ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
বিনা বিচারে কারারুদ্ধ কর্মীদের মুক্তি দাবি

চূড়ান্ত বিক্ষোভের ডাক ইমরান খানের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চূড়ান্ত বিক্ষোভের ডাক ইমরান খানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন। ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের জন্য সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। ইমরান খানের বোন আলেমা খান ও আইনজীবী ফয়সাল চৌধুরী গতকাল বুধবার এ কথা জানান।

রাওয়ালপিন্ডিতে ফয়সাল চৌধুরী সাংবাদিকদের বলেন, ইমরান খান বলেছেন, এটা সরকারবিরোধী বিক্ষোভের চূড়ান্ত ডাক।

দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সদস্যদের এই বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

ফয়সাল চৌধুরী আরো বলেন, এই বিক্ষোভ শুধু ইসলামাবাদেই নয়, পুরো পাকিস্তান, এমনকি বিশ্বজুড়ে ইমরানের সমর্থকরা যেখানে আছেন, সেখানেই অনুষ্ঠিত হবে।

এই আইনজীবী আরো জানান, দলের প্রতিষ্ঠাতা বিক্ষোভের জন্য একটি কমিটিও গঠন করেছেন। তবে কমিটির সদস্যদের নাম গোপন রাখতে বলেছেন ইমরান খান।

সাবেক এই প্রধানমন্ত্রীর শঙ্কা, নাম প্রকাশ পেলে তাঁরা গ্রেপ্তার হতে পারেন।

ফয়সাল চৌধুরী বলেন, দলের সব নেতাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত আছেন। কমিটি চাইলে বিক্ষোভ বাতিলও করতে পারে। তবে কারো একক সিদ্ধান্তে বিক্ষোভ বন্ধ হবে না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে বৈঠক শেষে গতকাল গণমাধ্যমকে আলেমা বলেন, ইমরান খান প্রতিটি সমর্থককে পাকিস্তানজুড়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন।

আলেমা খান জানান, ইমরান খান সমর্থকদের বলেছেন, ৮ ফেব্রুযারি, আপনারা একটি বিপ্লব এনেছিলেন। আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য রাজপথে নেমেছিলেন। আপনারা অভিজাতদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছিলেন। কিন্তু ৯ ফেব্রুয়ারি সব ম্যান্ডেট আসলে চুরি হয়ে গেছে।

আলেমা খান আরো বলেন, ইমরান খান ভোট চুরির অভিযোগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইমরানের দাবি, তাঁদের কাছে নির্ধারিত অল্প কিছু আসন হস্তান্তর করা হয়েছে।

আলেমা জানান, বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে সংবিধান সংশোধনীর ব্যাপারে ইমরান খান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সুপ্রিম কোর্টের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

বিক্ষোভের দাবিদাওয়ার ব্যাপারে বিশদ বিবরণ দিয়ে ইমরানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, বিতর্কিত ২৬তম সাংবিধানিক সংশোধনী বাতিল, পিটিআইর ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া এবং বিনা বিচারে কারাগারে থাকা কর্মীদের মুক্তির দাবি জানানো হবে।

খাইবারপাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর সম্প্রতি সোয়াবি শহরে অনুষ্ঠিত একটি সমাবেশে কোনো রকম বিক্ষোভের তারিখ ঘোষণা না করায় দলীয় নেতাকর্মীরা বেশ হতাশ হয়েছিলেন বলে এর আগে পিটিআই নেতা আলী জাফর জানিয়েছিলেন। এমনকি বিষয়টি গত মাসে ইসলামাবাদে অংশ নেওয়া শ্রমিকদেরও হতাশ করেছিল।

তবে ইমরান খানের নির্দেশে ২৪ নভেম্বরের বিক্ষোভে গান্দাপুর তাঁর প্রদেশে নেতৃত্ব দেবেন বলে ফয়সাল চৌধুরী জানিয়েছেন। গতকাল গান্দাপুরের তথ্য ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ এক বিবৃতিতে বলেন, প্রদেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর সব কিছুর তদারকি করছেন। সূত্র : জিও নিউজ, দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

মন্তব্য

সম্পর্কিত খবর

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ

কোল্ডপ্লে কনসার্টে কিস ক্যাম-এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

গত ১৬ জুলাই ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টে কিস ক্যাম-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। হঠাৎ স্ক্রিনে নিজেদের দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন। ক্রিস্টিন মুখ ঢেকে পেছনে সরে যান, আর অ্যান্ডি নিচে ঝুঁকে লুকাতে চেষ্টা করেন। সূত্র : বিবিসি

মন্তব্য

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে চার শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, এই দুর্ঘটনায় চার শিশু মারা গেছে।

অপর ১৭ জন আহত হয়েছে। ১০ শিশুকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, শিক্ষক ও গ্রামবাসীর সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করা হয়।
তারপর কাছের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। সূত্র : দ্য হিন্দু

মন্তব্য
সংক্ষিপ্ত

দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ
জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ

ফ্রান্সের কারাগারে ৪০ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে কারাভোগের পর তাঁকে লেবাননে পাঠানো হয়েছে। মুক্তি পাওয়ার পর আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাঁকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তাঁরা দেখছেন, স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে ছয়টি গাড়ির একটি বহর ল্যানেমেজান কারাগার থেকে বেরিয়ে আসে। যদিও ৭৪ বছর বয়সী ধূসর-দাড়িওয়ালা আবদুল্লাহকে এক ঝলকও দেখা যায়নি। প্যারিসে মার্কিন সামরিক অ্যাটাশে চার্লস রবার্ট রে ও ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানটভ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহকে ১৯৮৪ সালে আটক করা হয়। সূত্র : এএফপি

 

মন্তব্য

স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে
ইভ জবস

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।

২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত এস্টেল ম্যানর হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও।
রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।

১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তাঁর দুই বড় ভাই-বোন আছেন। লিসা নামে তাঁর এক সেবানও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ইভ। মডেল হিসেবে ফ্যাশনজগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ। সূত্র : ডেইলি মেইল, দি ইকোনমিক টাইমস

মন্তব্য

সর্বশেষ সংবাদ