সর্বাধিক বিক্রীত উপন্যাসের লেখক ব্রিটিশ ঔপন্যাসিক ফ্রেডেরিক ফোরসাইথ মারা গেছেন। গত সোমবার যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে ৮৬ বছর বয়সে এই লেখকের মৃত্যু হয়। ফোরসাইথের মুখপাত্র জোনাথন লয়েড বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা থ্রিলার লেখকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
‘দ্য ডে অব দ্য জ্যাকেল’-এর মতো বিশ্বখ্যাত উপন্যাস রচনার আগেই ফোরসাইথ একজন প্রতিবেদক এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের তথ্যদাতা হিসেবে কাজ করেছেন।
ঋণমুক্ত হওয়ার জন্য উপন্যাস লেখা শুরু করেছিলেন ফোরসাইথ। তখন তাঁর বয়স ত্রিশের কোঠায়। পরে তাঁর লেখা বইয়ের সাত কোটি ৫০ লাখের বেশি কপি বিক্রি হয়। তিনি ‘দ্য ওডেসা ফাইল’, ‘দ্য ডগস অব ওয়ার’, ‘দ্য ফক্স’-এর মতো উপন্যাস লিখেছেন।
ফোরসাইথ বিমানবাহিনীর পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। ফরাসি, জার্মান, স্প্যানিশ ও রুশ ভাষায় পারদর্শী ছিলেন এই লেখক। ভাষার ওপর দক্ষতা থাকায় ১৯৬১ সালে তিনি বার্তা সংস্থা রয়টার্সে যোগ দেন। স্নায়ুযুদ্ধ চলাকালে তিনি রয়টার্সের হয়ে প্যারিস ও বার্লিনে নিয়োজিত ছিলেন। পরে বিবিসিতেও কাজ করেন। প্রথম স্ত্রী ক্যারোলের সঙ্গে স্টুয়ার্ট ও শেইন নামের দুই ছেলে আছে ফোরসাইথের।
সূত্র : আলজাজিরা