ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ফিরিয়ে আনতে প্রচেষ্টা বাড়ান

  • বিদেশে পলাতক অনেক অপরাধী
শেয়ার
ফিরিয়ে আনতে প্রচেষ্টা বাড়ান

পুলিশের কর্তাব্যক্তিদের অনেক আশ্বাসের পরও বাংলাদেশে অপরাধ কমছে না, বরং অপরাধের নতুন নতুন শাখা ডালপালা বিস্তার করছে। মানুষের নিরাপত্তাবোধ ক্রমেই হুমকির মুখে পড়ছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশে পালিয়ে গিয়ে সাজার হাত থেকে নিজেদের রক্ষা করছে। অনেকে বিদেশে বসেই দেশের অপরাধজগতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে।

গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশে থাকা ৪৬ জন বাংলাদেশি আসামি এখনো বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে উঠে এসেছে, তাদের অনেকেই দেশের ভেতরে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় লিপ্ত। অনেকেরই দেশের ভেতরে নিজস্ব অপরাধী দল রয়েছে, যাদের মাধ্যমে তারা নানা ধরনের অপরাধ সংঘটিত করছে।

জানা যায়, বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৩ জন আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

এর মধ্যে গত ১৮ বছরে ফিরিয়ে আনা হয়েছে ১৭ জনকে। বাকি ৪৬ জন এখনো অধরা। ইন্টারপোলের রেড নোটিশে সর্বশেষ যুক্ত হয়েছে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের নাম। আলোচিত পলাতক আসামিদের মধ্যে রয়েছে মতিঝিলে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার আসামি জিসান আহমেদ ও মানিক, আব্দুল জব্বার ওরফে মুন্না, নবীন হোসেন ওরফে নবী, প্রকাশ কুমার বিশ্বাস, খোরশেদ আলম, শাহাদাৎ হোসেন ওরফে শাহাদাত, দীপু ওরফে নুরুল, রফিকুল ইসলাম ওরফে কাজল, নাসিরউদ্দিন রতন, হারুন শেখ, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, মকবুল হোসেনসহ বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী।
রেড নোটিশে থাকা অপরাধীদের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামি এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামিও রয়েছে। আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা কিংবা দণ্ড কার্যকর করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা মনে করেন, ভয়ংকর এসব আসামিকে ফিরিয়ে আনতে হলে কূটনৈতিক তৎপরতা আরো বাড়াতে হবে। এর পাশাপাশি বেশিসংখ্যক দেশের সঙ্গে বন্দি বা অপরাধী বিনিময়সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করতে হবে। দুর্নীতি, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, মানবপাচার, অস্ত্র চোরাচালান, মাদকপাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, শিশুর প্রতি সহিংসতাসহ ১৭ ধরনের অপরাধ তদন্তে ইন্টারপোল তার সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে।

ইন্টারপোলের এই সহযোগিতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশে পলাতক অপরাধীরা বহু নাম, বহু পাসপোর্ট, এমনকি বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে বলেও তথ্য পাওয়া যায়। তাদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতাও বাড়াতে হবে। ইন্টারপোলের সঙ্গে কার্যকর যোগাযোগ আরো বাড়াতে হবে।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনের জন্য অপরাধ দমনে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা আরো  বাড়াতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্যাংক খাতে গতিশীলতা প্রয়োজন

    সংকটে ব্যবসা-শিল্প-বিনিয়োগ
শেয়ার
ব্যাংক খাতে গতিশীলতা প্রয়োজন

দেশের অর্থনীতিতে এক সংকটময় পরিস্থিতি বিদ্যমান। শিল্প-ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়। বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। ডলার সংকট, বিদ্যুৎ-জ্বালানির সংকট, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আইন-শৃঙ্খলার অবনতিসহ নানা কারণে উদ্যোক্তারা এক ধরনের আস্থাহীনতায় রয়েছেন।

তার সঙ্গে যোগ হয়েছে ব্যাংকিং খাতের দুর্বলতা। বাংলাদেশ ব্যাংকের নীতির দুর্বলতা, সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা, স্বচ্ছতার ঘাটতিসহ নানা কারণে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরছে না। ফলে ধুঁকছে শিল্প আর মন্দা কাটছে না অর্থনীতির।

নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে খাদের কিনারা থেকে তুলে আনতে প্রচেষ্টা চালালেও বাস্তবায়ন দুর্বলতায় এর সুফল মিলছে না।

এর ফলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের লুটপাট আর ভুল নীতির বলি হওয়া ব্যবসায়ী-উদ্যোক্তাসমাজ আজও পরিত্রাণ পায়নি। আশা করা হয়েছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর অর্থনীতি ঘুরে দাঁড়াবে, শৃঙ্খলা ফিরবে আর্থিক খাতে। কিন্তু গত ১১ মাসেও ওই আশার প্রতিফলন দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক এখনো পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে।
বেসরকারি কিছু ব্যাংকের পর্ষদ বদল, দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা ছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বরং অভ্যুত্থান-পরবর্তী সময়ে মন্দার কবলে পড়া অর্থনীতির জন্য যে রকমের নীতি সহায়তা ও সুযোগ-সুবিধা দেওয়ার কথা, সেগুলোরও বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হতে পারছে না। বিনিয়োগ বাড়ছে না। কর্মসংস্থান বাড়ছে না।
উল্টো অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ চাকরি হারাচ্ছে। মোটা লোকসানে পড়ে ব্যাংকে খেলাপিও হয়ে পড়ছেন অনেকে।

ব্যাংকিং খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে ঋণ শ্রেণীকরণ নীতিমালা কঠোর করা হয়েছে। এতে খেলাপি ঋণ কমার বদলে উল্টো বেড়েছে। ব্যবসায়ীদের মতে, মহামারি-পরবর্তী আর্থিক চাপে অনেকেই অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন, এখন আইনি জটিলতায় তাঁদের আরো বিপাকে পড়তে হচ্ছে। এদিকে বড় ঋণের সহায়তায় কমিটি গঠনের সাড়ে পাঁচ মাসেও তেমন কোনো অগ্রগতি নেই। সময় চলে যাচ্ছে যাচাই-বাছাইয়ে। দীর্ঘসূত্রতার ফলে বড় বড় শিল্প গ্রুপগুলো অনিচ্ছাকৃত খেলাপি হয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাঙ্ক্ষিত সহায়তা না পেয়ে আরো রুগ্ণ হয়ে পড়ছে। ব্যবসায়ীরা ছয় মাস পর্যন্ত খেলাপি ঋণের আইন শিথিল করার দাবি জানিয়েছেন। ব্যবসায়ীরা আশা করছেন, কেন্দ্রীয় ব্যাংক যেসব নীতিমালা প্রণয়ন করছে, তা ব্যবসা-বিনিয়োগের জন্য কতটা সহায়ক তার একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা প্রয়োজন এবং দ্রুততম সময়ে সিদ্ধান্ত কার্যকর করা দরকার।

বাংলাদেশের অর্থনীতি যে ক্রমেই গতি হারাচ্ছে তা দেশি-বিদেশি অনেক প্রতিবেদনে উঠে আসছে। বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৩ শতাংশ। অথচ গত জানুয়ারিতেও বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪.১ শতাংশ। দেশের স্বার্থে অর্থনীতির এই পশ্চাদগতি ঠেকাতে হবে। ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

মন্তব্য

ভয়ভীতি প্রদর্শন বন্ধ হোক

    গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ
শেয়ার
ভয়ভীতি প্রদর্শন বন্ধ হোক

গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। অথচ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ধারাবাহিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের কঠোর কতৃত্ববাদী দেড় দশকের শাসনের অবসান ঘটলেও মুক্ত গণমাধ্যমের প্রশ্নটি অমীমাংসিত থেকে যাচ্ছে, যা শুধু দুঃখজনক নয়, চরম উদ্বেগজনকও।

কালের কণ্ঠে প্রকাশিত তিনটি প্রতিবেদন দেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং এর ওপর অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

জুলাই অভ্যুত্থানের মূল চেতনার অন্যতম ছিল মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, অথচ আজ সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মতো ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করছেন, হুমকি দিচ্ছেন। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ ধরনের বক্তব্য একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে যেমন অগ্রহণযোগ্য, তেমনি তা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবমাননা।

সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব এবং বিভিন্ন পেশাজীবী ও সুধীসমাজের প্রতিনিধিরা এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন।

তাঁদের মতে, কোনো রাজনৈতিক দলের হয়ে গণমাধ্যমকে হুমকি দেওয়া শুধু অশোভন নয়, এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। এতে পেশাদার সাংবাদিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়, যা মুক্ত সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে।

জুলাই বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাকস্বাধীনতা পুনরুদ্ধার। সাংবাদিকরা সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এই বিশ্বাসে যে একটি স্বৈরাচারী শাসনের অবসানের পর গণমাধ্যম তার স্বাধীন ভূমিকা পালন করতে পারবে।

কিন্তু এখন সেই চেতনার সম্পূর্ণ পরিপন্থী আচরণ দেখা যাচ্ছে। মিডিয়ার কোনো প্রতিবেদন নিয়ে আপত্তি থাকলে তার জন্য দেশের প্রচলিত আইন ও প্রতিষ্ঠান যেমন আদালত কিংবা প্রেস কাউন্সিল রয়েছে। আইনের বাইরে গিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়া শুধু নীতিহীনতা নয়, এটি সরাসরি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান এবং লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহর মতো বিশিষ্টজনরা জোর দিয়ে বলেছেন যে গণমাধ্যমকে নির্দিষ্ট করে হুমকি দেওয়া অগ্রহণযোগ্য এবং স্বাধীন সাংবাদিকতার পথে এটি একটি বড় বাধা। যখন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ বা আমলারা ব্যর্থ হন, তখন সমাজের কণ্ঠস্বর হিসেবে কাজ করে গণমাধ্যম।

সেই গণমাধ্যমকে নিশানা বানানো কোনোভাবেই কাম্য নয়।

গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। রাজনীতিবিদদের পরিণত ও পরিমিত ভাষা চর্চার অভ্যাস থাকা জরুরি। তাঁদের মনে রাখা উচিত, গণমাধ্যমের পেশাদারিত্ব বজায় রেখে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা না গেলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পথ হারাবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। গণমাধ্যমের প্রতি হুমকি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে।

মন্তব্য

শিল্প রক্ষায় উদ্যোগ নিন

    সংকটে দেশের সামগ্রিক অর্থনীতি
শেয়ার
শিল্প রক্ষায় উদ্যোগ নিন

 

যেকোনো দেশের অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে বিনিয়োগ। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ নিয়ে গভীর সংকটে। রাজনৈতিক অনিশ্চয়তা, মব সন্ত্রাস, প্রশাসনিক দুর্বলতা, মূল্যস্ফীতি এবং উচ্চ সুদহারের কারণে দেশে যেমন বিদেশি বিনিয়োগ কমছে, তেমনি মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশি উদ্যোক্তারাও। বিদ্যমান শিল্পগুলোও ধুঁকছে।

উৎপাদন কমছে, লোকসান বাড়ছে। ফলে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ হওয়ার পথে। এর ফলে কর্মসংস্থান কমছে এবং বাড়ছে বেকারত্ব।

গত রবিবার কালের কণ্ঠে প্রকাশিত দুটি প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতির এই সংকটময় দিক তুলে ধরেছে।

একদিকে রাজনৈতিক অস্থিরতা ও মব সন্ত্রাসের কারণে বিনিয়োগ তলানিতে পৌঁছানো, অন্যদিকে বস্ত্রশিল্পের ওপর নতুন করের বোঝা চাপিয়ে খাতটিকে সংকটে ফেলে দেওয়া হয়েছে। এই দুটি বিষয়ই দেশের সামগ্রিক অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।

গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা, শিল্প-কারখানায় শ্রমিক অসন্তোষ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিদেশি ও দেশি উভয় ধরনের বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যোবিদায়ি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বিদেশি বিনিয়োগ ৯১ কোটি ডলারে নেমে এসেছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।

উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট এবং ঋণের উচ্চ সুদহারের কারণে দেশি বিনিয়োগও স্থবির হয়ে পড়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা মনে করছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দীর্ঘমেয়াদি নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বিনিয়োগ পরিস্থিতি ক্রমে আরো খারাপ হবে।

বস্ত্র খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ)মন্তব্য, তুলা আমদানিতে নতুন করে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করা দেশের বস্ত্রশিল্পের জন্য কফিনে শেষ পেরেক হিসেবে কাজ করবে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং অন্য নেতারা এটিকে পার্শ্ববর্তী একটি দেশের নীলনকশা হিসেবে আখ্যায়িত করেছেন, যার উদ্দেশ্য দেশটির শিল্পকে শক্তিশালী করা এবং বাংলাদেশের বস্ত্রশিল্পকে রুগ্ণ করে দেওয়া। তাঁদের মতে, ১৮ শতাংশ সুদের ব্যাংকঋণ এবং ৫০ শতাংশ কার্যকর করের বোঝা নিয়ে বস্ত্র খাতের উদ্যোক্তাদের পক্ষে কারখানা চালু রাখা অসম্ভব।

এটি কেবল দেশের বস্ত্রশিল্পের ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগকে ঝুঁকিতে ফেলছে না, বরং এই খাতে জড়িত লাখ লাখ মানুষের কর্মসংস্থানকেও হুমকির মুখে ফেলছে। যেখানে প্রতিবেশী দেশগুলো তাদের বস্ত্রশিল্পকে ৪০ শতাংশ পর্যন্ত প্রণোদনা দিচ্ছে, সেখানে বাংলাদেশে এই হার ক্রমাগত কমানো হচ্ছে, যা দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে খর্ব করছে।

বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখার জন্য সরকারের উচিত অতি দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। একই সঙ্গে বস্ত্রশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। অযৌক্তিক কর আরোপ প্রত্যাহার এবং শিল্পবান্ধব নীতি প্রণয়ন না করা হলে দেশের অর্থনীতি ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাবে।

মন্তব্য

ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক

    রাজনীতিতে উত্তাপ বাড়ছে
শেয়ার
ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক

জাতীয় নির্বাচন নিয়ে সংশয় বা অনিশ্চয়তা যেমন বাড়ছে, তেমনি রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান বা পরস্পরকে দোষারোপ করার প্রবণতাও ক্রমে বাড়ছে। বেশির ভাগ রাজনৈতিক দল চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হোক। সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক। নির্বাচিত সংসদ বড় ধরনের সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নিক।

অন্যদিকে কয়েকটি দল বলছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। কেবল গণহত্যার বিচার ও সংস্কারের পরই নির্বাচন হতে পারে। তা ছাড়া জাতীয় নির্বাচন করতে হবে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে। এসব প্রশ্নে দলগুলোর মধ্যে দূরত্ব কেবলই বাড়ছে।
এতে নিকট ভবিষ্যতে দেশের রাজনীতিতে চরম সংকট সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা।

দেশের অর্থনীতি ধুঁকছে। শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিনিয়োগ তলানিতে গিয়ে ঠেকেছে।

বেকারত্ব অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি চূড়ান্ত খারাপের দিকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় দেশে যখন রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি এবং নির্বাচিত সরকারের অধীনে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক হয়ে উঠেছে, তখন রাজনীতিতে যেন দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিসহ বেশির ভাগ দল আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছিল এবং কর্মসূচি দিতে শুরু করেছিল।
এমন পরিস্থিতিতে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ধারণা দেন যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ডিসেম্বরে নির্বাচন দাবি করা দলগুলো কিছুটা হতাশ হলেও প্রধান উপদেষ্টার আশ্বাসে ফেব্রুয়ারিকে মেনে নেয়। কিন্তু জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত শনিবার ফেনীতে এক সমাবেশে বলেছেন, ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। গত শনিবার বগুড়ায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে গণহত্যার বিচার, সংস্কার, তারপর নির্বাচন। অন্যদিকে শনিবার কেরানীগঞ্জের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। তাঁরা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি। যারা পিআর নির্বাচনের কথা বলে, তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

রাজনীতি অস্থিতিশীল বা সংঘাতময় হোক, তা কোনোভাবেই কাম্য নয়। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনীতির স্বার্থে এবং মানুষের দুর্ভোগ কমাতে অনির্বাচিত সরকারের মেয়াদ আর দীর্ঘায়িত করা উচিত হবে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়াটাই সবচেয়ে যৌক্তিক হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ