পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন। ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের জন্য সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। ইমরান খানের বোন আলেমা খান ও আইনজীবী ফয়সাল চৌধুরী গতকাল বুধবার এ কথা জানান।
রাওয়ালপিন্ডিতে ফয়সাল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইমরান খান বলেছেন, এটা সরকারবিরোধী বিক্ষোভের চূড়ান্ত ডাক।
দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সদস্যদের এই বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।’
ফয়সাল চৌধুরী আরো বলেন, এই বিক্ষোভ শুধু ইসলামাবাদেই নয়, পুরো পাকিস্তান, এমনকি বিশ্বজুড়ে ইমরানের সমর্থকরা যেখানে আছেন, সেখানেই অনুষ্ঠিত হবে।
এই আইনজীবী আরো জানান, দলের প্রতিষ্ঠাতা বিক্ষোভের জন্য একটি কমিটিও গঠন করেছেন। তবে কমিটির সদস্যদের নাম গোপন রাখতে বলেছেন ইমরান খান।
সাবেক এই প্রধানমন্ত্রীর শঙ্কা, নাম প্রকাশ পেলে তাঁরা গ্রেপ্তার হতে পারেন।
ফয়সাল চৌধুরী বলেন, দলের সব নেতাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত আছেন। কমিটি চাইলে বিক্ষোভ বাতিলও করতে পারে। তবে কারো একক সিদ্ধান্তে বিক্ষোভ বন্ধ হবে না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে বৈঠক শেষে গতকাল গণমাধ্যমকে আলেমা বলেন, ইমরান খান প্রতিটি সমর্থককে পাকিস্তানজুড়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন।
আলেমা খান জানান, ইমরান খান সমর্থকদের বলেছেন, ‘৮ ফেব্রুযারি, আপনারা একটি বিপ্লব এনেছিলেন। আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য রাজপথে নেমেছিলেন। আপনারা অভিজাতদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছিলেন। কিন্তু ৯ ফেব্রুয়ারি সব ম্যান্ডেট আসলে চুরি হয়ে গেছে।
’
আলেমা খান আরো বলেন, ইমরান খান ভোট চুরির অভিযোগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইমরানের দাবি, তাঁদের কাছে নির্ধারিত অল্প কিছু আসন হস্তান্তর করা হয়েছে।
আলেমা জানান, ‘বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে সংবিধান সংশোধনীর’ ব্যাপারে ইমরান খান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘সুপ্রিম কোর্টের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’
বিক্ষোভের দাবিদাওয়ার ব্যাপারে বিশদ বিবরণ দিয়ে ইমরানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, বিতর্কিত ২৬তম সাংবিধানিক সংশোধনী বাতিল, ‘পিটিআইর ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া’ এবং বিনা বিচারে কারাগারে থাকা কর্মীদের মুক্তির দাবি জানানো হবে।
খাইবারপাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর সম্প্রতি সোয়াবি শহরে অনুষ্ঠিত একটি সমাবেশে কোনো রকম বিক্ষোভের তারিখ ঘোষণা না করায় দলীয় নেতাকর্মীরা বেশ হতাশ হয়েছিলেন বলে এর আগে পিটিআই নেতা আলী জাফর জানিয়েছিলেন। এমনকি বিষয়টি গত মাসে ইসলামাবাদে অংশ নেওয়া শ্রমিকদেরও হতাশ করেছিল।
তবে ইমরান খানের নির্দেশে ২৪ নভেম্বরের বিক্ষোভে গান্দাপুর তাঁর প্রদেশে নেতৃত্ব দেবেন বলে ফয়সাল চৌধুরী জানিয়েছেন। গতকাল গান্দাপুরের তথ্য ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ এক বিবৃতিতে বলেন, প্রদেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর সব কিছুর তদারকি করছেন। সূত্র : জিও নিউজ, দ্য এক্সপ্রেস ট্রিবিউন