নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পূর্বনির্ধারিত জনসভা ঝড়ের কারণে বাতিল করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাবেশ বাতিলের আগে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিতর্কের জন্য স্পুৎনিক জানান রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।
গত শনিবার অঙ্গরাজ্যটির উইলমিংটন বিমানবন্দরে এই জনসভা হওয়ার কথা ছিল। তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া উপেক্ষা করে এদিন সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকে ট্রাম্পের হাজারো সমর্থক।
তবে ঝড়ের কারণে সমাবেশস্থলে পৌঁছার ৩০ মিনিট আগে সমাবেশ বাতিল করেন ট্রাম্প। ব্যক্তিগত বিমানে চড়ে সেখানে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। নিরাপত্তার কারণে সমাবেশস্থল থেকে সবাইকে তাৎক্ষণিকভাবে চলে যেতে বলেন তিনি।
নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে ফৌজদারি মামলায় বিচার শুরুর পর প্রথমবারের মতো জনসভায় সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার কথা ছিল ট্রাম্পের।
ট্রাম্প বলেন, ‘জনসভা না হওয়ায় আমি হতাশ। তবে আমরা সবাইকে নিরাপদে রাখতে চাই। আমার মনে হয়, বৃষ্টি হবে কি না, তা যাচাই করতে হবে। আমি খুবই দুঃখিত।’
এদিকে এই সমাবেশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেনকে বিতর্কের স্পুৎনিক জানিয়েছে ট্রাম্পের প্রচার শিবির। এতে বলা হয়, ‘আমি বিতর্কের স্পুৎনিক জানাচ্ছি, যেকোনো সময়, যেকোনো স্থানে। দুর্নীতিগ্রস্ত ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) ও তাদের সহযোগী সংস্থা কমিশন অন প্রেসিডেনশিয়াল ডিবেটস (সিপিডি) এই বিতর্কের আয়োজন করতে পারে। উল্লেখ্য, ২০১৬ ও ২০২০ সালে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছিলেন ট্রাম্প। তবে জনসংখ্যাগত পরিবর্তন এবং গর্ভপাত আইনে পরিবর্তনের কারণে এবার এই অঙ্গরাজ্যের দুই প্রার্থীর তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে।
সূত্র : দ্য গার্ডিয়ান