এক্সিট পোল অনুযায়ী ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ফ্রান্সে উগ্র ডানপন্থী মেরিন লো পেনের ন্যাশনাল র্যালি দল ঐতিহাসিক জয় পেয়েছে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল র্যালি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দলকে পরাজিত করার পথে ছিল।
অস্ট্রিয়া ও জার্মানিতেও উগ্র ডানপন্থী দলগুলো বেশ ভালো ফল করেছে বলে এক্সিট পোলে আভাস মিলছে।
গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতের কিছু পর নতুন ইউরোপীয় পার্লামেন্টের প্রথম চিত্র পাওয়ার কথা ছিল।
চার দিনব্যাপী ২৭ দেশের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন গতকালই সমাপ্ত হয়।
প্রায় ৩৬ কোটি ভোটার ইউরোপীয় পার্লামেন্টের ৭২০ জন নতুন সদস্যকে বেছে নিচ্ছেন।
সমর্থকদের সঙ্গে কথা বলার সময় লো পেনের ন্যাশনাল র্যালির নেতা জর্ডান বারডেলা বলেছেন, ফরাসি জনগণ তাঁর দলকে ৩০ শতাংশের বেশি ভোট দিয়ে ‘আপিল ছাড়াই রায়’ দিয়েছে। এটি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দলের দ্বিগুণেরও বেশি।
এদিকে ফরাসি মিডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাখোঁর গতকাল রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা। প্রেসিডেন্টের হুট করে এ রকম পদক্ষেপ অস্বাভাবিক ঘটনা। সূত্র : বিবিসি