মালিকানা স্বত্ব হ্রাসের কারণ হচ্ছে—
ক. উত্তোলন ও নগদ কমে যাওয়া
খ. উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
গ. খরচ ও দায় কমে যাওয়া
ঘ. খরচ ও দায় বেড়ে যাওয়া
১৩। ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হয়?
ক. সম্পদ ক্রয় খ. চেকে ক্রয়
গ. নগদে ক্রয় ঘ. ধারে ক্রয়
১৪। কোন সম্পর্কটি সঠিক?
ক. ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
খ. ক্রয় বাট্টা ও প্রাপ্য হিসাব
গ. ক্রয় বাট্টা ও বিক্রয় বাট্টা
ঘ. বিক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
১৫। প্রাপ্য হিসাব প্রভাবিত হবে এমন লেনদেন—
i. ধারে বিক্রয়
ii. বিক্রয় ফেরত
iii. প্রাপ্য হিসাব আদায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। মাসের শুরুতে পেটি ক্যাশিয়ারের হাতে নগদ ছিল ২০০ টাকা। এ মাসে পেয়েছেন ৮০০ টাকা। তার অগ্রদত্ত টাকার পরিমাণ কত?
ক. ১,০০০ টাকা খ. ৮০০ টাকা
গ. ৬০০ টাকা ঘ. ২০০ টাকা
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব অরন্য একজন ব্যবসায়ী। তিনি জনাব সুমনের নিকট ৪০,০০০ টাকার পণ্য ৫% বাট্টায় বিক্রয় করে নগদ ১০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার একটি চেক পেলেন। পরবর্তীতে তিনি জনাব সুমনকে ২০০ টাকা বাট্টা প্রদান করে অবশিষ্ট অর্থ নগদে গ্রহণ করেন।
১৭। ধারে বিক্রয়ের পরিমাণ কত?
ক. ৮,০০০ টাকা খ. ১০,০০০ টাকা
গ. ২৮,০০০ টাকা ঘ. ৩০,০০০ টাকা
১৮। বাট্টা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে—
i. ব্যয় বৃদ্ধি ১,২০০ টাকা, সম্পদ হ্রাস ২০০ টাকা
ii. সম্পদ হ্রাস ২০০ টাকা, ব্যয় বৃদ্ধি ২০০ টাকা
iii. নগদ বৃদ্ধি ৭,৮০০ টাকা, মালিকানা স্বত্ব হ্রাস ২০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাদাকৃত চেককে কী বলে?
ক. বাহক চেক খ. অ্যাকাউন্ট পেয়ি চেক
গ. দাগ কাটা চেক ঘ. এন এস এফ চেক
২০। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ—
i. পাশ বইতে ক্রেডিট করা হয়
ii. পাশ বইতে ডেবিট করা হয়
iii. নগদান বইতে ডেবিট করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আসিফ ট্রেডার্সের ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট ব্যালেন্স ১০,০০০ টাকা। ব্যাংক বিবরণীর এ ডেবিট ব্যালেন্স আসিফ ট্রেডার্সের জন্য কী?
ক. আয় খ. ব্যয়
গ. সম্পত্তি ঘ. দায়
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
যদি ১ জানুয়ারি তারিখে ব্যাংক উদ্বৃত্ত ৩০,০০০ টাকা হয়, ১০ জানুয়ারি ১০,০০০ টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয় পক্ষান্তরে ১৫ জানুয়ারি তারিখে ওই চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।
২২। ১৫ জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানের ব্যাংক উদ্বৃত্ত ছিল কত টাকা?
ক. ১০,০০০ টাকা খ. ২০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা ঘ. ৪০,০০০ টাকা
২৩। চেকটি প্রত্যাখ্যানের কারণে—
i. প্রাপ্য হিসাব ডেবিট হবে
ii. প্রদেয় হিসাব ক্রেডিট হবে
iii. ব্যাংক হিসাব ক্রেডিট হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। নিচের কোন হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
ক. প্রারম্ভিক মজুদ, সমন্বিত ক্রয় ও শিক্ষানবিশ সেলামি
খ. মোট মুনাফা, সমাপনী মজুদ পণ্য ও অগ্রিম বিমা
গ. প্রারম্ভিক, মনিহারি মজুদ, অব্যবহূত মনিহারি ও প্রদেয় মজুরি
ঘ. প্রারম্ভিক মজুদ, বিক্রীত পণ্যের ব্যয় ও উত্তোলন
২৫। দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোন দেশে?
ক. ইতালি খ. গ্রিস
গ. ইংল্যান্ড ঘ. ফ্রান্স
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রাহাত একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ১০% বাট্টায় ‘স্টার ফার্নিচার’ এর নিকট থেকে ক্রয় করে ভুলবশত আসবাবপত্র হিসাব ডেবিট করেন। তিনি ৩,০০০ টাকা মূল্যের একটি টেবিল ব্যবসায় ব্যবহারের জন্য গ্রহণ করেন এবং ক্রয়কৃত পণ্যের অর্ধাংশ ১,৫০,০০০ টাকায় বিক্রয় করেন, যার পরিবহন ব্যয় ৬০০ টাকা নির্বাহ করা হয়।
২৬। জনাব রাহাতের হিসাব সংরক্ষণে কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে?
ক. করণিক ভুল খ. নীতিগত ভুল
গ. পরিপূরক ভুল ঘ. বাদ পড়ার ভুল
২৭। লেনদেনের জন্য প্রতিষ্ঠানের নিট মুনাফা কত হবে?
ক. ১১,৪০০ টাকা খ. ১২,০০০ টাকা
গ. ১৪,৪০০ টাকা ঘ. ১৫,০০০ টাকা
২৮। কোনটি হিসাব সংরক্ষণের কোনো স্থায়ী রেকর্ড নয়?
ক. নগদান বই খ. খতিয়ান
গ. আর্থিক বিবরণী ঘ. কার্যপত্র
২৯। সমাপনী দাখিলা দ্বারা—
i. নামিক হিসাব বন্ধ করা হয়
ii. উত্তোলনকে মূলধনে সমন্বয় করা হয়
iii. চলতি সম্পদ হিসাব বন্ধ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। বকেয়া খরচ সমন্বয় করা না হলে—
ক. মুনাফা বেশি ও খরচ কম দেখানো হবে
খ. খরচ কম ও মুনাফা কম দেখানো হবে
গ. মুনাফা কম ও খরচ বেশি দেখানো হবে
ঘ. খরচ বেশি ও মুনাফা বেশি দেখানো হবে।
উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. খ
৭. খ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ঘ
২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ক।