<p> জাতীয় সংসদ ভবন হলো আইন প্রণেতা সংসদ সদস্যদের অধিবেশন ও বৈঠকের স্থান। এই ভবনেই বাংলাদেশের যাবতীয় আইন প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। সংসদ ভবনটি ঢাকার শেরে বাংলানগরে অবস্থিত। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। জাতীয় সংসদ কমপ্লেক্সের মধ্যে আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম লেক ও সংসদ সদস্যদের আবাসস্থল। সংসদ ভবনের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে। জাতীয় সংসদ ভবন তৈরিতে মোট ২১ বছর সময় লাগে; অথচ তাজমহল তৈরিতে সময় লেগেছিল ১৬ বছর। জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান। ২১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত সংসদ ভবনটি নির্মাণে ব্যয় হয় ১৯৭ কোটি টাকা। ৯ তলা সংসদ ভবনটির উচ্চতা ১৫৮ ফুট ৮ ইঞ্চি। মূল ভবনটি ৯টি পৃথক ব্লকে বিভক্ত। যে কক্ষটিতে সংসদ অধিবেশন বসে তার উচ্চতা ১১৭ ফুট। অধিবেশন কক্ষের ছাদটি স্বচ্ছভাবে তৈরি, যেন দিনের আলো প্রবেশ করতে পারে। সংসদ সদস্যদের জন্য এখানে ৩৫৪টি আসন আছে। এ ছাড়া অতিথিদের জন্য ৫৬টি, কর্মকর্তাদের জন্য ৪১টি, সাংবাদিকদের জন্য ৮০টি এবং দর্শকদের জন্য ৪৩০টি আসন আছে। জাতীয় সংসদ ভবনের পাশের লেকটির নাম ক্রিসেন্ট লেক। সংসদ ভবনটি উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি। ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে। এর আগে জাতীয় সংসদের অধিবেশন বসত পুরনো সংসদ ভবনে, যেটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়। কোনো বিদেশি নাগরিক সংসদ ভবন ৬০০ টাকা ফি দিয়ে পরিদর্শন করতে পারেন।</p> <p> গ্রন্থনা: জাকারিয়া জামান</p> <p>  </p> <p>  </p>