<p> শব্দের শ্রেণি বিভাগ</p> <p> ১। অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?</p> <p> ক. পদ খ. বাক্য</p> <p> গ. শব্দ ঘ. ধ্বনি</p> <p> ২। ভাষার মূল উপকরণ কী?</p> <p> ক. অক্ষর খ. ধ্বনি</p> <p> গ. বর্ণ ঘ. শব্দ</p> <p> ৩। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?</p> <p> ক. তিন ভাগে খ. চার ভাগে</p> <p> গ. পাঁচ ভাগে ঘ. ছয় ভাগে</p> <p> ৪। তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণি বিভাগ করা হয় কী কী?</p> <p> ক. উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক</p> <p> খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক</p> <p> গ. উৎপত্তিমূল, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক</p> <p> ঘ. উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক</p> <p> ৫। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?</p> <p> ক. দুই খ. তিন</p> <p> গ. চার ঘ. পাঁচ</p> <p> ৬। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?</p> <p> ক. দুই খ. তিন</p> <p> গ. চার ঘ. পাঁচ</p> <p> ৭। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?</p> <p> ক. যৌগিক শব্দ</p> <p> খ. মৌলিক শব্দ</p> <p> গ. সাধিত শব্দ</p> <p> ঘ. রূঢ় শব্দ</p> <p> ৮। মৌলিক শব্দ কোনটি?</p> <p> ক. গায়ক খ. গোলাপি</p> <p> গ. গোলাপ ঘ. হরিণ</p> <p> ৯। সাধিত শব্দগুলো সাধারণত-</p> <p> ক. অর্থবাচক শব্দ</p> <p> খ. স্ত্রীবাচক শব্দ</p> <p> গ. পুরুষবাচক শব্দ</p> <p> ঘ. জাতিবাচক শব্দ</p> <p> ১০। সাধিত শব্দগুলো সাধারণত-</p> <p> ক. বিশেষ শব্দ</p> <p> খ. বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ</p> <p> গ. অর্থবাচক শব্দ</p> <p> ঘ. মৌলিক শব্দ</p> <p> ১১। প্র+শাসন = প্রশাসন, এ শব্দটি গঠন অনুসারে-</p> <p> ক. মৌলিক শব্দ</p> <p> খ. সাধিত শব্দ</p> <p> গ. যৌগিক শব্দ</p> <p> ঘ. যোগরূঢ় শব্দ</p> <p> ১২। যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে?</p> <p> ক. মৌলিক শব্দ</p> <p> খ. যোগরূঢ় শব্দ</p> <p> গ. রূঢ়ি শব্দ</p> <p> ঘ. যৌগিক শব্দ</p> <p> ১৩। গায়ক = গৈ+ণক (অক)</p> <p> অর্থ গান করে যে</p> <p> কোন শব্দের উদাহরণ?</p> <p> ক. যোগরূঢ় শব্দের</p> <p> খ. নবসৃষ্ট শব্দের</p> <p> গ. যৌগিক শব্দের</p> <p> ঘ. রূঢ়ি শব্দের</p> <p> ১৪। 'গায়ক' কোন শব্দ?</p> <p> ক. রূঢ়ি</p> <p> খ. যৌগিক শব্দ</p> <p> গ. যোগরূঢ় শব্দ</p> <p> ঘ. পরিশব্দ</p> <p> ১৫। যৌগিক শব্দ কোনটি?</p> <p> ক. গায়ক খ. প্রবীণ</p> <p> গ. তৈল ঘ. জলধি</p> <p> ১৬। 'দৌহিত্র' কোন শব্দ?</p> <p> ক. রূঢ়ি শব্দ</p> <p> খ. যৌগিক শব্দ</p> <p> গ. যোগরূঢ় শব্দ</p> <p> ঘ. দেশি শব্দ</p> <p> ১৭। 'দৌহিত্র' অর্থ কী?</p> <p> ক. দুজন হিতাকাঙ্ক্ষী</p> <p> খ. দেয়ালের লেখন</p> <p> গ. কন্যার পুত্র</p> <p> ঘ. ছেলের পুত্র</p> <p> ১৮। কোনটি যৌগিক শব্দ নয়?</p> <p> ক. দৌহিত্র</p> <p> খ. বাবুয়ানা</p> <p> গ. কর্তব্য</p> <p> ঘ. রাজপুত্র</p> <p> ১৯। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে কী বলে?</p> <p> ক. যৌগিক শব্দ</p> <p> খ. রূঢ়ি শব্দ</p> <p> গ. যোগরূঢ় শব্দ</p> <p> ঘ. মৌলিক শব্দ</p> <p> ২০। কোনটি রূঢ়ি শব্দ?</p> <p> ক. বাঁশি</p> <p> খ. দৌহিত্র</p> <p> গ. জলধি</p> <p> ঘ. গায়ক</p> <p> ২১। 'সন্দেশ' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?</p> <p> ক. অন্য দেশ</p> <p> খ. সুস্বাদু খাবার</p> <p> গ. সংবাদ</p> <p> ঘ. মিষ্টান্ন</p> <p> ২২। 'গবেষণা' একটি-</p> <p> ক. যৌগিক শব্দ</p> <p> খ. রূঢ়ি শব্দ</p> <p> গ. যোগরূঢ় শব্দ</p> <p> ঘ. নবসৃষ্ট শব্দ</p> <p> ২৩। কোনটি রূঢ়ি শব্দ?</p> <p> ক. গবেষণা খ. পঙ্কজ</p> <p> গ. গায়ক ঘ. জলধি</p> <p> ২৪। কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?</p> <p> ক. দৌহিত্র খ. সন্দেশ</p> <p> গ. কর্তব্য ঘ. পঙ্কজ</p> <p> ২৫। কোনটি রূঢ়ি শব্দ?</p> <p> ক. রাজপুত খ. কর্তব্য</p> <p> গ. প্রবীণ ঘ. গোলাপ</p> <p> ২৬। 'প্রবীণ' কোন প্রকার শব্দ?</p> <p> ক. রূঢ়ি খ. যোগরূঢ়</p> <p> গ. মৌলিক ঘ. যৌগিক</p> <p> ২৭। কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে?</p> <p> ক. বাঁশি</p> <p> খ. তৈল</p> <p> গ. পাঞ্জাবি</p> <p> ঘ. প্রবীণ</p> <p> <strong>উত্তরগুলো মিলিয়ে নাও</strong></p> <p> ১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. ঘ</p>