে লক্ষ করা যায়। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের একটি স্তর আছে, যা ওজোনস্তর নামে পরিচিত। এ স্তরটি পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে। পরিশেষে বলা যায়, পৃথিবীই জীব বসবাসের জন্য উপযোগী গ্রহ।
ঘ) হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের কারণগুলো ছাড়াও আরো অনেক কারণে বিভিন্ন গ্রহে জীব জন্মায় না। পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকত। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকত না; জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণী কিছুই বাঁচত না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন ও উপাদানে পরিবর্তন করতে সাহায্য করে। সে কারণে ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কলকারখানা নির্গত ধোঁয়া, জ্বালানি তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো থেকে নির্গত ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস থেকে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার। জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো, বাতাস ও পানি। পৃথিবীপৃষ্ঠে গড় তাপমাত্রা ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে রয়েছে প্রচুর পানি। সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌঁছে তা-ও জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তু ও উদ্ভিদের জীবনধারণের জন্য এগুলো প্রয়োজনীয় ও উপযোগী। এ জন্য পৃথিবীতে জীবজন্তু বাস করে। জীবের জন্য প্রয়োজনীয় এসব উপাদান পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে নেই। এসব উপাদান অন্যান্য গ্রহে না থাকার কারণে সেসব গ্রহে জীব জন্মায় না।
গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন
১। যেসব তথ্য ১৯৫৪ সালের ২১ দফার অন্তর্ভুক্ত ছিল—
i. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
ii. নির্বাচন iii. দুর্নীতির অবসান
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
২। ‘বাংলা ভাষার দাবি আদায়ে সকলে একতাবদ্ধ’—এতে বাঙালির কোনটি প্রকাশ পায়?
ক) ঐক্যবদ্ধতা খ) জাতীয়তাবোধ গ) অসাম্প্রদায়িকতা ঘ) স্বাধীনতাবোধ
৩। একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল কোনটি?
ক) হাইকোর্টের রায় খ) জাতীয় বিল
গ) সংবিধান ঘ) সংসদ
৪। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১ অনুযায়ী মানবপাচারের জন্য অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি—
i. মৃত্যুদণ্ড
ii. পাঁচ লাখ টাকা জরিমানা
iii. ১৪ বছরের কারাদণ্ড
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
৫। আন্তর্জাতিক তারিখ রেখার সুবিধা হলো—
i. সহজে সময় নির্ণয়
ii. সময়ের গোলযোগ নিরসন
iii. দ্রাঘিমার গোলযোগ নিরসন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
৬। পৃথিবী উপবৃত্তাকার পথে পরিভ্রমণের কারণে—
i. বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়
ii. মাধ্যাকর্ষণ শক্তির হ্রাস-বৃদ্ধি ঘটে
iii. দিন-রাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
৭। বর্তমানে শিশুদের ধর্ম ও নৈতিক শিক্ষার সুষ্ঠু বিকাশ না হওয়ার কারণ—
i. শিক্ষকের মাধ্যমে ধর্মশিক্ষা
ii. ধর্মবিষয়ক ক্যাসেট
iii. পারিবারিক অসচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) iii ঘ) i, ii ও iii
৮। সরাসরি পর্যবেক্ষণের সুযোগ নেই কোনটির?
ক) ঘূর্ণিঝড় খ) ভূমিকম্প গ) বন্যা ঘ) নদীভাঙন
৯। সামাজিক পরিবর্তনের ধারা অক্ষুণ্ন্ন রাখা সম্ভব—
i. আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে
ii. প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে
iii. সামাজিক মূল্যবোধের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
১০। বাংলাদেশে দুর্নীতির কারণ হচ্ছে—
i. প্রশাসনে অস্বচ্ছতা ii. কর্মসংস্থানের অভাব
iii. প্রশাসনের জবাবদিহি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
১১। নাগরিকের মূল দায়িত্ব হলো—
i. ভোটাধিকার প্রয়োগ করা
ii. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ
iii. অন্যের মতামতকে প্রাধান্য দান
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
১২। জনসাধারণ কেন ব্যাংকে অর্থ জমা রাখে?
ক) মুনাফা লাভের আশায়
খ) সঞ্চিত অর্থের নিরাপত্তার জন্য
গ) বিনিয়োগ বাড়ানোর জন্য
ঘ) ঋণের ব্যবসা বাড়ানোর জন্য
১৩। প্রধানমন্ত্রীর কার্যাবলির অন্তর্ভুক্ত হলো—
i. মন্ত্রণালয় বণ্টন ii. বিচারপতি নিয়োগ
iii. নীতিনির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
১৪। নিচের কোন বিষয়গুলো ইউনিয়ন পরিষদের সঙ্গে সম্পৃক্ত—
i. ওয়ার্ডের নম্বর
ii. দফাদার নিয়োগ করা
iii. সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৫। কোনটি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কল্পনা করা যায় না?
ক) নির্বাচন খ) জনগণ গ) সুধীসমাজ ঘ) মিছিল-মিটিং
১৬। তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
ক) তথ্য অধিকার আইন খ) তথ্যপ্রাপ্তি আইন
গ) তথ্য মন্ত্রণালয় ঘ) তথ্য কমিশন
১৭। জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?
ক) ২৪ অক্টোবর খ) ২৪ আগস্ট
গ) ২৪ সেপ্টেম্বর ঘ) ২৪ ডিসেম্বর
১৮। কোন যুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম হয়?
ক) প্রথম বিশ্বযুদ্ধ খ) ইরাক-ইরান যুদ্ধ
গ) ভিয়েতনাম যুদ্ধ ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১৯। উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
২০। নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ?
ক) সাগর-মহাসাগর খ) নদ-নদী
গ) শিল্পপ্রতিষ্ঠান ঘ) বাড়িঘর
২১। গ্রাম ও শহর উভয় সমাজেই শিশু কোথায় লালিত-পালিত হয়?
ক) সমাজে খ) গোষ্ঠীতে
গ) সম্প্রদায়ে ঘ) পরিবারে
২২। নিচের কোনটি ‘সামাজিক সেবা’ খাতের অন্তর্ভুক্ত?
ক) শিক্ষা খ) পরিবহন
গ) সংরক্ষণ ও যোগাযোগ ঘ) হোটেল ও রেস্তোরাঁ
২৩। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ কোনটি?
ক) আমানত গ্রহণ খ) ঋণদান
গ) বিনিময় বিল বাট্টাকরণ
ঘ) আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ
উত্তর
১. ঘ ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ক।