<p> সূর্য থেকে দূরত্বের হিসাবে সপ্তম এবং আকৃতির দিক থেকে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাসের সঙ্গে নেপচুনের গঠনগত বেশ মিল রয়েছে এবং এ দুটি গ্রহের গঠনই গ্যাস দানব বলে পরিচিত বৃহস্পতি ও শনির চেয়ে কিছুটা আলাদা। এ জন্য অনেক সময় বিজ্ঞানীরা ইউরেনাস ও নেপচুনকে গ্যাস দানব না বলে বরফ দানব বলে থাকেন। প্রাথমিকভাবে ইউরেনাসের বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের সন্ধান পাওয়া যায়। মাইনাস ২২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এ গ্রহটির বায়ুমণ্ডলকেই বিজ্ঞানীরা সবচেয়ে ঠাণ্ডা বলে থাকেন। সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব প্রায় তিন বিলিয়ন কিলোমিটার এবং সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে এ গ্রহের সময় লাগে পৃথিবীর প্রায় ৮৪ বছরের সমান। প্রায় ৪৩ হাজার দিনে ইউরেনাসের এক বছর হয়। গ্রহটি বেশ আগে থেকেই মানুষের কাছে পরিচিত হলেও একে কেউ গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়নি। গ্রহ হিসেবে ইউরেনাসকে প্রথম স্বীকৃতি দেন স্যার উইলিয়াম হার্শাল। অবশ্য ১৭৮১ সালে গ্রহটিকে প্রথম দেখার পর তিনি ধারণা করেছিলেন এটি একটি ধূমকেতু। গ্রিক দেবতা ইউরেনাসের নামানুসারে এ গ্রহের নাম রাখা হয়। এটিই একমাত্র গ্রহ, যার নাম গ্রিক পুরাণ থেকে এসেছে। ইউরেনাসকে ঘিরে রয়েছে ভিন্ন ভিন্ন রঙের বেশ কয়েকটি বলয়। এ ছাড়া এই গ্রহের ২৭টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। শেকসপিয়ার ও আলেকজান্ডার পোপের বিভিন্ন রচনার নামানুসারে এ গ্রহের উপগ্রহগুলোর নাম রাখা হয়েছে। ইউরেনাসের আকাশে রয়েছে নীল মেঘ। এ ছাড়া এই গ্রহের ওপর দিয়ে বয়ে যায় ভয়াবহ ঝড়। গ্রহটিতে সূর্যের আলোর পরিমাণ পৃথিবীর ৪০০ ভাগের এক ভাগ। ইউরেনাসের একটি মেরু সূর্যের দিকে প্রায় ৪২ বছর ঘুরে থাকে। এ সময় অন্য মেরু সম্পূর্ণরূপে অন্ধকার থাকে।</p> <p> গ্রন্থনা : জাকারিয়া জামান</p> <p>  </p> <p>  </p> <p>  </p>