<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থাইল্যান্ডে এক ইউরোপীয় নাগরিকের শরীরে এমপক্স ভাইরাস সংক্রমিত রোগ শনাক্ত হয়েছে। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি গত সপ্তাহে আফ্রিকা থেকে থাইল্যান্ডে যান। তাঁর শরীরে এমপক্সের কোন ধরন রয়েছে, তা জানার চেষ্টা করছে থাই কর্তৃপক্ষ। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান থোংচাই কিরাতিহাত্তায়াকর্ন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৪ আগস্ট ওই ব্যক্তি আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডে আসেন। তাঁর শরীরে এমপক্সের ক্লেড-১ ধরন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এমপক্সের এই ধরন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তিকে একটি হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ধরন শনাক্ত করতে এরই মধ্যে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ২০২২ সাল থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে ৮০০ জনের শরীরে এমপক্সের ক্লেড-২ ধরন শনাক্ত হয়েছে। সূত্র : বিবিসি, আলজাজিরা</span></span></span></span></span></p>