ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

কারওয়ান বাজারে বস্তিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কারওয়ান বাজারে বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ান বাজারে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের মধ্যেই রেললাইনের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিনটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল থেকেই কারওয়ান বাজার রেললাইনের পাশের বস্তিতে উচ্ছেদ অভিযান চলছিল।

এর মধ্যে বস্তির আবর্জনার স্তূপে হঠাৎ আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে। আগুনে কয়েকটি ঘর পুড়ে গেছে। বিড়ি-সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেন, বস্তির বাসিন্দারের উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রবিউল ও বাছেত নামে দুজন বলেন, আগুন লাগার জায়গায় তারা ময়লা পোড়াতে দেখেছেন। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে গতকাল বিকেলে ফার্মগেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্টার্ট দেওয়ার সময় স্পার্ক থেকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ