বহু নির্বাচনী প্রশ্ন
১। বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. গরম বা ঠাণ্ডার মাত্রা
খ. জলীয় বাষ্প কম না বেশি
গ. বায়ু ঘন না হালকা
ঘ. রোদ কম না বেশি
উত্তর : গরম বা ঠাণ্ডার মাত্রা
২। বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?
ক. বায়ুর তাপমাত্রা বেশি বলে
খ. বায়ুচাপ বেশি বলে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে
ঘ. বায়ু শুষ্ক বলে
উত্তর : বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে
৩। বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?
ক. ঝড় খ. বৃষ্টি
গ. তাপপ্রবাহ ঘ. শৈত্যপ্রবাহ
উত্তর : ঝড়
৪।
বাংলাদেশে প্রতিবছর কী দেখা যায়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. কালবৈশাখী ঘ. হারিকেন
উত্তর : কালবৈশাখী
৫। আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে?
ক. সময়ে খ. স্থানে
গ. নামে ঘ. বৈশিষ্ট্যে
উত্তর : সময়ে
৬। কোনো স্থানের আবহাওয়া বলতে কোনটি বোঝায়?
ক. বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থা
খ. বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের বাৎসরিক অবস্থা
গ. সাত দিনের গড় তাপ, বায়ুচাপ, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের অবস্থা
ঘ. কেবলমাত্র বৃষ্টিপাতের দৈনিক গড় ও বায়ুপ্রবাহ
উত্তর : বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থা
৭। আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনগুলো?
ক. বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা
খ. অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নিরক্ষরেখা
গ. নক্ষত্র, চন্দ্র, সূর্য
ঘ. সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা
উত্তর : বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা
৮।
নিচের কোনটি আবহাওয়ার নিয়ামক?
ক. নিম্নচাপ খ. সূর্যের তাপ
গ. টাইফুন ঘ. কালবৈশাখী
উত্তর : সূর্যের তাপ
৯। জলীয় বাষ্প বায়ুর চেয়ে-
ক. ভারী খ. হালকা
গ. উষ্ণ ঘ. কঠিন
উত্তর : হালকা
১০। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?
ক. কমে যায় খ. বেড়ে যায়
গ. স্থির থাকে ঘ. শূন্য হয়
উত্তর : কমে যায়
১১। বায়ুপ্রবাহ কেন হয়?
ক. উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
খ. শীতল বায়ু গরম বায়ুস্থানে ধাবিত হয় বলে
গ. নিম্নচাপ এলাকা থেকে উচ্চচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
ঘ. গরম বায়ু শীতল বায়ুস্থানে ধাবিত হয় বলে
উত্তর : উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ু গমনের ফলে
১২।
শীতকালে বাংলাদেশে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়?
ক. উত্তর খ. উত্তর-পশ্চিম
গ. পূর্ব ঘ. দক্ষিণ
উত্তর : উত্তর
১৩। কখন বৃষ্টির সম্ভাবনা বাড়ে?
ক. বায়ুতে জলীয় বাষ্প কম হলে
খ. বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে
গ. তাপমাত্রা বেশি হলে
ঘ. বায়ুচাপ বেশি হলে
উত্তর : বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে
১৪। টাইফুন কী?
ক. ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
খ. জাপান ও পূর্ব এশিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়
গ. আফ্রিকায় সৃষ্ট ঘূর্ণিঝড়
ঘ. মধ্যপ্রাচ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়
উত্তর : জাপান ও পূর্ব এশিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়
১৫। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র থেকে ঢেউ আকারে লবণাক্ত পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে কী সৃষ্টি করে?
ক. টাইফুন খ. জলোচ্ছ্বাস
গ. হারিকেন ঘ. টর্নেডো
উত্তর : জলোচ্ছ্বাস
১৬। কোন গ্যাসের বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. হিলিয়াম
উত্তর : কার্বন ডাই-অক্সাইড
১৭।
কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. পানি
গ. গ্যাস ঘ. জ্বালানি
উত্তর : পানি
কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন : আবহাওয়ার নিয়ামকগুলো কিভাবে আবহাওয়াকে প্রভাবিত করে বর্ণনা করো।
উত্তর : আবহাওয়ার নিয়ামকগুলো হলো- জলীয়বাষ্প, সূর্যের তাপ, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ। এগুলো যেভাবে আবহাওয়াকে প্রভাবিত করে, তা নিচে বর্ণনা করা হলো-
জলীয়বাষ্প : জলীয়বাষ্পের কারণে আবহাওয়া পাল্টায়। জলীয়বাষ্পকে বায়ুর আর্দ্রতা হিসেবে প্রকাশ করা হয়। বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে।
সূর্যের তাপ : সূর্যের তাপ কখন, কিভাবে পড়বে, তার ওপর নির্ভর করে গরম বা ঠাণ্ডা পড়া। যেমন- সূর্য খাড়াভাবে মাথার ওপর কিরণ দিলে গরম বেশি লাগে। আবার সূর্য তির্যকভাবে কিরণ দিলে গরম কম লাগে। সূর্যের তাপের কারণে বায়ুচাপেরও তারতম্য হয়।
বায়ুচাপ : বায়ুচাপ কমবেশি হলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। আবার বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ তাপ। কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু হালকা হয়ে ওপরের দিকে ওঠে যায়।
বায়ু প্রবাহ : বায়ু প্রবাহ কোন দিক থেকে হবে, তা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। যেমন- আমাদের দেশে শীতকালে বায়ু উত্তর দিক থেকে প্রবাহিত হয় বলে শীত লাগে। আবার বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হলে বায়ু আর্দ্র থাকে ও প্রচুর বৃষ্টি হয়।