ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল

  • বিবিসির বিশ্লেষণ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল
উত্তর গাজার জাবালিয়ায় গতকাল ইসরায়েলি বোমাবর্ষণে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ছবি : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সম্পর্কে চিড় ধরিয়েছেন। ইসরায়েল দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল অভিযান চালাতে ইহুদিবাদী দেশটিকে তিনি আর অস্ত্র সরবরাহ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অস্ত্রের চালান মার্কিন-ইসরায়েল সম্পর্কের মূল ভিত্তি। চার দশকের মধ্যে প্রথমবারের মতো এই সম্পর্কে ফাটল ধরেছে।

গাজায় আরো বড় ধরনের বেসামরিক হতাহতের ঘটনা এবং ক্রমবর্ধমান মানবিক সংকট ঠেকাতে সহায়তার জন্য বাইডেন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে অব্যাহত চাপের মধ্যে রয়েছেন। শেষ পর্যন্ত তিনি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে অস্ত্র চালান আটকে রাখার সূত্রপাত ঘটাতে পেরেছেন। ১৯৮০-র দশকে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ আর দেখা যায়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বাইডেন প্রশ্নাতীতভাবে ইসরায়েলপন্থী রিপাবলিকান পার্টি এবং তাঁর নিজ দল গভীরভাবে বিভক্ত ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটি রাজনৈতিক বিভাজনে আটকে পড়েছেন।

তবে এখন পর্যন্ত বাইডেনকে মার্কিন-ইসরায়েল সম্পর্কে আঘাত হানে এমন কোনো পদক্ষেপ নিতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে।’

এদিকে রাফাহ শহরের আরো কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত শনিবার ওই নির্দেশ দিয়ে তারা ফিলিস্তিনিদের আল-মাওয়াসির বর্ধিত মানবিক এলাকায় চলে যেতে বলেছে। এই ঘোষণার ফলে মনে করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী হয়তো রাফাহ শহরে স্থল অভিযান শুরু করার পরিকল্পনা করছে।

গত সোমবার থেকে গাজার মিসর সীমান্তবর্তী রাফাহ শহরে বিমান হামলা শুরু করে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। গতকাল রবিবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি, সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং কালক্ষেপণ না করে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূত্র : বিবিসি

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে সাড়ে তিন লাখ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে পাঁচ হাজার ১৩৬ সিঙ্গাপুরি ডলার মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী চুরি করেন। চুরির পর তিনি স্বাভাবিকভাবেই বিমানে চেপে দেশ ত্যাগ করেন।

তবে ১ জুন পুনরায় ওই ব্যক্তি সিঙ্গাপুর ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একটি দোকান থেকে ব্যাগ হারিয়ে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে কর্তৃপক্ষ চুরির ঘটনা জানতে পারে। সূত্র : এনডিটিভি

মন্তব্য

পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে।

বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য নয়, এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি।’ সূত্র : এএফপি

 

মন্তব্য

তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৪ জন। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল।

হঠাৎ বাতাসের দিক পরিবর্তনে তাঁদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী ও পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হয়’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকরা। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

কমরেড আজিজুল হকের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কমরেড আজিজুল হকের মৃত্যু
আজিজুল হক

নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ কমরেড আজিজুল হক গত সোমবার মারা গেছেন। কলকাতার বিধাননগরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ষাটের দশকের উত্তাল সময়ে ভারতের নকশাল আন্দোলনে আজিজুল হক ছিলেন প্রথম সারির নেতাদের একজন। চারু মজুমদার ও মহাদেব মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই ঐতিহাসিক আন্দোলনে, যা ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তীব্রভাবে বিস্তার লাভ করেছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ