<p> প্রথম অধ্যায়</p> <p> ইতিহাস পরিচিতি</p> <p> ১। 'ইতিহাস' শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?</p> <p> ক. ইতিহ খ. ইত্তিহ</p> <p> গ. ইতিকা ঘ. ইতিম</p> <p> ২। 'ইতিহ' শব্দের অর্থ কী?</p> <p> ক. পুরনো কথা</p> <p> খ. আগের দিনের কাহিনী</p> <p> গ. কল্পকাহিনী</p> <p> ঘ. ঐতিহ্য</p> <p> ৩। 'ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ'- উক্তিটি কার?</p> <p> ক. হেরোডোটাসের খ. ই. এইচ. কারের</p> <p> গ. ই. বি. টেইলরের</p> <p> ঘ. র‌্যাপসনের</p> <p> ৪। ইতিহাস শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?</p> <p> ক. ইতি+হাস</p> <p> খ. ইতি+আস</p> <p> গ. ইতিহ+হাস</p> <p> ঘ. ইতিহ+আস</p> <p> ৫। ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন কে?</p> <p> ক. হেরোডোটাস</p> <p> খ. ই. এইচ. কার</p> <p> গ. ড. জনসন</p> <p> ঘ. র‌্যাপসন</p> <p> ৬। History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?</p> <p> ক. ইতিহাস খ. রাষ্ট্রবিজ্ঞান</p> <p> গ. দর্শন ঘ. মনোবিজ্ঞান</p> <p> ৭। History কোন ধরনের শব্দ?</p> <p> ক. পর্তুগিজ খ. ইংরেজি</p> <p> গ. গ্রিক ঘ. জাপানিজ</p> <p> ৮। হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে?</p> <p> ক. ই. এইচ. কার</p> <p> খ. ড. জনসন</p> <p> গ. হেরোডোটাস</p> <p> ঘ. র‌্যাপসন</p> <p> ৯। History শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?</p> <p> ক. History</p> <p> খ. Histora</p> <p> গ. Historica</p> <p> ঘ. Historia</p> <p> ১০। হেরোডোটাস হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার কখন করেন?</p> <p> ক. খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে খ. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে</p> <p> গ. খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে ঘ. খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে</p> <p> ১১। ইতিহাসের জনক কে?</p> <p> ক. টয়েনবি</p> <p> খ. লিওপোল্ড ফন র‌্যাংকে</p> <p> গ. র‌্যাপসন</p> <p> ঘ. হেরোডোটাস</p> <p> ১২। 'সমাজের জীবনই ইতিহাস'- উক্তিটি কার?</p> <p> ক. হেরোডোটাস</p> <p> খ. র‌্যাংকের</p> <p> গ. টয়েনবির</p> <p> ঘ. ফ্রিডল্যান্ডারের</p> <p> ১৩। লিওপোল্ড ফন্ র‌্যাংকের মতে ইতিহাস হলো-</p> <p> ক. নগ্ন সত্য</p> <p> খ. গোপন সত্য</p> <p> গ. সঠিক ও সত্য</p> <p> ঘ. ধ্রুব সত্য</p> <p> ১৪। ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?</p> <p> ক. দুই ভাগে খ. তিন ভাগে</p> <p> গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে</p> <p> ১৫। লামা তারা নাথ কোন দেশীয় লেখক?</p> <p> ক. চায়নিজ খ. জাপানিজ</p> <p> গ. স্পেনিজ ঘ. তিব্বতীয়</p> <p> ১৬। পাল বংশের প্রতিষ্ঠাতা কে?</p> <p> ক. ধর্মপাল খ. দেবপাল</p> <p> গ. গোপাল ঘ. নেপাল</p> <p> ১৭। চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?</p> <p> ক. ইবনে বতুতা</p> <p> খ. হিউয়েন সাং</p> <p> গ. বখতিয়ার খিলজি</p> <p> ঘ. শায়েস্তা খান</p> <p> ১৮। ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক?</p> <p> ক. মিসরীয় খ. স্পেনীয়</p> <p> গ. আফ্রিকান ঘ. জাপানি</p> <p> <strong>উত্তরগুলো মিলিয়ে নাও</strong></p> <p> ১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ</p>