ডায়াগ্রাম পুরস্কার
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বইমেলাটি হয় জার্মানির ফ্রাংকফুর্টে। জোহান্স গুটেনবার্গ প্রথম ছাপাখানার মেশিনটি বানিয়েছিলেন ফ্রাংকফুর্টের পাশের শহর মেইঞ্জে বসে। তার কিছুদিনের মধ্যেই ১৪৫৪ সালে এখানে প্রথম বইমেলা হয়।
১৯৭৮ সালে এই মেলায়ই এক অদ্ভুত পুরস্কারের প্রচলন করা হয়।