আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অন্তত ১৫৩ জনের মৃত্যু হয়েছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এ কথা জানায়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, গত শুক্রবার বৃষ্টিপাতের কারণে বন্যায় আরো অন্তত ১৩৮ জন আহত হয়েছেন। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি জানায়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাগলান প্রদেশেই ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।