ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

কোরআনের আমল

হাসানুল কাদির
হাসানুল কাদির
শেয়ার
কোরআনের আমল

মনে স্থিরতা আসবে

সুরা হুদের ১১২ নম্বর আয়াত হলো- 'ফাসতাকিম কামা--- উমিরতা ওয়া মান তা-বা মা'আকা'।

প্রত্যেক নামাজের পর এই আয়াতখানা ১১বার পাঠ করলে ইনশা আল্লাহ মনের অস্থিরতা দূর হবে। অন্তরে প্রশান্তি মিলবে।

শত্রুর ভয় হলে

সুরা ইউসুফের ৬৪ নম্বর আয়াত হলো- 'ফাল্লাহু খাইরুন হা-ফিযাঁও ওয়া হুওয়া আরহা-মুর রা-হিমীনা।

'

শত্রুর ভয় দেখা দিলে উপরোক্ত আয়াতখানা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এতে শত্রুর শত্রুতা এবং সব ধরনের বিপদাপদ থেকে মুক্তি মিলে। সব রকম মুশকিল আসান হয়।

যদি স্ত্রীলোকের গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে

যদি কোনো স্ত্রী লোকের গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে ওই আয়াতের সঙ্গে সুরা রা'দের ১৩ নম্বর আয়াতখানা লিখে সেই মহিলার তলপেটে বেঁধে দিতে হবে।

ইনশা আল্লাহ তাতে গর্ভ নষ্ট হওয়ার ভয় থাকবে না। আয়াতখানা হলো- 'আল্লাহু য়া'লামু মা তাহমিলু কুল্লু উনছা ওয়া মা তাগীযুল আরহামু ওয়া মা তাযদাদু। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদারিন।'

নোট : কোরআনের আমল কলামে বর্ণিত বিষয়ে আমল করতে চাইলে যেকোনো বিশ্বস্ত ও বরেণ্য আলেমের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ