আসছেন কেন? দাওয়াত দিয়েছিলাম আপনাকে?—জান্নাতুল ফেরদৌস রুমাইসা
ফালতু সমালোচনা করবেন না। পারলে শহরটাকে সুন্দর করার কিছু বুদ্ধি দিয়ে যান।—তাসফিয়া আজাদ
দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন শহরটা সুন্দর লাগছে। —শোয়েব আহমেদ আদর
কী করা! তোমার মতো কিছু ‘এলিয়েনের’ জন্যই আজ শহরের এ অবস্থা!—ছাবিত হোসেন মজুমদার
‘ও মাই গড! এলিয়েন ভাই, বাংলা শিখলেন কবে?’ —রাশিদা পারভীন
একটা মাস থেকে তো দেখো! এ জাদুর শহরের প্রেমে পড়ে যাবে!—আইনুল আরেফিন
‘পারলে আমাকে তোমাদের শহর দেখাও দেখি!’—এই বলে সুযোগ বুঝে এলিয়েনের সঙ্গে ওদের গ্রহ ঘুরে আসতাম।