ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

  • প্রথমবার ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান ব্যবহার কিয়েভের
  • সৌদি আরব যাচ্ছেন জেলেনস্কি-ট্রাম্প
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা বন্ধে ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েক দিনের মাথায় রাশিয়া এই হামলা চালাল।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া অন্তত ৫৪টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০টি ড্রোন হামলা চালিয়েছে। পূর্বের খারকিভ থেকে পশ্চিমের টারনোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

   ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় চার শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েভের কাছে এই যুদ্ধবিমান সরবরাহ করা হয়। ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের টানাপড়েন সম্পর্ক চলার মধ্যে রাশিয়া এই ব্যাপক আক্রমণের ঘটনা ঘটাল।
  ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করাসহ সামরিক সহায়তা স্থগিত রেখেছে মার্কিন প্রশাসন।

 

সৌদি আরব যাচ্ছেন জেলেনস্কি

গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সোমবার তিনি সৌদি আরব সফরে যাচ্ছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠক করবেন।

তবে জেলেনস্কি বলেছেন, তিনি এই আলোচনায় অংশ নেবেন না। কূটনীতিকরাই এটি  সামলাবে। এদিকে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ব্যবসাসংক্রান্ত কাজে সৌদি আরব যেতে পারেন। আগামী মাসে সফরটি হতে পারে।

ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ইইউর

যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিত করলেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট  জেলেনস্কির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তাঁর ইউরোপীয় মিত্র দেশগুলো।

গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ সম্মেলনে জেলেনস্কিকে সাহস জোগান জোটের নেতারা। সেই সঙ্গে বাজেট নিয়ম শিথিল করে প্রতিরক্ষা খাতে আরো ব্যয় বাড়াতে সম্মত হয়েছেন ইইউ নেতারা। প্রস্তাব অনুযায়ী ২৭টি সদস্য দেশের হয়ে ইইউ ১৫ হাজার কোটি ইউরো ঋণ নেবে। সূত্র : বিবিসি, এএফপি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্কে আইএস সন্দেহে ১৫৩ জন গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে আইএস সন্দেহে ১৫৩ জন গ্রেপ্তার

তুরস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। গত দুই সপ্তাহে ২৮টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের আওতা ছিল ইজমির ও মুগলা (পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল), হাতায় ও মারদিন (দক্ষিণ-পূর্ব অঞ্চল) এবং সামসুনসহ (উত্তরাঞ্চল, কৃষ্ণ সাগর উপকূল) বিভিন্ন এলাকা।

মন্ত্রীর দাবি, অভিযুক্তরা আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নে যুক্ত ছিলেন। আলী ইয়ারলিকায়া আরো বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তুরস্কের সিরিয়ার সঙ্গে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন সরকারপন্থী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে আইএস।
এর পর থেকেই তুরস্কে আইএস-বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক, উদ্বেগ ভারতীয় শিক্ষার্থীদের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক, উদ্বেগ ভারতীয় শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্য হারে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন হায়দরাবাদের শিক্ষাবিষয়ক পরামর্শদাতারা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ কমে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ফ্রিজ থাকা এবং হঠাৎ ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া এই পরিস্থিতির মূল কারণ।

গত বছর চীনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল ভারত।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১ লাখের বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন, যার মধ্যে ইউরোপ গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। সূত্র : এনডিটিভি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার ক্যান, জাচি আদেগাতি বলেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। তিনি বলেন, অনেক হয়েছে! সড়কে অনেক প্রবীণ সেনাকে দেখা যায়। তবে চারপাশের আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না।

তিনি আরো বলেন, কখনো কখনো ওই সব প্রবীণ যোদ্ধার কাছে ২৪ ঘণ্টা অপেক্ষা করার মতো সময় থাকে না। অনেকে সরকারের কাছ থেকে চিকিৎসাসেবার অপেক্ষায় থাকার পর তা না পেয়ে আত্মহত্যা করে। এ সপ্তাহের শুরুতে টাইমস অব ইসরায়েলের তরফে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে এক সেনা। এতে সে গুরুতরভাবে আহত হয়।
এ বছরের জানুয়ারিতে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ সেনা আত্মহত্যা করেছে। সূত্র : আলজাজিরা

 

মন্তব্য

বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা

শেয়ার
বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েইদা প্রদেশের আল-মাজরা গ্রামে গতকাল বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা জড়ো হয়। এ সময় সেখানকার একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ১৩ জুলাই থেকে প্রদেশটিতে স্থানীয় বেদুইনগোষ্ঠী ও দ্রুজ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। ছবি : এএফপি
মন্তব্য

সর্বশেষ সংবাদ