বংশ : হজরত আবু বকর (রা.)-এর প্রথম নাম ছিল আবদুল কা'বা। পরবর্তী সময়ে রাসুল (সা.) তাঁর নাম বদলে আবদুল্লাহ রাখেন। উপনাম : আবু বকর। বাবার নাম উসমান এবং তাঁর উপনাম আবু কুহাফা ছিল।
সিদ্দিকে আকবরের সংক্ষিপ্ত জীবনী
মুফতি মুহাম্মদ মর্তুজা

হজরত আবু বকর (রা.) কুরাইশদের তাইম গোত্রের নয়নমণি ছিলেন। বংশের দিক থেকেও এ গোত্রটি অনেক সম্ভ্রান্ত ছিল। হজরত আবু বকর (রা.)-এর একজন দাদা, আমজাদ বিন মুররা বিন কা'আব বিন লুয়াই সূত্রে তাঁর বংশের ধারা রাসুল (সা.)-এর সঙ্গে মিলে যায়।
পূর্বপুরুষ : আবদুল্লাহ বিন উসমান বিন আ'মের বিন আমর বিন কা'আব বিন সা'আদ তাইম বিন মুররাহ বিন কা'আব বিন লুয়াই আল কুরায়শি।
জন্ম সন : ৫৭৪ হিজরি (পবিত্র কোরআন শরিফে আগত 'ফীল' ঘটনার তিন বছর পর)।
উপাধি : একদিন রাসুল (সা.) হজরত আবু বকর (রা)-কে উদ্দেশ্য করে বলেন, 'আবু বাকার আতীকুল্লাহ মিনান নার', অর্থাৎ আবু বকর জাহান্নামের আগুন থেকে মুক্ত। সেই থেকে তাঁর উপাধি 'আতিক' হয়ে যায়।
রাসুল (সা.)-এর সঙ্গে সম্পর্ক : হজরত আবু বকর (রা.) রাসুল (সা.) থেকে বয়সে দুই বছরের ছোট ছিলেন।
ইসলাম গ্রহণ : রাসুল (সা.) কর্তৃক নবুওয়াতের ঘোষণার পর হজরত খাদিজাতুল কুবরা (রা.) ছাড়া যিনি সর্বপ্রথম রাসুল (সা.)-এর ডাকে সাড়া দিয়েছিলেন, তিনি ছিলেন হজরত আবু বকর (রা.)।
রাসুল (সা.) ইরশাদ করেন, 'আবু বকরের সমান এমন কোনো ব্যক্তি নেই, যে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো রকম যাচাই-বাছাই বা যুক্তি-তর্কের অন্বেষণে না পড়ে নিশ্চিন্তে ইসলাম গ্রহণ করেছে।'
ইতিহাসবিদদের মতে, কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হজরত আলী (রা.), গোলামদের মধ্যে হজরত জায়েদ (রা.), মহিলাদের মধ্যে হজরত খাদিজাতুল কুবরা এবং যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হজরত আবু বকর ছিদ্দীক (রা.)।
হিজরত : নবুওয়তের ১৩তম বছরের ৮ রবিউল আউয়াল অনুযায়ী ৬২২ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর হজরত আবু বকর (রা.) নবী করিম (সা.)-এর সঙ্গে মদিনায় হিজরত করেন।
যুদ্ধে অংশগ্রহণ : তিনি রাসুল (সা.)-এর সঙ্গে প্রায় সব যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন।
খেলাফত গ্রহণ : নির্ভরযোগ্য মতানুযায়ী ২ রবিউল আউয়াল ১১ হিজরিতে তিনি খেলাফত গ্রহণ করেন।
রোগাক্রান্ত ও মৃত্যু : ১৩ হিজরির ৭ জমাদিউল উখরা হজরত আবু বকর (রা.) জ্বরে আক্রান্ত হন। ১৫ দিন রোগাক্রান্ত থাকার পর হিজরি ১৩ সনের ২৩ জমাদিউল উখরা মোতাবেক ৬৩৪ খ্রিস্টাব্দের আগষ্ট মাসে তিনি ইন্তেকাল করেন। হজরত আয়েশার (রা.)-এর হুজরায় রাসুলুল্লাহ (সা.)-এর পাশে তাঁকে দাফন করা হয়।
লেখক : প্রাবন্ধিক, গবেষক
সম্পর্কিত খবর