নথিভুক্ত আফগান শরণার্থীরা পাকিস্তানে এক বছর থাকার সুযোগ পাচ্ছে। গতকাল পাকিস্তানের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সাড়ে ১৪ লাখ আফগান উদ্বাস্তু, যাদের বৈধ নথির মেয়াদ গত জুনে শেষ হয়েছে, তারা আগামী বছরের জুন পর্যন্ত পাকিস্তানে থাকতে পারবে। গত অক্টোবরে নিরাপত্তার জন্য অবৈধ বিদেশি নাগরিকদের পাকিস্তান থেকে তাড়ানোর ঘোষণা দেয় সরকার।