বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিত্সক এবং মেডিক্যাল কলেজগুলোতে পড়া শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত সংস্থা ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন’ (বিডিএফ)। প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। পরবর্তীতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে ঢাকার আদাবরের রিং রোডে ২০২০ সালের ১৩ মার্চ এর কেন্দ্রীয় অফিস উদ্বোধন করা হয় । বিডিএফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা সিটি ডেন্টাল হাসপাতালের চিকিত্সক শাহেদ রাফি পাভেল।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন
অন্যান্য

এটা হয় দুটি জোনে। ডক্টরস উইং জোনে কাজ করেন চিকিত্সকরা। চিকিত্সকদের সুরক্ষা ও অধিকার আদায়, অসহায় রোগীদের সহযোগিতা প্রদান, জরুরি ভিত্তিতে আইসিইউ ও অ্যাম্বুল্যান্স সেবার ব্যবস্থা করা, মেডিক্যাল শিক্ষার্থীদের বিপদে সহযোগিতা করাসহ চিকিত্সাসংক্রান্ত নানা কার্যক্রমে যুক্ত এই ফাউন্ডেশনটি।