ভারি বৃষ্টিপাতের কারণে বড় ধরনের বন্যার পূর্বাভাসের পর মধ্য জাপানের চারটি শহরের অন্তত ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, এরই মধ্যে একজনের প্রাণহানি এবং সাতজন নিখোঁজের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরের ইশিকাওয়া অঞ্চলে ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের ঘটনাটি ঘটে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) গতকাল ইশিকাওয়া অঞ্চলের জন্য জীবন-হুমকিমূলক সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।