ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
প্রতিযোগিতা

অন্যরকম পুরস্কার

  • অদ্ভুত ঘটনার কমতি নেই বইয়ের রাজ্যেও। যেমন এই পুরস্কারগুলো। গল্প শোনাচ্ছেন নাবীল অনুসূর্য
অন্যান্য
অন্যান্য
শেয়ার
অন্যরকম পুরস্কার
এবারের প্রতিযোগিতায় মনোনীত পাঁচটি বই নিয়ে কথার যুদ্ধ চালাচ্ছেন এই পাঁচজন

ডায়াগ্রাম পুরস্কার

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বইমেলাটি হয় জার্মানির ফ্রাংকফুর্টে। জোহান্স গুটেনবার্গ প্রথম ছাপাখানার মেশিনটি বানিয়েছিলেন ফ্রাংকফুর্টের পাশের শহর মেইঞ্জে বসে। তার কিছুদিনের মধ্যেই ১৪৫৪ সালে এখানে প্রথম বইমেলা হয়।

১৯৭৮ সালে এই মেলায়ই এক অদ্ভুত পুরস্কারের প্রচলন করা হয়।

ভাবনাটা প্রথম এসেছিল লন্ডনের ‘ডায়াগ্রাম গ্রুপ’ নামের একটি ভিজ্যুয়াল আর্ট ও গ্রাফিকস কম্পানির দুই কর্মীর মাথায়—ব্রুস রবিনসন ও ট্রেভর বওনফোর্ড। মেলায় প্রকাশিত হাজার হাজার বইয়ের মধ্য থেকে সবচেয়ে অদ্ভুত নামের বইটা বেছে নেওয়া হবে। নাম ঠিক করা হলো ‘ডায়াগ্রাম গ্রুপ প্রাইজ ফর দ্য অডেস্ট টাইটেল’। পরে তাদের সঙ্গে যুক্ত হলো ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য বুকসেলার’।
প্রকাশনা জগতের খবরাখবর নিয়েই তাদের কারবার। পুরস্কারের নতুন নাম হলো ‘বুকসেলার/ডায়াগ্রাম প্রাইজ ফর অডেস্ট টাইটেল অব দ্য ইয়ার’। তবে সংক্ষেপে সবাই একে ডায়াগ্রাম পুরস্কার হিসেবেই চেনে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ