kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

সব বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হোক

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যে কত বড় দুর্ভোগের বিষয় তা ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভালোভাবেই জানা আছে। ভর্তির অনিশ্চয়তা দূর করতে একজন শিক্ষার্থী কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। পরীক্ষার সময় দেখা যায়, আজ রাজশাহী তো কাল পটুয়াখালী, তার পরের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে। এক জায়গায় পরীক্ষা দিয়েই ছুটতে হয় আরেক জায়গায়। পথের দুর্ভোগ ছাড়াও অনেককে রাত কাটাতে হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছতলায়। সবচেয়ে বেশি ভোগান্তি হয় মেয়ে শিক্ষার্থীদের। সকালে বাথরুমে যাওয়ার বা ফ্রেশ হওয়ার সুযোগ পর্যন্ত থাকে না। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ দূর করতে চেষ্টা করা হচ্ছিল সরকারি সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই শিক্ষা মন্ত্রণালয় উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিল। ফল হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির উদ্যোগও কাজে আসেনি। অবশেষে সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছে চলতি বছরে। করোনা মহামারির মধ্যে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে শুরু করেছে। গত রবিবার বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় মোট ২৮টি কেন্দ্রে এক লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামী ২৪ অক্টোবর মানবিক এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমন সমন্বিত পরীক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও অনেক খুশি। যাতায়াত, ঘুম-থাকা-খাওয়ার দুর্ভোগ লাঘবের পাশাপাশি আর্থিকভাবেও তাঁদের অনেক সাশ্রয় হয়েছে। তার পরও কিছু দুর্ভোগ থেকেও গেছে। সবাই চান বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে। কিন্তু দেশের পাঁচটি বড় সরকারি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়নি। ফলে অনেক শিক্ষার্থীকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতেই হবে। তার পরও ২০টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ভর্তি পরীক্ষা তাঁদের কাছে একটি বড় প্রাপ্তি। একটিমাত্র পরীক্ষার মাধ্যমেই তাঁরা মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ২০টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে অনেক লেখালেখি ও আলোচনা হয়েছে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই সমন্বিত পরীক্ষা এত দিন পর্যন্ত গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। এ বছর যে ২০টি বিশ্ববিদ্যালয় বহু কাঙ্ক্ষিত সেই কাজটি সম্পন্ন করছে, তাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি, যে পাঁচটি বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছ পদ্ধতিতে আসেনি, তারাও শিগগির এই পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে।সাতদিনের সেরা