গাজার খান ইউনিস শহরে নাসের মেডিক্যাল কমপ্লেক্সে একটি গণকবরে প্রায় ২০০ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গতকাল রবিবার গণকবরটির উন্মোচন করে। সেখানে আরো মরদেহের সন্ধানে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।
এদিকে পশ্চিম তীরের তুলকার্ম শহরের নিকটবর্তী নুর শামস শরণার্থী শিবিরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ওই এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত শনিবার পর্যন্ত সেখানে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই অব্যাহত ছিল। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
রয়টার্স জানায়, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সংঘটিত যুদ্ধে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়া ফিলিস্তিনিরা নুর শামস এলাকায় আশ্রয় নিয়েছিল।
তাদের পরবর্তী প্রজন্ম এখন ওই এলাকাটিতে বসবাস করছে। এখানে ইসরায়েলের সামরিক যানগুলো জড়ো হওয়ার পরপরই ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় নুর শামস এলাকায় অন্তত তিনটি ড্রোন উড়তে দেখা গেছে। ইসরায়েলি হামলার পর সেখানকার বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। বিভিন্ন ফিলিস্তিনি উপদলীয় বাহিনী নিয়ে গঠিত তুলকার্ম ব্রিগেটস জানিয়েছে, শনিবারও তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে।
এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহর একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে রাফাহর পশ্চিমে তাল আস-সুলতান এলাকায় ওই হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহতদের দাফন গত শনিবার সম্পন্ন হয়েছে।
এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গত শনিবার ইসরায়েলের ২৬.৩৮ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস করেছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এই রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ফের সচল এবং প্রসারিত করতে ৫.২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ, উন্নত অস্ত্র কেনার জন্য ৩.৫ বিলিয়ন, অস্ত্র উৎপাদন বাড়াতে এক বিলিয়ন, ইসরায়েলের অন্যান্য সরবরাহ ও পরিষেবার জন্য ৪.৪ বিলিয়ন এবং মানবিক সহায়তার জন্য ৯.২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র : আলজাজিরা, রয়টার্স