<p> ইতিহাসে চেঙ্গিস খান ও মোঙ্গল সাম্রাজ্য দুটি নামই সমান বিখ্যাত। মোঙ্গল সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য। আর চেঙ্গিস খান ছিলেন বিশাল এ সাম্রাজ্যের প্রধান রাজনৈতিক ও সামরিক নেতা। ধারণা করা হয়, ১১৬২ সালে বা ১১৫৫ সালে মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালায় চেঙ্গিস খানের জন্ম। চেঙ্গিস খান যখন ৯ বছরের বালক, তখন তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। মোঙ্গল জাতির পিতা হিসেবে পরিচিত চেঙ্গিস খান পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে নির্মম ও রক্তপিপাসু হিসেবেও পরিচিত। মোঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মোঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর চেঙ্গিস খান ইউরেশিয়া দখলে পা বাড়ান। চেঙ্গিস খান ১২২৭ সালে মৃত্যুবরণ করেন। চেঙ্গিস খানের মৃত্যুর পর প্রায় ১৫০ বছর তাঁর উত্তরাধিকারীরা মোঙ্গল সাম্রাজ্য নিজেদের দখলে রাখেন। চেঙ্গিস খানের একটি বৈশিষ্ট্য ছিল, কোনো রাজ্য জয়ের পর তিনি কখনোই পরাজিত সম্রাটকে বাঁচিয়ে রাখতেন না। তাঁর নিষ্ঠুরতার বর্ণনায় প্রচলিত আছে, শিশুদের হত্যা করতেও দ্বিধা করতেন না তিনি। বিভিন্ন সময় যেসব রাজ্য মোঙ্গলদের দখলে এসেছিল, এর মধ্যে রয়েছে চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মলদোভা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। জীবনের প্রথম দিকে চেঙ্গিস খান তেমুজিন নামে পরিচিত ছিলেন। চেঙ্গিস খানকে কোথায় সমাহিত করা হয়েছে এ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। মোঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত এ নেতাকে নিয়ে লেখা হয়েছে প্রচুর বই, নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। ১৩৩৫ সালে আবু সাঈদ বাহাতুরের মৃত্যু হলে মোঙ্গলরা রাজনৈতিক অস্থিরতার শিকার হয়। মূলত এ সময় থেকেই মোঙ্গল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে।</p> <p> গ্রন্থনা : জাকারিয়া জামান</p> <p>  </p> <p>  </p>