<p> পূর্ণমান : ১০০</p> <p> নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও :</p> <p> স্যার জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। প্রাথমিক স্কুলে এবং ময়মনসিংহ জিলা স্কুলে শিক্ষার ধাপ পার হলে তিনি কলকাতায় ভর্তি হন। কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ১৮৭৪ সালে প্রবেশিকা, ১৮৭৮ সালে এফএ এবং ১৮৮০ সালে বিজ্ঞান শাখায় বিএ পাস করে ডাক্তারি পড়তে বিলেত যান। এক বছর ডাক্তারি পড়ার পর অধ্যাপকের পরামর্শে ১৮৮১ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে ট্রাইপস পাস করার পর লন্ডন থেকে বিএসসি পাস করেন। ১৮৮৫ সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। সে সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার তিন ভাগের দুই ভাগ। এর প্রতিবাদে তিনি তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাঁকে স্বীকৃতি দিয়ে সব বকেয়া শোধ করে চাকরিতে স্থায়ী করে। তখন থেকেই তিনি 'বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু' হয়ে ওঠেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ১৮ মাস গবেষণা করে যে প্রবন্ধ লেখেন, তা লন্ডনের রয়েল সোসাইটির জার্নালে প্রকাশিত হয়। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় তাঁকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। তাঁর আবিষ্কারের মধ্যে গাছ বেড়ে ওঠা মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ, রিজোনাস্ট রেকর্ডার অন্যতম। ১৮৯৫ সালে অতিক্ষুদ্র বেতার তরঙ্গ মাইক্রোওয়েভ প্রয়োগ আবিষ্কার করে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটছে আজকের বেতার, টেলিভিশন, রাডারসহ বিশ্বের অধিকাংশ তথ্য আদান-প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। জগদীশ চন্দ্র বসুর পরীক্ষাগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এসবের ভিত্তিতে তিনি বিভিন্ন দেশে যে বক্তৃতা দেন, তার মধ্যে ১৮৯৮ সালের বক্তৃতায় 'বিদ্যুৎ-রশ্মির সমাবর্তন বিষয়ের বক্তৃতার সফলতা ছিল সবচেয়ে বেশি। তাঁর আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ।</p> <p> ১। সঠিক উত্তরটি লেখো? ১x৫ = ৫</p> <p> i. অনুচ্ছেদটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?</p> <p> ক. বিজ্ঞানীদের আবিষ্কার ও গবেষণা নিয়ে</p> <p> খ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার ও গবেষণা নিয়ে</p> <p> গ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছেলেবেলা নিয়ে</p> <p> ঘ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ও আইনস্টাইনকে নিয়ে</p> <p> ii. জগদীশ চন্দ্র বসু কত সালে বিএ পাস করেন?</p> <p> ক. ১৮৭৮ খ. ১৮৮০</p> <p> গ. ১৮৮১ ঘ. ১৮৮৬</p> <p> iii. তিনি কোথা থেকে বিএসসি পাস করেন?</p> <p> ক. ময়মনসিংহ খ. কলকাতা</p> <p> গ. লন্ডন ঘ. আমেরিকা</p> <p> iv. তিনি কত বছর বেতন না নিয়ে চাকরি করেন?</p> <p> ক. এক খ. দুই</p> <p> গ. তিন ঘ. চার</p> <p> v. জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার সম্পর্কে কোন বিজ্ঞানী প্রশংসা করেছিলেন?</p> <p> ক. আর্কিমিডিস</p> <p> খ. আইনস্টাইন</p> <p> গ. লর্ড কেলভিন</p> <p> ঘ. অলিভার লজ</p> <p> ২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো :     ১x৫ = ৫</p> <p> পাণ্ডিত্যপূর্ণ, এফএ, বিজয়স্তম্ভ, ট্রাইপস, প্রবেশিকা পরীক্ষা।</p> <p> ৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো : ১+২+২ = ৫</p> <p> ক. জগদীশ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন?</p> <p> খ. জগদীশ চন্দ্র বসু কেন বেতন না নিয়ে কর্তব্য পালন করেন?</p> <p> গ. তাঁর সম্পর্কে কোন বিজ্ঞানী মন্তব্য করেছিলেন? তিনি কী বলেছিলেন?</p> <p> ৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূল বক্তব্য লেখো : ৫</p> <p> নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬,ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও :</p> <p> বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম জার্মানির উলম শহরে, ১৮৭৯ সালের ১৪ মার্চ। ছেলেবেলায় তিনি লেখাপড়া করেন মিউনিখ শহরে। ১৬ বছর বয়সে তিনি মিলান চলে যান। কয়েক মাস সেখানে থাকার পর ভর্তি হন সুইজারল্যান্ডে জুরিখের পলিটেকনিক স্কুলে। গণিতে তাঁর অসাধারণ প্রতিভা ছিল। কিন্তু ক্লাসের বাঁধা-ধরা লেখাপড়ায় আইনস্টাইন তেমন কৃতিত্ব দেখাতে পারেননি। তবে তিনি তত্ত্বীয় পদার্থবিদ্যা পড়তে থাকেন গভীর আগ্রহের সঙ্গে। জুরিখের পলিটেকনিক স্কুল থেকে পাস করে বের হওয়ার পর চাকরি পান বার্নের পেটেন্ট অফিসে। কেরানির চাকরি। অবসর সময়ে পড়াশোনা করতেন গতিবিদ্যা, তাপবিজ্ঞান, মহাকর্ষ শক্তি প্রভৃতি বিষয়ে। ১৯০৫ সালে প্রকাশিত হয় তাঁর যুগান্তকারী তত্ত্ব 'আপেক্ষিকতাবাদ'। সারা বিশ্বের বিজ্ঞানী মহলে ছড়িয়ে পড়ে তাঁর সুখ্যাতি। ১৯১৩ সালে আইনস্টাইন বার্লিনের কাইজার ভিল হেলম ফিজিক্যাল ইনস্টিটিউটের পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক নিযুক্ত হন।</p> <p> ১৯২১ সালে ফটো ইলেকট্রিসিটি বিষয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। জার্মানিতে ইহুদিদের ওপর অত্যাচার শুরু হলে তিনি ১৯৩৩ সালে গোপনে জার্মানি ত্যাগ করেন। কারণ তিনি নিজে ছিলেন ইহুদি। তারপর বিভিন্ন দেশ ঘুরে আমেরিকায় যান। সেখানে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে তিনি মারা যান। আইনস্টাইনের অন্যতম যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ভরশক্তি সমীকরণ E = mc2 এখানে E = শক্তি</p> <p> m = ভর এবং c = আলোর গতিবেগ।</p> <p> ৫। সঠিক উত্তরটি লেখো : ১x৫ = ৫</p> <p> i. অনুচ্ছেদটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?</p> <p> ক. গণিতজ্ঞ হিসেবে আইনস্টাইনের প্রতিভা নিয়ে</p> <p> খ. আইনস্টাইনের জন্মপরিচয় নিয়ে</p> <p> গ. বিজ্ঞানী হিসেবে আইনস্টাইনের আবিষ্কারের সফলতা নিয়ে</p> <p> ঘ. আইনস্টাইনের ছেলেবেলা নিয়ে</p> <p> ii. ছেলেবেলায় আইনস্টাইন কোথায় পড়াশোনা করতেন?</p> <p> ক. উলম শহরে</p> <p> খ. মিউনিখ শহরে</p> <p> গ. বার্লিনে</p> <p> ঘ. জুরিখের পলিটেকনিক স্কুলে</p> <p> iii. আইনস্টাইনের কোন বিষয়ে অসাধারণ প্রতিভা ছিল?</p> <p> ক. গতিবিদ্যা খ. গণিত</p> <p> গ. বিজ্ঞান ঘ. দর্শন</p> <p> iv. কোন সালে তিনি পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন?</p> <p> ক. ১৯০৯ খ. ১৯০৫</p> <p> গ. ১৯১৩ ঘ. ১৯২১</p> <p> v. আইনস্টাইন কোন ধর্মাবলম্বী ছিলেন?</p> <p> ক. বৌদ্ধ খ. খ্রিস্ট</p> <p> গ. ইহুদি ঘ. জৈন</p> <p> ৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো :  ১১x৫ = ৫</p> <p> সুখ্যাতি - সুনাম</p> <p> ছেলেবেলায় - ছোটবেলায়</p> <p> অত্যাচার - জুলুম</p> <p> বিশ্ব - পৃথিবী</p> <p> পুরস্কার - উপহার</p> <p> ক. --- নজরুল খুব দুরন্ত ছিলেন।</p> <p> খ. --- জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।</p> <p> গ. তোমার জন্মদিনে আমি একটা --- দিতে চাই।</p> <p> ঘ. চারদিকে তাঁর --- ছড়িয়ে পড়েছিল।</p> <p> ঙ. তোমার --- আর সহ্য হয় না।</p> <p> ৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :    ৫x৩ = ১৫</p> <p> ক. আইনস্টাইন কে ছিলেন? তাঁর ছেলেবেলা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো :</p> <p> খ. পলিটেকনিক স্কুল থেকে পাস করার পর আইনস্টাইন কিভাবে জুরিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হলেন, তা পাঁচটি বাক্যে লেখো।</p> <p> গ. বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে পাঁচটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো।</p> <p> ৮। যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করে সেই শব্দ দিয়ে বাক্য রচনা করো। ২x৫ = ১০</p> <p> জ্ঞ, ত্ত্ব, স্ট, ন্ত, শ্ব</p> <p> ৯। যতি/বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। ৫</p> <p> যখন তোমাদের মতো ছোট ছিলাম আমিও পড়েছি নায়াগ্রা জলপ্রপাতের কথা</p> <p> কোথায় আর পড়ব বইয়েই হয়তো পড়েছি তা না হলে পত্রপত্রিকায় হতে পারে।</p> <p> ১০। এক কথায় প্রকাশ করো : ১x৫ = ৫</p> <p> গল্প-গুজব করার আসর-</p> <p> জনশূন্য স্থান-</p> <p> প্রাকৃতিক ঘটনা খেয়াল করে</p> <p> দেখা-</p> <p> অন্যের অনিষ্ট কামনা-</p> <p> যে দয়া কামনা করে-</p> <p> ১১। প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো :   ১x৫ = ৫</p> <p> ধ্বনি, পরবর্তী, সমস্যা, গ্রহণ, নতুন</p> <p> ১২। লড়ে মুক্তিসেনা</p> <p> গ্রাম যে শত শত</p> <p> বর্গি এল খাজনা নিতে</p> <p> হানাদারের সঙ্গে জোরে</p> <p> পুড়ল শহর পুড়ল শ্যামল</p> <p> মারল মানুষ কত</p> <p> ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো। ৬</p> <p> খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ? ১</p> <p> গ. কবিতাটির কবির নাম কী? ১ ঘ. বর্গি কারা? তারা কী করেছিল? ২</p> <p> ১৩। মনে করো, তুমি ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। তুমি স্কুলের পাঠাগারের সদস্য হতে ইচ্ছুক। সদস্য হওয়ার জন্য একটি আবেদন ফরম পূরণ করো। ৫</p> <p> ১৪। মনে করো, তোমার নাম</p> <p> <a name="FIMG0"></a></p> <p> অনিক/অনিকা। তোমার বিদ্যালয়ের নাম পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে</p> <p> প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। ৫</p> <p> ১৫। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো (প্রদত্ত উপশিরোনাম ছাড়াও পরীক্ষার্থী-এক/একাধিক শিরোনাম ব্যবহার করতে পারবে।) ১০</p> <p> ক. বাংলাদেশ মৃৎশিল্প : ভূমিকা-মৃৎশিল্প কী-মৃৎশিল্প তৈরির উপকরণ-মৃৎশিল্প তৈরির পদ্ধতি-মৃৎসামগ্রী-ঐতিহ্যময় মৃৎশিল্প-মৃৎশিল্পী-উপসংহার।</p> <p> খ. স্মরণীয় যাঁরা চিরদিন : ভূমিকা-মুক্তিযুদ্ধের কাল-পাকিস্তানিদের হত্যাযজ্ঞের কাল-হত্যাযজ্ঞের বিশেষ পরিকল্পনা-২৫ মার্চের হত্যাযজ্ঞ-সাংবাদিক হত্যা-অন্যান্য হত্যাযজ্ঞ-১৪ ডিসেম্বরের হত্যাযজ্ঞ-উপসংহার।</p> <p> গ. প্রিয় বই : ভূমিকা-তোমার প্রিয় বই-ভালো লাগার কারণ-বই পড়ার উপকারিতা-কোন ধরনের বই পড়া উচিত-কোন ধরনের বই পড়া উচিত নয়-উপসংহার।</p> <p> ঘ. অধ্যবসায় : ভূমিকা-অধ্যবসায় কী? অধ্যবসায়ের গুরুত্ব-ছাত্রজীবন অধ্যবসায়-অধ্যবসায় ও প্রতিভা-অধ্যবসায়ীর দৃষ্টান্ত-অধ্যবসায় বিমুখের অবস্থা-উপসংহার।</p> <p> যোগ্যতাভিত্তিক প্রশ্নের (৫-৭) উত্তর</p> <p> ৫। i. গ. বিজ্ঞানী হিসেবে আইনস্টাইনের আবিষ্কারের সফলতা নিয়ে।</p> <p> ii. খ. মিউনিখ শহরে</p> <p> iii. খ. গণিত</p> <p> iv. ক. ১৯০৯</p> <p> v. গ. ইহুদি</p> <p> ৬। ক. ছেলেবেলায় খ. বিশ্ব</p> <p> গ. উপহার ঘ. সুনাম</p> <p> ঙ. অত্যাচার</p> <p> ৭। ক. আইনস্টাইন ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী। তাঁর ছেলেবেলা সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো।</p> <p> i. আলবার্ট আইনস্টাইন জার্মানির উলম শহরে ১৮৭৯ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন</p> <p> ii. ছেলেবেলায় তিনি মিউনিখ শহরে লেখাপড়া করেন।</p> <p> iii. ষোলো বছর বয়সে তিনি মিলান চলে যান।</p> <p> iv. তারপর তিনি ভর্তি হন সুইজারল্যান্ডের জুরিখের পলিটেকনিক স্কুলে।</p> <p> v. কিন্তু ক্লাসের বাঁধা ধরা লেখাপড়ায় তিনি তেমন কৃতিত্ব দেখাতে পারেননি।</p> <p> খ. i. জুরিখের পলিটেকনিক স্কুল থেকে পাস করে বের হওয়ার পর আইনস্টাইন বার্নের পেটেন্ট অফিসে কেরানির চাকরি পান।</p> <p> ii. অবসর সময়ে তিনি গতিবিদ্যা, তাপবিজ্ঞান, মহাকর্ষ শক্তি বিষয়ে পড়াশোনা করতেন।</p> <p> iii. ১৯০৫ সালে প্রকাশিত হয় তাঁর যুগান্তকারী তত্ত্ব 'আপেক্ষিকতা বাদ'।</p> <p> iv. সারা বিশ্বের বিজ্ঞানী মহলে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে।</p> <p> iv. ১৯০৯ সালে জুরিখ বিশ্ববিদ্যালয়ে তত্ত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন আইনস্টাইন।</p> <p> গ. বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন পদার্থবিজ্ঞানী। ১৯১৩ সালে তিনি বার্লিনের কাইজার ভিল হেলম ফিজিক্যাল ইনস্টিটিউটের পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক নিযুক্ত হন। ১৯২১ সালে ফটো ইলেকট্রিসিটি বিষয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তী সময় তিনি জার্মানি ত্যাগ করে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। তাঁর অন্যতম যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ভরশক্তি সমীকরণ E = mc2 এখানে E = শক্তি, m = ভর এবং c = আলোর গতিবেগ।</p>